উত্তেজক জয় দিয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরཧুদ্ধে টি-২০ সিরিজ শুরু করল ইংল্যান্ড। সাউদ𝕴াম্পটনে সফরের উদ্বোধনী ম্যাচে ব্রিটিশদের কাছে ২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে হার মানেন অজিরা।
লকডাউনের পর ইংল্যান্ড ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছে। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজেও মাঠ🌠ে নেমেছেন মর্গ্যানরা। অস্ট্রেলিয়া যদিও মহামারির মাঝে এই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামে।
তা সত্ত্বেও ইংল্যান্ডের সঙ্গে কড়া টক্কর দেন অ্যারন ফিঞ্চরা। কামব্যাক ম্যাচ🦩ে দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার। তবে শেষমেশ জয়ের লক্ষ্যের🦩 ঠিক দোরগোড়ায় থেমে যেতে হয় অস্ট্রেলিয়াকে।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়♑ে ১৬২ রান তোলে। ডেভিড মালান দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন। ৪৩ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। জোস বাটলার করেন ২৯ বলে ৪৪ রান। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। বাকিরা কেউই বলার মতো রান পাননি।
কেকেআরের দুই🍨 তারকা টম ব্যান্টন ও ইয়ন মর্গ্যান যথাক্রমে ৮ ও ৫ রান করে আউট হন। ২টি করে উ🔥ইকেট নিয়েছেন অ্যাস্টন এগর, কেন রিচার্ডসন ও গ্লেন ম্যাক্সওয়েল।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রানে আটকে যায়। শেষ ওভা🌼রে জয়ের জন্য ১৫ রান দরকার ছিল অজিদের। স্টোইনিস প্রথম বলে ছ্ক্কা হাঁকানোয় পাঁচ🌸 বলে ৯ রান প্রয়োজন ছিল তাঁদের। শেষ বলে চার মারলে ম্যাচ টাই হতে পারত। যদিও শেষমেশ বল বাউন্ডারি লাইনের বাইরে পাঠাতে পারেননি অজি অল-রাউন্ডার।
অস্ট্রেলিয়ার হয়ে ডেভিড ওয়ার্নার ৪৭ বলে ৫৮ রান করেন। ফিঞ্চ করেন ৩২ বলে ৪৬ রান। স্টিভ স্মিথ ১৮ রান করে আউট হন। স্টোইনিস ꦚঅপরাজিত থাকেন ২৩ রানে। আর্চার ও আদিল রশিদ ২টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন মালান।
সংক্ষিপ্ত স্কোর:- ইংল্যান্ড: ১৬২/৭ (২০ ওভার), অস্ট্রেলিয়া: ১৬০/৬ (২০ ওভার) (ইংল্যান্ড ২ রানে জয়ী)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।