১৯৯৩ সালের পর প্রথমবার ব্রাজিলকে পরাস্ত করে কোপার খেতাব𒅌 জয় আর্জেন্তিনারꦉ। অতীতের গ্লানি, হতাশা, কান্না সব ধুয়ে মুছে সাফ অ্যাঞ্জেল ডি মারিয়ার একটি চিপ শটেই। ম্যাচের ফলাফল আর্জেন্তিনার পক্ষে ১-০।
পরপর দুইবার ফাইনালের চিলির বিরুদ্ধে পরাস্ত হলেও অবশেষে লিওনেল মেসির আর্জেন্তিনার জার্সি গায়ে প্রথম খেতাব জয়। সেমিফাইনালের পর আসল সময়ে নায়ক আবারও আলবিসেলেস্তে দলের গোলরক্ষক এমি মার্টিনেজ। ৮৭ মিনিটে গ্র্যাবিয়েল বারবোসার গোলমুখী শট পয়েন্ট ব💧্ল্যাঙ্ক থেকে সেভ করে ফের নিজের জাত চেনালেন তিনি।
কোপার শুরু থেকেই দলকে জেতাতে বদ্ধপরিকর ছিলেন এলএম১০। একের পর এক গোল, অ্যাসিস্ꦛটে (টুর্নামেন্টে মোট চারটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট) তাঁর অদম্য জেদ খেলার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছিল। অতীতে বারংবার বিশেষজ্ঞ থেকে সমর্থকরা মেসির সতীর্থদের খেতাব হাতছাড়া হওয়ার জন্য দায়ী করেছেন।
তবে ফাইনালে মেসির খারাপ দিনে ত্রাতা হয়ে উঠলেন তাঁর সতীর্থরাই। বহু যুদ্ধের নায়ক ডি মারিয়ার পাশপাশি আবারও গোলের সামনে দেওয়াল হয়ে ব্রাজিলকে রুখে দিলেন গত মরশুমে আর্সেনালে যোগ দেওয়া গোলরক্ষক এমি মার্টিনেজ। ম্যাচে রিচার্লিসন তাঁকে একবার পরাস্ত করেছিলেন বটে। তবে তা অফসাইডের𝄹 জন্য বাতিল হয়ে যায়। ঠিক তার পরক্ষণেই বারবোসার শট দুর্দান্তভাবে সেভ করেন এমি।
অপরদিকে, ডি মারিয়ার চোখ ধাঁধানো চিপ শটেই এগিয়ে যায় আলবিসেলেস্তে। অবশেষে বার্সোলোনা🌠র হয়ে একের পর এক খেতাব জয় কর♐ে ইতিহাস রচনা করলেও দেশের জার্সি গায়ে কোপা জিতে মেসির অধরা স্বপ্ন সত্যি হল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।