প্রথমবারের জন্য জাতীয় টি-২০ দলে জায়গা করে নেওয়ার ঠিক পরের দিনই দলীপ ট্রফিতে লড়াকু ইনিংস খেলেন তিলক বর্মা। চাপের মুখে যেভাবে ব্যাট হাতে দক্ষিণাঞ্চলকে নির্ভরতা দেন তিলক, তাতে এটা স্পষ্ট হয়ে যায় যে, লাল বলের ক্রিকেটেও সফল হওয়ার বিস্তর সম্ভাবনা রয়ে🍎ছে হায়দরাবাদের বাঁ-হাতি ব্যাটিং অল-রাউন্ডারের।
চিন্নাস্বামীতে দলীপ ট্রফির দ্বিতী♍য় সেমিফাইনালে সম্মুখসমরে নামে জয়ন্ত যাদবের নেতৃত্বাধীন উত্তরাঞ্চল ও হনুমা বিহারীর দক্ষিণাঞ্চল। টস জিতে উত্তরাঞ্চল🍸কে শুরুতে ব্যাট করতে পাঠায় দক্ষিণাঞ্চল। শুরু থেকে একের পর এক উইকেট হারাতে থাকা উত্তরাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৯৮ রানে।
চিন্নাস্বামীর এই পিচে ব্যাট করা যে মোটেও সহজ নয়, সেটা বোঝা যায় প্রথম দিনেই। কেননা পালটা ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল প্রথম দিনেই মাত💦্র ৬৩ রান সংগ্রহ করতে চারটি উইকেট হারিয়ে বসে। প্রথম দিনের শেষে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে অপরাজিত থাকেন তিলক। মায়াঙ্ক ব্যক্তিগত ৩৭ রানে নট-আউট ছিলেন। তিলক ব্যাট করছিলেন ১৭ বলে ১২ রান করে।
দ্বিতীয় দিনের শুরুতেই যদি দক্ষিণাঞ্চল উইকেট হারিয়ে বসত, তবে তাদের কাছে লড়াই নিতান্ত কঠিন হয়ে দাঁড়াত সন্দেহ নেই। মায়াঙ্কের সঙ্গে জুটি বেঁধে তিলক দলকে নির্ভরতা দেন। মায়াঙ্ক ৬টি বাউন্ডারির সাহায্যে ৮৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ১০টি বাউন্ডারির সাহায্যে ১১৫ বলে ৭৬ রান করে মাঠ ছাড়ে🌱ন তিনি।
তিলক নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে জুটি বেঁধে দক্ষিণাঞ্চলকে দলগত ১৫০ রানের গণ্ডি পার ক✨রান তিনি। শেষমেশ ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০১ বলে ৪৬ রানের লড়াকু ইনিংস খেলে মাঠ ছাড়েন তিলক।
যদিও মায়াঙ্ক-তিলকের এমন লড়াই সত্ত্বেও প্রথম ইনিংসের নিরিখে উত্তরাঞ্চলকে টপকে যাওয়া সম্ভব হয়নি দক্ষিণাঞ্চলের পক্ষে। তারা ১৯৫ রানে অল-আউট হয়ে যায়। ৩ রানের সংক্ষ🐭িপ্ত লিড পেয়ে যায় উত্তরাঞ্চল। ওয়াশিংটন সুন্দর ১২ রান করে আউট হন। সাই কিশোর ২১ রানের কার্যকরী যোগদান রাখেন। বিজয়কুমার বৈশাক ২ রান করে সাজঘরে ফেরেন।
উত্তরাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে ৩টি করে উইকেট নেন বৈভব আরোরা ও জয়ন্ত যাদব। ২টি করে উইকꦡেট দখল করেন বলতেজ সিং ও কেকেআরের হয়ে আইপিএলে নজর কাড়া হর্ষিত রানা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।