গত সপ্তাহে চোটের কারণে ম্যাঞ্চেস্টার ডার্বিতে মাঠে নামতে 🧸পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর অনুপস্থিতিতে তাঁর দল ৪-১ ব্যবধানে পরাজিত হয়। এ সপ্তাহে প্রথম চারের দৌড়ে থাকা টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ম্যান 🥃ইউনাইটেড। এই ম্যাচে চোট সারিয়ে মাঠে নামতে প্রস্তুত রোনাল্ডো।
চলতি মরশুমেই ম্যাঞ্চেস্টারে ফিরেছেন রোনাল্ডো। তবে তিনি ফিরলেও তাঁর দল একদমই আশানুরূপ পারফর্ম করতে পারছে না। মাঠের মধ্যেই বেশ কয়েকবার নিজের ক্ষোভও প্রকাশ করতে দেখা গিয়েছে রোনাল্ডোকে। এইসব কারণেই মরশুম শেষে তাঁর ম্যান ইউনাইটেড ছাড়া নিয়ে এখন ☂থেকেই গুজব শুরু হয়ে গিয়েছে। স্পার্স ম্যাচের আগের দিন এই বিষয়ে রেড ডেভিলস কোচ রাল্ফ রাংনিকেও প্রশ্ন করা হয়। তাঁর জবাবে কিন্তু জল্পনা আরও বাড়ল বই কমল না।
রাংনিক বলেন, ‘সত্যি বলতে আমি জানি না। ও ম্যাঞ্চেস্টার বা এই ক্লাবে খুশি কিনা, সেই নিয়ে আমি ওকে কোনও প্রশ্ন করিনি। আমার জন্য গুরুত্বপূর্ণ হল ও আবার ফিট হয়ে গিয়েছে এবং গতকাল (বৃহস্পতিবার)ꦐ অনুশীলন করেছে। দেখা যাক কোন ফর্মেশন এবং কোন ফুটবলারদের নিয়ে আমরা আগামীকাল মাঠে নামতে পারি।’ ব্যক্তিগতভাবে রোনাল্ডোর মরশুমটা খুব খারাপ যাচ্ছে না। তিনি এ মরশুমে ১৫ গোল করে ইউনাইটেডের সর্বোচ্চ স্কোরার। তবে গত ১০ ম্যাচে মাত্র দু'টি গোল করেছেন রোনাল্ডো।
একাধিক রিপোর্ট অনুযায়ী রোনাল্ডো গত সপ্তাহে ম্যাঞ্চেস্টারে থেকে দলের সতীর্থদের উৎসাহ দেওয়ার থেকে পর্তুগালে ফিরে যাওয়াই শ্রেয় মনে করেন। এমনকী রাংনিককে অস্থায়ীভাবে কোচ করে আনার সিদ্ধান্তেও তিনি নাকি খুশি নন। এই সব নিয়ে কথা বলতে নারাজ রাংনিক। ‘গত ছয় সাত দিনে কী হয়েছে না হয়েছে, সেইদিকে তাকানোর কোনও মানে হয় না। আমার জন্য আজ এবং কাল কী হবে সেটা বেশি গ𒐪ুরুত্বপূর্ণ। আগে কী হয়েছে তার কোনও গুরুত্ব নেই।’ দাবি ম্যান ইউনাইটেড কোচের। স্পার্সের বিরুদ্ধে কামব্যাকে রোনাল্ডো দলকে জয়ের সরণীতে ফের💖াতে পারেন কিনা, সেইদিকেই এখন সকলের নজর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।