এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে প্রায় গোটা ম্যাচ ব্যাকফুটে খেলেও কোনোমতে ১-০ জয় সুনিশ্চিত করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দলের হয়ে একমাত্র গোলটি আসে স্কট ম্যাকটমেনির হেড থেকে। ম্যাচে পেশির চোটের জের মাঠে নামননি ক্রিশ্চিয়ানো💙 রোনাল্ডো। তবে পর্তুগিজ তারকার চোট নিয়ে অভয় দিলেন রাল্ফ রাংনিক।
উলভসের বিরুদ্ধে প্রিমিয়র লিগ ম্যাচে খেলা হ্যারি ম্যাগুয়ার, জেডন স্যাঞ্চো, ফিল জোন্স এবং রোনাল্ডো, চারজন তারকা ভিলার বিরুদ্ধে অনুপস্থিত ছিলেন। ম্যাগুয়ার এবং জোন্স অবশ্য শনিবার লিগে ভিলার মুখোমুখি হওয়ার আগেই ফিরে আসবেন। অপরদিকে, রোনাল্ডোর হিপের পেশিতে হালকা সমস্যায় থাকায়, তাঁর চোট যাতে না বাড়ে, সেই কারণেই ভিলা ম্যাচে তাঁকে জানানো হয়নি বলে𝕴 দাবি করেন রেড ডেভিলস ম্যানেজার রাল্ফ রাংনিক। তবে রোনাল্ডোর চোট গুরুতর নয় বলেও জানান তিনি।
রোনাল্ডোর চোট প্রসঙ্গে রাংনিক বলেন, ‘গতকাল অনুশীলনের আগে আমি কඣ্রিশ্চিয়ানোর সঙ্গে কথা বলি। ও আমায় বলে বিগত কয়েকদিন ধরে ওর কিছু সমস্যা হচ্ছে, যা খুবই ছোট। তাই দিনের শেষে আমরা সিদ্ধান্ত নিই যে এমন এক ম্যাচ যেটা ১২০ মিনিট পর্যন্ত গড়াতে পারে, সেখানে ওকে খেলিয় ঝুঁকি নেওয়ার মানে হয় না। ওর হিপের পেশিতে সামান্য সমস্যা হচ্ছে। আমার মনে হয় না এই চোট নিয়ে খুব বꦬেশি ভাবনাচিন্তার প্রয়োজন রয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।