জোস বাটলারের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৬ উইকেটে পরাজিত করে ইংল্যান্ড। সেই সঙ্গে তারা ঘরের মাঠে অজিদের বির🏅ুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ জয় নিশ্চিত করে এক ম্যা💛চ বাকি থাকতেই।
সাউদাম্পটনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৭ রান তোলে তারা। ক্যাপ্টেন ফিঞ্চ দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া স্টোইনিস ৩৫, ম্যাক্ꦆসওয়েল ২৬ ও অ্যাস্টন এগর ২৩ রান করেন।
খাতা খুলতে পারেননি ডেভিড ওয়ার্নার। স্টিভ স্মিথ মাত্র ১০ রান🐼 করে রান-আউট হন। জর্ডন ২টি এবং আর্চার, উড ও আদিল রশিদ ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট♍ করতে নেমে ইংল্যান্ড অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা প্রয়োজনীয় ১৫৮ রান তুলে নেয়। ওপেন করতে নেমে জোস বাটলার ৫৪ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ৮টি চার ও ২টি ছক্কা মারেন। ডেভিড মালান করেন🍷 ৪২ রান।
৯ রান করে হিট-উইকেট হন বেয়ারস্টো। দুই কেকেআর তারকা ব্যান্টন ও মর্গ্যান যথাক🌠্রমে ২ ও ৭ রান করে আউট হন। ২টি উইকেট নিয়েছেন এগর। ম্যাচের সেরা হয়েছেন বা𓃲টলার।
সংক্ষিপ্ত স্কোর:- অস্ট্রেলিয়া: ১৫৭/৭ (২০ ওভার), ইংল্যান্ড: ১৫৮/৪ (১৮.৫ ওভার), (ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।