শুভব্রত মুখার্জি
অবশেষে শনিবার ভারতীয় সময় ভোররাতে আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে জয়ের খরা কেটেছে আর্জেন্টিনা দলের। টান♌া বেশ কয়েকটি ম্যাচে ড্র করার পরে অবশেষে জয়ের স্বাদ পেয়েছে টিম আর্জেন্তিনা। যার নেপথ্য নায়ক অবশ্যই লিওনেল মেসি। গোটা ম্যাচ জুড়ে অক্লান্ত পরিশ্রম করেছেন কিংবদন্তি লিওনেল মেসি। আর তার সুফল পেয়েছেন প্রায় সঙ্গে সঙ্গেই।
কোপার ইতিহাসে এক বিরল নজির স্থাপন করলেন তিনি। সুয়ারেজদের বিরুদ্ধে বাঁ প্রান্ত থেকে মেসির মাপা ক্রসে মাথা ঠেকিয়ে গোল করে দলকে এগিয়ে দেন গিদো রদরিগেজ। সেই গোলে ভর করেই উরুগুয়ের মতো শক্তিশালী দলকে হারিয়ে টানা তিন ম্যাচ ড্র করার ღপরে জয়ের মুখ দেখল আলবিসেলেস্তে। ম্যাচে অধিনায়কসুলভ পারফরম্যান্স করেছেন মেসি।
আর্জেন্তিনার জার্সিতে এর আগে চার বিশ্বকাপ (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮), ছয়টি কোপা আমেরিকায় (২০০৭, ২০১১, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২১) খেলেছেন লিও মেসি। উরুগুয়ের বিরুদ্ধে অ্যাসিস্টের মাধ্যমে গোল করার পাশাপাশি তাঁর খেলা ১০টি আন্তর্জাতিক টুর্নামেন্টে গোলে সহায়তা করারও এক অনন্য নজির গড়ে ফেললেন মেসি। প্রতিটি টুর্নামেন্টেই অন্তত একবার সতীর্থদের দিয়ꦚে গোল করানোর ক্ষেত্রে তার ভূমিকা রইল।
মেসির সবথেকে সফল প্রতিযোগিতা ২০১৬ সালের কোপা। যেখানে সতীর্থদের দিয়ে চারটি গোল করিয়েছিলেন মেসি। এরপরেই ২০১১ ও ২০১৫ কোপার আসরে তিনটি করে গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। এবারের চলতি আসরে দুই ম্যাচে একবার গোল করিয়েছেন তিনি। চলতি কোপায় দুই ম্যাচ খেলে একটি গোল সহায়তার পাশাপাশি চিলির বিপক্ষে এ🧸কটি গোলও করেছেন মেসি।
অ্যাসিস্টের পাশাপাশি ড্রিবলের ক্ষেত্রে ও নয়া নজির স্থাপন করেছেন তিনি। ড্রিবল করার তাল☂িকাতেও তাঁর নাম শীর্ষে। ১২টি সফল ড্রিবল করে এই পরিসংখ্যানের ক্ষেত্রেও একেবারে মগডালে তাঁর বিচরণ। চলতি আসরের দুই ম্যাচেই আর্জেন্তিনার হয়ে তিনিই হয়েছেন ম্যাচসেরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।