পরপর দুই রাতে ফুটবলবি♎শ্বের দুই ম🅷েগা টুর্নামেন্ট শেষে একই দৃশ্য ধরা পড়ল। মারাকানায় কোপা আমেরিকা জয়ের পর গোলের জাল কেটে বাড়ি নিয়ে গেলেন ম্যাচের নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া। অপরদিকে, একই ছবি দেখা গেল ওয়েম্বলির মাঠেও। স্মৃতিহিসাবে জাল কেটে নিয়ে গেলেন মানুয়েল লোকাতেল্লি, আলেসান্দ্রো ফ্লোরেঞ্জিরা।
♐দুই রাতেই বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইতালি এবং আর্জেন্♐তিনা জয়ের স্বাদ পেয়েছে। ৫৩ বছর পর ইউরো সেরার খেতাব জিতেছে আজুরিরা, তো ২৮ বছর পর কোপার শিরোপা জিতে নিয়েছে আলবিসেলেস্তে। এতদিন পর মেগা টুর্নামেন্ট জয়কে স্মরণীয় করে রাখাটাই তো স্বাভাবিক।
তবে খেতাব জয়ের পর স্൲মৃতিহিসাবে জাল কেটে নিয়ে যাওয়া নতুন🦋 কিছু নয়, এমন দৃষ্টান্ত ভুরি ভুরি রয়েছে। অতীতে জেরার্ড পিকেদেরও বার্সেলোনার খেতাব জয়ের পর একই কাজে লিপ্ত হতে দেখা যায়। এই কর্মকান্ড দুই দেশের দুই সেরা দলকে কোথাও, কোন একটা অদৃশ্য সুতোয় বেঁধে দিল। হয়তো দুই দলেরই সাম্প্রতিক সময়ের হতাশার পর এই জয় আরও বেশি উপভোগ্য বলেই একইরকম আনন্দজ্ঞাপনের ভঙ্গিমাও। সামনের বছরেই বসতে চলেছে বিশ্বকাপের আসর। নিজের নিজের মহাদেশে সেরা হওয়ার পর দুই দলেরই এবার চোখ থাকবে বিশ্বশ্রেষ্ঠ হওয়ার দিকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।