২০ꦕ২০-২১ মরশুমে মুম্বই সিটির বিরুদ্ধে হ🌟েরে আইএসএল জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল, এবার বেঙ্গালুরুকে হারিয়ে সেই আশাকে পূরণ করল এটিকে মোহনবাগান। ফের একবার ISL চ্যাম্পিয়ন হল কলকাতার এই দল।
কেমন হয়েছিল টাইব্রেকার
অ্যালান কোস্টা গোল। বেঙ্গালুরু ১-০ এটিকে মোহনবাগানপেত্রাতোস গোল। বেঙ্গালুরু ১-১ এটিকে মোহনবাগানরয় কৃষ্ণা গোল। বেঙ্গালুরু ২-১ এটিকে মোহনবাগানলিস্টন কোলাসো গোল। বেঙ্গালুরু ২-২ এটিকে মোহনবাগানব্রুনো ব়্যামিরেজ, বিশালের সেভ। বেঙ্গালুরু ২-২ এটিকে মোহনবাগানকিয়ান নাসিরি, গোল। বেঙ্গাল📖ুরু ২-৩ এটিকে মোহনবাগানসুনীল ছেত্রী, গোল। বেঙ্গালুরু ৩-৩ এটিকে মোহনবাগানমনবীর সিং, গোল। বেঙ্গালুরু ৩-৪ এটিকে মোহনবাগান
চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান
টাইব্রেকারে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হল এটিকে মোহনবাগান⭕।
টাইব্রেকারের ফল
বেঙ্গালুরু এফসি -৩ এটিকে মোহনবাগান- ৪
১২০ মিনিটে ফাইনালের ফল ২-২
৯০ মিনিটের পরে ৩০ মജিনিটেও খেলার ২-২, ম্যাচ গড়িয়েছে টাই💝ব্রেকারে।
ভুল করে বসেছিলেন গুরপ্রীত
🐭ম্যাচের শেষ মুহূর্তে আর একটু হলেই গোল পেয়ে যেতেন পেত্রাতোস। গুরপ্রীত খুব খারাপ একটি সেভ করেন। অল্পের জন্য রক্ষা পায় বেঙ্গালুরু𓃲।
ফুটবলাররা বেশ ক্লান্ত
ম্যাচ যত গড়া🐷চ্ছে খেল𝐆া ততটাই স্লো হয়ে যাচ্ছে। খেলা চলছে মাঝমাঠে।
আর বাকি ৫ মিনিট
১১৫ মিনিটের খেলা শেষ। এখনও🐻 ম্যাচের ফল ২-২। ম্যাচটি কি টাইব্রেকারের দিকে এগিয়ে চলেছে?
মনবীরের মিসসসস
১১০ মিনিটে পেত্রাতোসের বল পৌঁচে গিয়েছিল মনবীরের মাথায়। কিন্তু সহজ সুযোগ হাতছাড়া করলেন মনবীর। এটা গোল হলেই ৩-২ এগিয়ে যেত এটিক🅺ে মোহনবাগান।
মাঠে নামলেন সুমিত রাঠি
মাঠে এলেন সুমিত রাঠি।ꦏ মরশুমে এই প্রথমবার মাঠে নামলেন সুমিত। সকলেই বেশ অবাক হয়েছেন বিশেষজ্ঞরা।
রয় কৃষ্ণর আক্রমণ
এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পেয়ে গিয়েছিলেন রয় কৃষ্ণ। তিন কাঠির উপর দিয়ে বল চলে যেতেই রক্ষা পেল এটিকে মোহনবাগান। এর জন্য প্রীতম কোটালকে ধন্যব♍াদ দিতেই হবে।
আরও ১৫ মিনিটের অপেক্ষা
এক্সট্রা টাইমের প্রথমার্ধের খেলা শেষ। ম্যাচের ফল এখনও ২-২। আরও ১৫ মিনিဣটের খেলা বাকি, তারপরেই ঠিক হবে খেলা কি টাইব্রেকারে গড়াবে কিনা?
জমে উঠেছে সন্দেশ-কিয়ানের লড়াই
বারবার কিয়ান বেঙ্গালুরুর র🐠ক্ষণকে ভাঙতে চাইছেন। কিন্তু কিয়ানকে আটকাতে চাইছেন সন্দেশ। অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াই দেখা যাচ্ছে।
এক্সট্রা টাইমের খেলা চলছে
🌞ফুটবলাররা কি খুব ক্লান্ত। চলছে এক্সট্রা টাইমের খেলা। কিছু ফ্রেস লেগ নামাতে চাইবেন দুই দলের কোচ।
দ্বিতীয়ার্ধের খেলা শেষ
দ্বিতীয়ার্ধে🍸র খেলা শেষ তবে এখনও ম্✤য়াচের ফল পাওয়া গেল না। এখনও দুই দলের স্কোর ২-২।
গোল লাইন সেভ করলেন প্রবীর
৯০+২ মিনিটে দারুণ একটা গোল লাইন সেভ দিলেন প্রবীর দাস। মনবীর দারুণ একটা আক্র♈মণ করেছিলেন।&nbs♎p;
শেষ ৯০ মিনিট
৯০ মিনিট༺ের খেলা শেষ হয়েছে। এখনও খেলার ফল ২-২। ৪ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
গোলললল
আবার পেনাল্টি থেকে গোল 𓄧করলেন পেত্রাতোস। ম্যাচের ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এটিকে মোহনবাগানকে সমতায় ফেরাল✃েন পেত্রাতোস।
আবার পেনাল্টি পেল এটিকে মোহনবাগান
কিয়ান ন❀াসিরি পেনাল্টি জিতলে। সম🐈তায় ফেরার সুযোগ তৈরি হল এটিকে মোহনবাগানের।
গোল করলেন রয় কৃষ্ণ
ম্যাচের ৭৮ মিনিটে রয় কৃষ্ণের গোলের🧔 প🉐িছিয়ে গেল এটিকে মোহনবাগান।
চাপ তৈরি করছে বেঙ্গালুরু
ম্যাচের ꦉ৭৫ মিনিট এখনও খেলার ফল ১-১। তবে এꦺর মধ্যে এটিকে মোহনবাগানের উপর চাপ তৈরি করছে সুনীলের বেঙ্গালুরু।
বড় সুযোগ নষ্ট করল এটিকে মোহনবাগান
ম্যাচের ৬০ মি𒈔নিটে লিস্টন শট মারেন গুরপ্রীত সেভ দেন তারপরে ফলো আপ বল গোলে রাখতে পারলেন না✤ পেত্রাতোস।
৫৫ মিনিটে খেলার ফল ১-১
দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের খেলা হয়ে গেল, কিন্তু এখনও ম্যাচের ফলে কোনও পরিবর্তন 🌃হল না। এখনও খেলার ফল ১-১। দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিছুটা ভালো খেলছে বেঙ্গালুরু।
শুরু হল দ্বিতীয়ার্ধে খেলা
ম্যাচের প্রথমার্ধে সারাক্ষণ ম্যাচের রাশ নিজেদের হাতে রাখলেও, প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সুনীল পেনাল্টি থেকে গোল করে ম্যাচ ১-১ করে। এখন দেখার শেষ ৪💎৫ജ মিনিটে কী হয়?
শেষ প্রথমার্ধ
প্রথমার্ধের খেলা শেষ। খেলার ফল ১-১💙। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থে🌼কে গোল করেন বেঙ্গালুরুর ক্যাপ্টেন সুনীল ছেত্রী।
গোলললল…
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই পেনাল্টি আদায় করেছিলেন রয় কৃষ্ণ। সেখান 𓆏থেকে গোল করে বেঙ্গালুরুকে সমতায় ফেরালেন সুনীল ছেত্রী।
পেনাল্টে পেল বেঙ্গালুরু
শু𒊎ভাশিসের ভুলে পেনাল্টি পেল বেঙ্গালুরু। প্রথমার্▨ধের খেলা শেষ হওয়ার আগে পেনাল্টি পায় বেঙ্গালুরু।
সুযোগ পেয়েছিলেন মনবীর
ম্যা🎉চের ৩৯ মিনিটে মনবীর গোল করার সুযোগ পেয়েছিলেন। তবে বল গোল পোস্টকে খুঁজে ♊পেল না।
রেফারির উপর চাপ তৈরি করছে বেঙ্গালুরু
রে🌱ফারি হরিশ কুণ্ডু সতর্ক করলেন বেঙ্গালুরুর কোচকে সতর্ক করলেন। রেফারির উপর চাপ তৈরি করছে টিম বেঙ্গালুরু।
বিশালের দুরন্ত সেভ
বক্সের বাইরে থেকে ফ্রি কিক নিয়েছিলেন জাভি হার্নান্ডেজ। সেই সময়ে বল 🔯প্রায় গোলকে খুঁজে নিয়েছিল। কিন্তু দুরন্ত সেভ করেন বিশাল কাইথ।
ম্যাচের রাশ ATK মোহনবাগানের হাতে
ম্যাচের ২৫ মিনিট হয়ে গিয়েছে এখনও ম্যাচের রা🦩শ ধরে রেখেছে এটিকে মোহনবাগান। ব্যবধানে এগিয়ে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড।
গোললললল
ম্যাচের ১৫ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের গোলে ১-০ এগিয়ে গেল এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণের ভুলে এক্সটেনডেট আর্মে লেগে পেনাল্টি পেয়েছিল মেরিনার্🅺স। সেখান থেকেই গোল করেন দিমিত্রি পেত্রাতোস।
পেনাল্টি পেল এটিকে মোহনবাগান
রয় কৃষ্ণের ভুলে পেনাল্টি পেল এটিকে মোহনবাগান।
১০ মিনিটে বেঙ্গালুরুর আক্রমণের ঝড়
ম্যাচের ১০ মিনিটে রয় কৃষ্ণ অไসাধারণ আক্রমণ তুলেছিলেন। সেখান থেকে বেশ কিছু আক্রমণ চালিয়েছিলেন। শেষ পর্যন্ত এটিকে মোহনবাগানের রক্ষণ সেই আক্রমণ আটকে দেয়।
৬ মিনিট সুযোগ পেয়েছিল ATK মোহনবাগান
এ দিনের প্রথম গোল পাওয়ার সুযোগ ছিল দিমিত্রি পেত্রাতোসের সামনে। হুগো বৌমাসও বেঙ্গালুরুর বক্সে প্রবে🧸শ করেছিল, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারল না এটিকে মোহনবাগান।
চোট পেলেন শিবশক্তি
চোট পেয়ে মাঠ ছাড়লেন শিবশক্তি। প্রথম ♋মিনিটেই মাঠে না♛মলেন সুনীল ছেত্রী। চাপ তৈরি হয়েছে সুনীল ছেত্রী।
শুরু ISL 2022-23 ফাইনাল ফাইট
চোট পেলেন শিবাশক্🉐তি। ফাইনালে 💟শুরু মিনিটেই চাপে বেঙ্গালুরু।
শুরু হতে চলেছে ফাইনাল ফাইট
মাঠে নেমে পড়েছে দুই দল। AIFF-এর সভাপতি সকলের সঙ্গে সাক্ষাৎ করলেন পরে জাতীয় সঙ্গিতের পরে লড়াই শুরু🥀 হবে।
মাঠে উপস্থিত হয়েছেন জনি কাউকো
ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত হয়েছেন জনি কা🏅উকো। মাঠে উপস্থিত রয়েছেন 💞সঞ্জীব গোয়েঙ্কা।
দেখে নিন বেঙ্গালুরু এফসির দল
ফাইনালে নিজেদে𝓡র𓆉 সেরা দল নামাতে চলেছে বেঙ্গালুরু এফসি।
দেখে নিন এটিকে মোহনবাগানের দল
ফাইনালে নিজেদের স্কোয়াড ঘোষণা করল এটিকে মোহনবাগান। দলে ফিরেছেন আশিক কুরুনিয়ান। ৪-৩ꦺ-২-১ দল নামাতে পারে জুয়ান।
দেখুন দুই দলের হেড টু হেডের ইতিহাস
তিন মরশুমে দুই দল মুখোমুখি হয়েছে মোট ছ’বার। তার মধ্যে চারবারই জিতেছে এটিকে মোহনবাগান♐, একবার বেঙ্গালুরু ও একটি ম্যাচে ড্র হয়েছে। এ বার প্রথম মুখোমুখিতে দিমিত্রিয়স পেত্রাতোসের গোলে জিতেছিল এটিকে মোহনবাগান। গত মাসে ফিরতি লিগে ২-১-এ জিতে মধুর প্রতিশোধ নেয় বেঙ্গালুরু এফসি। গত মরশুমে সুনীল ছেত্রী-হীন বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ৩-৩-এ ম্যাচ অমীমাংসিত রেখে মাঠ ছাড়ে সবুজ-মেরুন বাহিনী। ২০২০-২১ মরশুমে প্রথমে এটিকে মোহনবাগান ডেভিড উইলিয়ামসের গোলে জিতেছিল ও পরেরবার রয় কৃষ্ণ ও মার্সেলো পেরেরার গোলে জিতেছিল এটিকে মোহনবাগান।
কখন, কীভাবে দেখবেন ফাইনাল ম্যাচ
এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি আইএসএল ২০২২-২৩ ফাইনাল ম্যাচ কখন শুরু হবে?২০২২-২৩ আইএসএল ফাইনালে জায়গা করে নিয়েছে এটিকে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি। আর ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে।কোথায় এবং কীভাবে আইএসএল ২০২২-২৩ ফাইনাল সরাসরি সম্প্রচার দেখতে পারবেন?এবারের আইএসএল ফাইনাল সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, হটস্টার ও জিও টিভিতে। সেখানে আপনারা লাইভ ম্যাচ দেখতে পারবেন।কোথায় আইএসএল ২০২২-২৩ ফাইনাল লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন?আপন♛ার কাছে যদি স্মার্টফোন এবং ট্যাবলেট থেকে থাকে, তাহলে তার মাধ্যমে আপনি জিও টিভিতে সেই ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখতে পারেন। এছাড়াও আপনি যদি এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি আইএসএল ফাইনা♈ল ম্যাচের লাইভ আপডেট এবং ম্যাচ সম্পর্কিত নানা আর্ষণীয় খবর পড়তে চান তাহলে pbv88casino.cc এ চোখ রাখতে পারেন।
HT বাংলার লাইভে আপনাকে স্বাগত
আজ আইএসএলের মেগ🀅া ফাইনালে মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখে♑ামুখি হচ্ছে দুই দল। ইতিমধ্যেই নিজেদের দলকে সমর্থন করতে গোয়ায় পৌঁছে গিয়েছেন বাগান সমর্থকরা। সেই সমর্থকরাও আশাবাদী চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।