বর্ডার-গাভাসকর ট্রফির শুরুতেই বিতর্ক খুঁচিয়ে তুলল অজি মিডিয়া। নাগপুর টেস্টে উসমান খোয়াজার এলবিডব্লিউ আউট নিয়ে ☂সংশয় প্রকাশ করতে শুরু করেন💜 অস্ট্রেলিয়ার সমর্থকরাও।
নাগপুর টেস্টে টস জ𝔍িতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ম্যাচের দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ সিরাজ। তিনি নিজের প্রথম বলেই উসমান খোয়াজাকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়া༒ন।
প্রাথমিকভাবে আম্পায়ার নীতিন মেনন আউট দেননি খোয়াজাকে। তবে বোলার সিরাজ ও উইকেটকিপার ভরতের সঙ্গে আলোচনা করে🎶 একেবারে শেষ মুহূর্তে রিভিউয়ের আবেদন জানান ভারত অধিনায়ক র🐽োহিত শর্মা।
আল্ট্রা এজ যাচাইয়ের পরে তৃতীয় আম্পায়ার নিশ্চিত হন যে, বল ব্যাটে লাগেননি। বল ট্র্যাকি🦂ংয়ে দেখা যায়, বল স্টাম্প লাইনে পিচ করেছে। প্যাডে লাগার মুহূর্তেও 🔯বল স্টাম্প লাইনে ছিল এবং শেষমেশ বল গিয়ে লাগে লেগ স্টাম্পে। স্বাভাবিকভাবেই তৃতীয় আম্পায়ারের পরামর্শ মতো ফিল্ড আম্পায়ার আউট ঘোষণা করেন খোয়াজাকে।
পিচিং, ইমপ্যাক্ট ও হিটিং তিনটি ক্ষেত্রেই আউট নিয়ে কোনও সংশয় ছিল না ডিআরএসে। তা সত্ত্বেও অজি সমর্থকরা অহেতুক প্রশ্ন তোলেন ডিআরএস নিয়ে। তাঁরা বিদ্রুপের সুরেই সংশয় প্রকাশ করেন বল ট্র্যাকার খারাপ হয়ে গি๊য়েছে কিনা, সে বিষয়ে।
আ🎶ন্তর্জাতিক ক্রিকেটে ডিআরএস নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অনেক সময় ‘আম্পায়ার্স কলের’ সিদ্ধান্ত মেনে নিতে পারেন না অনেকে। তবে প্রযুক্তি এমন স্পষ্ট সিদ্ধান্ত জানানোর পরেও খোয়াজার আউট নিয়ে সংশয় প্রকাশ করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়েই উঠতে পারে প্রশ্ন। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় এমন সংশয় প্রকাশ করেছেন যাঁরা, তাঁদের পালটা দিতে দেখা যাচ্ছে ভারতীয় সমর্থকদের।
খোওয়াজা ৩ বলে ১ রান করে সꦬাজঘরে ফেরেন। ঠিক তা𒉰র পরের ওভারেই ডেভিড ওয়ার্নারকে (১) বোল্ড করে সাজঘরের পথ দেখান মহম্মদ শামি। প্রথম দিনের প্রথম সেশনে ভারত একজোড়া সাফল্য পায়। প্রথম দিনের লাঞ্চে অস্ট্রেলিয়া ২ উইকেটে ৭৬ রান তোলে।
লাঞ্চের ঠিক পরেই পরপর দুই বলে মার্নাস ল্যাবুশান (৪৯)꧃ ও ম্যাট রেনশকে (০) সাজঘরে ফেরান রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় সেশনেই স্টিভ স্মিথের (৩৭) উইকেটও তুলে নেন জাদেজা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।