কয়েক মাসের ব্যবধান, তাতেই সম্পূর্ণ বদলে গিয়েছে ওয়েস্ট হ্যামের ভাগ্য। গত মরশুমে কোনক্রমে প্রিমিয়র লিগে টিকে থাকতে সক্ষম হয় হ্যামারর্সরা। সেই দলই এ মরশুমে প্রথম চারে থাকায় সেয়ানে সেয়ানে লড়াই দিচ্ছে লিগের তথাকথিত বড় দলগুলিকে। বার্নলেকে ২-১ গোলে হারিয়ে ফের চেলসির ঘাড়ে নিঃশ্বাস ﷽ফেলছেন লুকাস ফেবি✱য়ান্সকিরা।
লিগের ৩৪ নম্বর ম্যাচে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নেয় ডেভিড ময়েসের দল। দুর্দান্ত ফর্মে থাকা কিউয়ি স্ট্রাইকার ক্রিস উডেক পেনাল্টিতে ১৯ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যায় বার্নলে। তবে লিড দীর্ঘস্থায়ী হয়নি। পিছিয়ে নিক পোপের গোল লক্ষ্য করে মুর্হমুহু আক্রমণ শানাতে থাকে হ্যামার্সরা। মাত্র চার মিনিটের মধ্যেই গোল শোধ করেন মিকাইল অ্যান্টোনিও। সমতার ফেরানোর আট মিনিটের মাথায় আবারও পোপের গোলে বল জড়িয়ে অ্যান্টোনিও। সাইদ বেনরামার ঠিকানা লেখা পাসে সুযোগ নষ্ট করে🍬ননি অ্যান্টোনিও। এরপরে দুই দলের কাছেই গোল সংখ্যা বাড়ানোর সুযোগ আসলেও কেউই🐽 তা কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধ ওয়েস্ট হ্যামের পক্ষেই ২-১ শেষ হয়।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ-প্রতি আক্রমণ♛ের খেলা চলত♔ে থাকে। ৬৪ মিনিটের মাথায় বার্নলের হয়ে সমতা ফেরানোর পরপর দু'টি সুবর্ণ সুযোগ নষ্ট করেন জে রডরিগেস। ম্যাচ শেষ হয় একই স্কোরলাইনে। এই জয়ের ফলে ৫৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পাঁচ নম্বরে ওঠে এল পূর্ব লন্ডনের দলটি। চেলসির থেকে চার ম্যাচ বাকি থাকতে তিন পয়েন্টে পিছিয়ে রয়েছেন তাঁরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।