আইএসএল জিতেও রাগ কমছে না মোহনবাগানের তারকা বিদেশি ফুটবলারের। শনিবার আইএসএল-এ চ্যাম্পিয়ন হয়েও প্রকা♌শ্যে নিজের রাগ উগড়ে দিলেন মোহনবাগানের ফুটবলার। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরে যখন দল উল্লাস করেছে তখনও কোচের সিদ্ধান্ত নিয়ে বিরক্ত ছিলেন হুগো বৌমাস। দলের সকল ফুটবলাররা মিলে যখন চ্যাম্পিয়নের ট্রফিও তুলেছেন, তখনও কিন্তু মোহনবাগান ফুটবলার হুগো বৌমাসের রাগ কমেনি। তাঁর ক্ষোভ কোচ জুয়ান ফেরান্দোর বিরুদ্ধে ছিল। ম্যাচ শেষে প্রকাশ্যে কোচের বিরুদ্ধে মুখ খুললেন হুগো বৌমাস। আসলে ম্যাচের ৮৬ মিনিটের মাথায় হুগো বৌমাসেকে তুলে নেন মোহনবাগানের কোচ।
ফেরান্দোর এই সিদ্ধান্তে তখন থেকেই ক্ষুব্ধ ছিলেন হুগো বৌমাস। দেখে বোঝা যাচ্ছিল, কোচের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তিনি। পরে ম্যাচ শেষে সবুজ-মেরুন ফুটবলাররা সাক্ষাৎকার দিচ্ছিলেন। তখনই হুগো বৌমাসকে সেই ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে বাগান মিডফিল্ডার বলেন, ‘আমি জানি না কেন 🐓আমাকে তুলে নেওয়া হল। গোটা মরসুমে এই ম্যাচেই আমি সব থেকে ভাল খেলছিলাম। নিজেকে ফিট লাগছিল। আমি সেই সময় মাঠ থেকে বার হতে চাইনি। তাই কোচের সিদ্ধান্ত মানতে পারিনি।’
আরও পড়ুন… ISL 2022-23: আর কিছুক্ষণের মধ্যেই ভারত সেরার ট্রফি নিয়ে শহরে ফিরছে মোহনবাগাꦓন
তবে শুধু কোচের সিদ্ধান্ত নিয়েই ক্ষোভ প্রকাশ করেননি, ফেরান্দোর পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলেছেন বৌমাস। তিনি বলেন, ‘আমাকে তুলে নেওয়ার কিছুক্ষণ আগেই আমরা সমতায় ফিরিয়েছিলাম। তখন আরও আক্রমণাত্মক খেলানোর🙈 দরকার🥀 ছিল। কিন্তু কোচ আমাকে তুলে ডিফেন্ডার নামালেন। এত রক্ষণাত্মক পরিকল্পনা উনি কেন নিলেন সেটা বুঝতে পারছি না। আমার মনে হয়, সেই সময় আমাদের আরও বেশি আক্রমণে ওঠা উচিত ছিল।’
আরও পড়ুন… ৮৫ বলে ৯২ রান! অভিষেক ম্যাচেই সেরা হয়ে𓆏 ইতিহাস গড়লেন বাংলাদেশের ২২ বছরের তাওহিদ হৃদয়
গোয়ায় আইএসএলের ফাইনালে প্রথমে পেনাল্টিতে গোল করে বাগানকে এগিয়ে দিয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকেই সমতা ফেরে বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রীর গোল থেকে ১-১ করে ছিল বেঙ্গালুরু। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় বেঙ্গালুরু। গোল করেন রয় কৃষ্ণ। তার কয়েক মিনিট পরেই আবার পেনাল্টি থেকে গোল করেন পেত্রাতোস। অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জিতে আইএসএল চ্যাম্পিয়ন হয় সবুজ-মেরুন ব্রি✃গেড। ম্যাচের সেরা ফুটবলার হয়েছিলেন পেত্রাতোস। ম্যাচ জিতেই এটিকে তুলে নেওয়ার ঘোষণা করেন সঞ্জীব গোয়েঙ্কা।
🔜এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক ♒//htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।