কোপা আমেরিকায় নিজেদের ৩৪ নম্বর ম্যাচে খেতাবি লড়াইয়ের মুখোমুখি দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্তিনা। বড় টুর্নামেন্টে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ছিল ব্রাজিলই। তবে সব পরিসংখ্যান বদলের লক্ষ্যে মাঠে নামে লিওনেল ম🎀েসির আর্জেন্তিনা।
শুরু থেকেই দুই দলই আক্রমণের পথ বেছে নেয়। গোটা টুর্নামেন্ট ফাকা মাঠে খেলার পর ফাইনালে দর্শকদের উপস্থিতি দুই দলকেই বাড়তি উদ্যম দেয়। তবে মাঝমাঠেরও ꦯনীচ থেকে রড্রিগো ডি'পলের একটা ডিফেন্স চেড়া তুখর পাসই গোটা ব্রꦺাজিল ডিফেন্সকে পর্যদুস্ত করে।
ব্রাজিলিয়ান লেফট ব্যাকের রেনান লোদিকে স্পিড এবং স্কিল দুইয়েই পরাস্ত করে গোল করেন অ্য༒াঞ্জেল ডি মারিয়া। গত ম্যাচে প্রথম এগারোয় জায়গা না পেলেও ফাইনালে নেমেই চোখ ধাঁধানো গোল করে দলকে এগিয়ে দিলেন নেইমারেরই প্যারিস সাঁ-জাঁ ক্লাব সতীর্থ। ২১ ম🎶িনিটে দুরন্ত চিপ শটে বক্সের ধারে এগিয়ে আসা অসহায় এডারসনকে পরাস্ত করেন তিনি।
২০১৮ সালে ফ্রান্সের বিরুদ্ধে গোল করার পর তিন বছর আলবিসেলেস্তে জার্সিতে গোল পাননি ডি মারিয়🐷া। ফাইনালে শুরু থেকেই অভিজ্ঞ উইঙ্গারকে দলে নেওয়া নিয়ে অনেকেরই ভ্রু কুঁচকান। তবে ২০০৪ সালে সেজার ডেলগাডোর পর ডি মারিয়াই প্রথম আর্জেন্তাইন জার্সিতে কোপা ফাইনালে গোল করলেন। প্রথমার্ধের শেষে তাঁর দল ১-০ এগিয়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।