East Bengal vs Paro FC AFC Challenge League 🅺Match Highlights: একের পর এক সুবর্ণ সুযোগ মিস করে জেতা ম্যাচটা মাঠে ফেলে এল ইস্টবেঙ্গল। শনিবার এএফসি চ্যালেঞ্জ লিগের উদ্বোধনী ম্যাচে ভুটানের পারো এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল লাল-হলুদ শিবির। অথচ থিম্পুর উচ্চতা এবং ঠান্ডার বিরুদ্ধে লড়াই করে ইস্টবেঙ্গল যেরকম খেলল, তাতে তিন পয়েন্টই পাওয়া উচিত ছিল। কিন্তু সেটা হল না। এক পয়েন্টেই সন্তুষ্ট থাকত🎉ে হল। ইস্টবেঙ্গলের জন্য একটাই ভালো ব্যাপার যে টানা আটটি ম্যাচে হারের পরে অবশেষে একটা পয়েন্ট পেল। যা লাল-হলুদ খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। আর হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে ইস্টবেঙ্গল বনাম পারো এফসির ম্যাচের হাইলাইটস দেখে নিন।
EB vs PFC AFC Challenge League LIVE: পরপর ৮ ম্যাচে হারের পরে অবশেষে পয়েন্ট পেল ইস্টবেঙ্গল! করল ড্র
টানা আটটি ম্যাচে হারের পরে অবশেষে কোনও পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। নয় নম্বর ম্যাচে এসে ড্র করল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র প্রিলিমিনারি স্টেজের প্লে-অফ, ডুরান্ড কাপ এবং আইএসএলের ছ'টি ম্যাচে হেরেছিল ইস্টবেঙ্গল।ꦐ এএফসি চ্যালেঞ্জ লিগের উদ্বোধনী ম্যাচ ভুটানের পারো এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল লাল-হলুদ ব্রিগেড।
East Bengal vs Paro FC LIVE: ড্র থিম্পুতে
শেষ বাঁশি বাজল থিম্পুতেﷺ। ২-২ গোলে ড্র হল ইস্টবেঙ্গল বনাম পারো এফসির ম্যাচ। ড্র দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের প𝄹্রথম ম্যাচের যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন মাদিহ তালাল (৫ মিনিট) এবং দিমিত্রিয়স দিয়ামান্তাকোস (৬৯ মিনিট)। পারোর হয়ে গোল করেন উইলিয়াম ওপোকু (৮ মিনিট) এবং ইভানস আসানতে (৪৫+৪ মিনিট।
East Bengal vs Paro FC LIVE: বিপদ হল না ইস্টবেঙ্গলের
৯০+২ মিনিট: ফ্রি-কিক পেল প🧜ারো। তবে বিপদ হল না ইস্টবেঙ্গলের।
East Bengal vs Paro FC LIVE: পারোর গোলকিপারের দুর্দান্ত সেভ
জঘন্য ডিফেন্স পারোর। আর সেই জঘন্য ডিফেন্সের কারণে লুজ বল পেয়ে যান দিমিত্রিয়স দিয়ামান্𒁃তাকোস। বক্সের মধ্যে পারোর গোলকিপার একা ছ💞িলেন। বাঁ-প্রান্ত থেকে বলটা তাঁর উপর দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করেন দিমি। কিন্তু পারো গোলকিপার দুর্দান্ত সেভ করেন।
East Bengal vs Paro FC LIVE: ৯১ মিনিটে একা গোলকিপারকে পেয়েও গোল করতে পারলেন না দিমি!
৯০+১ মিনিট: সুবর্ণ সুযোগ হাতছাড়া ইস্টবেঙ্গলের! বক্সের মধ্যে গোলকিপারকে একা পেয়েও তেকাঠিতে বল রাখতে পারলেন না দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। সুবর্ণ স💙ুযোগ হাতছাড়া। এটা গোল করা উচিত ছিল!
East Bengal vs Paro FC LIVE: ৬ মিনিটের অতিরিক্ত সময়
৯০ মিনিট: ছয় মিনিটের অতিরিক্ত সময়। চতুর্থ রেফারি যখন সেটা জানাচ্ছেন, তখনই আক্রমণ পারো এফসির। তব👍ে ইস্টবেঙ্গল বক্সের সামনে হ্যান্ডবল। ফ্রি-কিক পেল ইস্টবেঙ্গল✨। ইস্টবেঙ্গল ২ - ২ পারো এফসি।
East Bengal vs Paro FC LIVE: আক্রমণে পারো, লক্ষ্যভ্রষ্ট
৮৬ মিনিট: পারোর শট। লক্ষ্যভ্রষ্ট। বক্সের বাইরে থেকে বাঁ-পায়ে শট নিমার।ဣ কিন্তু গোলে বল ছিল না। লক্ষ্যভ্রষ্ট শট। ইস্টবেঙ্গল𒐪 ২ - ২ পারো এফসি।
East Bengal vs Paro FC LIVE: দারুণ চিপ, ইস্টবেঙ্গলের সামনে দারুণ সুযোগ
৮৪ মিনিট: মাঝমাঠ থেকে দারুণ চিপ। পুরোপুরি কেটে গেল পারোর ডিফেন্স। ডানপ্রান্ত থেকে দৌড় বিষ্ণুর। গোললাইন ছেড়ে বেরিয়ে আসেন পার🍌োর গোলকিপারও। বক্সের বাইরে পারোর গোলকিপারের মাথার উপর দিয়ে বলটা🐷 তুলে দেওয়ার চেষ্টা বিষ্ণুর। কিন্তু বলটা গোললাইন পেরিয়ে গেল। গোলকিক পারোর।
East Bengal vs Paro FC LIVE: পারোর সামনে গোলের সুযোগ
৭৮ মিনিট: ইস্টব෴েঙ্গল আক্রমণ করলেও পারো কুঁকড়ে যায়নি। পালটা আক্রমণে পারো। বক্সের বাইরে থেকে ডান পায়ের শট উইলিয়ামের। তেকাঠির মাঝামাঝি জায়গা থেকে বলটা ধরে নিলেন প্রভসুখন গিল। তারপর ডানপ্রান্ত থেকে বল আসে। পেনাল্টি বক্সের ঠিক মাথায় বল ধরতে ব্যর্থ হন পারোর খেলোয়াড়। বল ক্লিয়ার করে দিল ইস্টবেঙ্গল ডিফেন্স।
East Bengal vs Paro FC LIVE: তালালের শট, বাঁচালেন পারো গোলকিপার
৭৭ মি♊নিট: দ্বিতীয় গোল পেয়ে আরও ক্ষুরধার হয়ে উঠেছে। তিন পয়েন্টের জন্য ঝাঁপাচ্ছে। বক্সের বাইরে থেকে ডানপায়ের শট মাদিহ তালালের। বাঁচিয়ে দিলেন পারোর গোলকিপার। ইস্টবেঙ্গল ২ - ২ পারো এফসি।
East Bengal vs Paro FC LIVE: স্রেফ একচুলের জন্য তৃতীয় গোল পেল না ইস্টবেঙ্গল
স্রেফ একচুলের জন্য তৃতীয় গোল পেল না ইস্টবেঙ্গল। স্রেফ একচুলের জন্য। ডানপ্রান্ত থেকে পারোর♓ ক্র𝓡স ইস্টবেঙ্গলের। প্রথম পোস্টে ঝাঁপিয়ে পড়ে বলটা বাঁচাতে যান পারোর গোলকিপার। কিন্তু পোস্টে লেগে বলটা পেনাল্টি বক্সের দিকে চলে যায়। ক্রেসপোর শট। শরীর ছুঁড়ে দিয়ে বল রুখে দিলেন পারোর খেলোয়াড়।
East Bengal vs Paro FC LIVE: ভুলের প্রায়শ্চিত্ত দিমির! ৬৯ মিনিটে গোল শোধ করলেন
৬৯ মিনিট: গোওওওওওওওওওওওওওওওওওল ইস্টবেঙ্গলের! গোল করলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। ডা𝔍নদিকে বক্সের মধ্যে নন্দকুমার শেখর ক্রস বাড়ান। ট্যাপ-ইন করলেই গোল হত। ঠিক সেটাই করেন দিমি। যে কাজটা প্রথমার্ধে পারেননি, এখন পারলেন। আর তারপরই আগ্রাসী সেলিব্রেশন গ্রিক ফুটবলারের। ইস্টবেঙ্গল ২ - ২ পারো এফসি।
East Bengal vs Paro FC LIVE: আসানতের শট, লক্ষ্যভ্রষ্ট
৬৫ মিনিট: ডানদিক থেকে শট ইভানস আসানতের। বক্সের অ🥃নেকটা বাইরে থেকেই শট নেন। তবে লক্ষ্যভ্রষ্ট হল। প্রথমার্ধের শেষ শটে তিনিই গোল করেন। এবার আর গোল পেলেন না।
East Bengal vs Paro FC LIVE: বাজে ফাউল আনোয়ারের, দেখলেন হলুদ কার্ড
৬৩ মিনিট: বাজে ফাউল করলেন আনোয়ার আলি। তাঁকে হলুদ কার্ড দেখানো হল। তিন মিনিট আগেই হলুদ༺ কার্ড দেখেন হিজা☂জি মাহের। ফ্রি-কিক পেল পারো। তবে বিপদ হয়নি ইস্টবেঙ্গলের।
East Bengal vs Paro FC LIVE: আনোয়ারের বুলেট শট, লক্ষ্যভ্রষ্ট
৫৯ মিনিট: বক্সের বাইরে থেকে বুলেট শট আনোয়ার আলির। লক্ষ্যভ্রষ্ট হল।ܫ বলটা গোলে থাকলে পারোর গোলকিপার পরীক্ষার মুখে পড়তেন। তবে লাভ হল না। খেলার ফল 🐻– ইস্টবেঙ্গল ১ - ২ পারো এফসি।
East Bengal vs Paro FC LIVE: গোলের সামনে পিন পয়েন্ট ক্রস ক্রেসপোকে, সুবর্ণ সুযোগ মিস ইস্টবেঙ্গলের
৫৭ মিনিট: ও ক্রেসপো! এটা কী করলেন!! দুর্দান্ত সুযোগ চলে এসেছিল তাঁর কাছে। বাঁ-প্রান্ত থেকে পারোর গোলপোস্টের সামনে তালালকে পিন-পয়েন্ট ক্রস পান ক্রেসপো। তিনি নিজে গোলে শট না নিয়ে সতীর্থকে বলটা সাজিয়ে দিতꦡে চান। কিন্তু লাভ হল না। সুবর্ণ সুযোগ হাতছাড়া। ক্রেসপো নিজে হেড করলে গোলটা করে ফেলতে পারতেন। পারোর গোলকিপারও ঠিক জায়গায় ছিলেন না।
East Bengal vs Paro FC LIVE: তাড়াহুড়ো করে শট দিমির, সহজ সুযোগ নষ্ট করলেন
৫৩ মিনিট: আবারও সেই দিমিত্রিয়স দিয়ামান্তাকোস! ডানদিকে বক্সের মধ্যে সুযোগ তৈরি হয় তাꩲঁর জন্য। সামন🙈ের পোস্টে শট দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের। কিন্তু গোলে শট রাখতে পারলেন না। তড়িঘড়ি করে শট নিলেন। সেটার জন্য গোলে বল রাখতে পারলেন না। আর একটা বা দুটো টাচ নিয়ে দ্বিতীয় পোস্টে শট নিতে পারতেন।
East Bengal vs Paro FC LIVE: বাজে ভুল আনোয়ারের
৪৮ মিনিট: ভুল আনোয়ার আলির। এই ভুলটার কারণে ইস্টবেঙ্গল যে চাপ তৈরি করেছিল পারোর উপরে, সেটা কমে গেল। মাঝমাঠ থেকে প্রভসুখন গিলকে ব্যাক-পাস দিতে গিয়েꦡ কর্নার দিয়ে বসলেন আনোয়ার। কর্নার পারোর। তবে বিপদ হয়নি ইস্টবেঙ্গলের।
East Bengal vs Paro FC LIVE: নড়বড়ে পারোর গোলকিপার, তবে লাভ হল না ইস্টবেঙ্গলের
৪৭ মিনিট: দ্বিতীয়ার্ধের শুরুতে ♈আক্রমণ ইস্টবেঙ্গলের। ডানপ্রান্ত থেকে ক্রস মহেশ নাওরেমের। পারোর গোলকিপার এবং ডিফেন্ডারের মধ্যে কিছুটা কমিউনিকেশনের অভাব। শেষপর্যন্ত বলটা ধরে নেন পারোর গোলকিপার। লাভ হল না ইস্টবেঙ্গলের।
East Bengal vs Paro FC LIVE: শুরু দ্বিতীয়ার্ধের খেলা
দ্বিতীয়ার্ধের খেলা শুরু। প্রথমার্ধের শেষ শটে যে গোলটা খেল ইস্টবেঙ্গল, সেটা যে মনোবলে ধাক্কা লেগেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেটা কাটিয়ে ইস্টবেঙ্গল কি তিন পয়েন্ট ছিনিয়ে নিতে পারবে? আর♍ ইসও্টবেঙ্গল যদি হেরে যায়, সেটার জন্য অন্যতম দায়ি হবেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস।
East Bengal vs Paro FC LIVE: জঘন্য ফুটবল দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের! জঘন্য
প্রথমার্ধের শেষ দু'তিন মিনিটে দিমিত্রিয়স দিয়ামান্তাকোস কী করলেন, কীভাবে করলেন, সেটা একমাত্র তিনিই বলতে পারবেন। প্রথমার্ধের শেষ লগ্নে বাঁ-দিক থেকে দিমিকে লক্ষ্য করে পাস বাড়ানো হল। স্রেফ বলটা পায়ে ঠেকালেই গোল ছিল। সেটা করতে পারলেন না। আর তারপর যখন ইস্টবেঙ্গল ফের আক্রমণে উঠল, তখন পারোর বক্সের ঠিক মাথায় তাঁর পা থেকে বল ছিনিয়ে নিল পারো। স♏েখান থেকেই কাউন্টারে গোল খেয়ে গেল ইস্টবে🌱ঙ্গল।
East Bengal vs Paro FC LIVE: প্রথমার্ধের শেষ শটে গোল পারোর! ১-২ গোলে পিছিয়ে ইস্টবেঙ্গল
৪৫+৩ মিনিট: প্রথমার্ধের একেবারে শেষ শটে গোল করে গেল পারো এফসির। জঘন্য খেলা দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। জঘন্য। কাউন্টার অ্যাটাকে গোল খেয়ে গেল ইস্টবেঙ্গল। গোল করলেন ইভানস আসানতে। ইস্টবেঙ্গল ১ 𝐆- ২ পারো এফসি।
East Bengal vs Paro FC LIVE: তালালের ডিরেক্ট শট, লাভ হল না
৪৫+১ মিনিট: ডিꦯরেক্ট শট মাদিহ তালালের! তেকাঠিতে বলটা থাকলেও পারো এফসির গোলকিপার সহজে সামলে নেন বলটা। ইস্টবেঙ্গল ১ - ১ পারো এফসি।&nb🎐sp;
East Bengal vs Paro FC LIVE: মহেশকে জঘন্য ট্যাকল, ফ্রি-কিক পেল ইস্টবেঙ্গল
৪৫ মিনিট: জঘন্য ট্যাকল পারোর। বাঁ-☂দিক থেকে উঠছিলেন মহেশ নাওরেম। একেবারেই জঘন্য ট্যাকল। হলুদ কার্ড দেখানো হল করমা ছেত্রীমকে। পারোর তিন খেলোয়াড় ইতিমধ্যে হলুদ কার্ড দেখে ফেললেন। তারইমধ্যে তিন মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হল। ফ্রি-কিক পেল ইস্টবেঙ্গল।
East Bengal vs Paro FC LIVE: আসানতের আক্রমণ, বিপদ হল না ইস্টবেঙ্গলের
৪৩ মিনিট: মাঝমাঠ দিয়ে ভালো দৌড় ইভানস আসানতের। 🌼তবে শেষপর্যন্ত ইস্টবেঙ্গল ডিফেন্সে আটকে গেলেন। তারইমধ্যে ফাউল মোতোহিরো কানেশিরোর। ফাউল পেল ইস্টবেঙ্গল। তবে অস্কোর ব্রুজোকে নিজেদের বাঁ-দিকে নজর দিতে হবে। ওখান দিয়েই বেশি আক্রমণ করছে পারো।
East Bengal vs Paro FC LIVE: ফ্রি-কিক পেল ইস্টবেঙ্গল
৩৮ মিনিট: বক্সের বেশ কিছুটা বাইরে বাজে ফাউল ওপোকুর। মাদিহ তালালকে বাজে ফাউল করেন। হলুদ কার্ড দেখালেন রেফারি। ফ্রি-কিক থেকে মহেশ নাওরেমের ডামি। তালালের শট। লাভ হল না যদিও।ꦡ ক্লিয়ার করে দিল পারো ডিফেন্স।
East Bengal vs Paro FC LIVE: পেনাল্টির আবেদন ইস্টবেঙ্গলের
৩৬ মিনিট: কর্নার পেল ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে হ্যান্ডবল হয়েছে বলে দাবি ইস্টবেঙ্গল খেলোয়াড়দের। পেনাল্টির দাবি। তবে রেফারি কর্ণপাত করলেন না। কর্নার ইস্টবেঙ্গলের। ডানপ্♏রাপ্ত থেকে কর্নার। খেলোয়াড়দের জটলার মধ্যে বলটা পাঞ্চ করে বের করে দিলেন পারোর গোলকিপার।
East Bengal vs Paro FC LIVE: কিছুটা সচল হল ইস্টবেঙ্গলের ডানপ্রান্ত
৩৫ মিনিট: লালচুংনুঙ্গা মাঠে🔜 নামার পরে ইস্টবেঙ্গলের ডানপ্রান্ত কিছুটা সচল হল। আক্রমণে উঠলেন মহেশ নাও🐎রেম। তবে গোল হল না। ইস্টবেঙ্গল কিছুটা স্লো হলেও পারোকে চেপে বসতে দিচ্ছে না।
East Bengal vs Paro FC LIVE: ফ্রি-কিক পারোর, লক্ষ্যভ্রষ্ট ওপোকুর
৩২ মিনিট: ডানপ্রা🌊ন্তে ফ্রি-কিক পেল পারো এফসি। স🐟োজা গোলে শট নেওয়ার চেষ্টা ওপোকুর। তবে লাভ হল না। প্রভসুখন গিলের মাথার অনেক উপর দিয়ে বলটা বেরিয়ে গেল। বাকিদের কাছে ক্ষমা চেয়ে নিলেন ওপোকু।
East Bengal vs Paro FC LIVE: পারোর বাঁ-দিককে টার্গেট ইস্টবেঙ্গলের
২৫ মিনিট: ফের ডানদিক থেকে আক্রমণ ইস্টবেঙ্গলের। পারোর বাঁ-দিকটাই টার্গেট করছে লাল-হলুদ ব্রিগেড। বক্সের মধ্যে থেকে শট মাদিহ তালালের। এবার কর্নার হল। কর্নার থেকে কোনও লাভ হল না ইস্টবেঙ্গলের। ক্লিয়ার করে দিল পারো ডিফে𝓀ন্স🎐।
East Bengal vs Paro FC LIVE: ইস্টবেঙ্গল বক্সে হুড়োহুড়ি, শট পারোর
২৪ মিনিট: ইস্টবেঙ্গলের বক𓆏্সে হুড়োহুড়ি। কর্নার পায় পারো। কর্নার আহামরি না হলেও ইস্টবেঙ্গল ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেনি। হুড়োহুড়ির পরে গোলের লক্ষ্যে শট আসানতে। তবে সোজা বলটা যায় প্রভসুখন গিলের কাছে। তিনি কোনও ভুল করেননি।
East Bengal vs Paro FC LIVE: ফাঁক মিডফিল্ডে, নড়বড়ে ডিফেন্স, আরও ১ গোল করে ফেলছিল পারো
২১ মিনিট: একটুর জন্য বেঁচে গেল ইস্টবেঙ্গল। ডানদিক থেকে অনায়াসে বক্সের মধ্যে ঢুকে আ🐓সেন উইলিয়াম ওপোকু। পায়ের স্কিল দেখিয়ে ইস্টবেঙ্গল খেলোয়াড়কে কাটিয়ে গিয়ে কঠিন কোণ থেকে শট মারেন ওপোকু। প্রথম পোস্টে শট বাঁচিয়ে দেন প্রভসুখন। কর্নার পারোর। ইস্টবেঙ্গলের মিডফিল্ডে ফাঁক। নড়বড়ে ডিফেন্সও। প্রায় গোল করে ফেলছিল পারো।
East Bengal vs Paro FC LIVE: উঠে গেলেন প্রভাত, নামলেন লালচুংনুঙ্গা
১৯ মিনিট: চোট পেꦓয়ে মাঠ ছাড়লেন প্রভাত লাকরা। নারিতার আক্রমণের সম🦋য় বক্সের সামনে পড়ে যান। তাঁকে তুলে নিতে বাধ্য হন অস্কার ব্রুজো। মাঠে নামলেন লালচুংনুঙ্গা।
East Bengal vs Paro FC LIVE: মিডফিল্ডে জায়গা দিচ্ছে ইস্টবেঙ্গল, প্রায় গোল করে দিচ্ছিল পারো
মিডফিল্ডে প্রচুর জায়গা ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল। আর সেটার পুরো ফায়দা নিচ্ছে পারো এফসি। বাঁ-দিক থেকে ঢুকে আসেন কোকি নারিতা। ডান পায়ে দ্বিতীয় পোস্ট লক্ষ্য করে শট নেন। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্🐼ট। এত ফাঁকা জায়গা দিলে চলবে না।
East Bengal vs Paro FC LIVE: জালে বল জড়াল ইস্টবেঙ্গল, তবে বাতিল হল
১০ মিনিট: গোওওওওওওওওওওওল ইস্টবেঙ্গলের! কী প্রত্যুত্তর লাল-হলুদের! তাই কি? না! ফাউলের কারণে গোল বাতিল। পালটাল না খেলার ফল♈। ইস্টবেঙ্গল ১ - ১ পারো এফসি।
EB vs PFC AFC Challenge League LIVE: গোলের পরেই পেনাল্টি হজম ইস্টবেঙ্গলের, ৮ মিনিটেই শোধ পারোর
৮ মিনিট: ভবনীপুরে খেলে যাওয়া খেলোয়𒊎াড়ের গোলে মাত খেল ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে ফাউলের কারণে পেনাল্টি প🅘ায় পারো এফসি। উইলিয়াম ওপোকুর জোরালো শট প্রভসুখন গিলের ডানদিক থেকে বলটা জালে জড়িয়ে যায়। গিল ঠিক দিকে ঝাঁপালেও কোনও লাভ হয়নি। ইস্টবেঙ্গল ১ - ১ পারো এফসি।
East Bengal vs Paro FC LIVE: পেনাল্টি হজম ইস্টবেঙ্গলের
৭ মিনিট: বক্সের মধ্যে বাজে ট্যাকল প্রভাত লাকরার। পেনাল্টি পꦆারো এফসির। ডানদিক থেকে বক্সের মধ্যে ঢুকে যান ইভানস আসানতে। সম্ভবত অনুমান করেছিলেন যে এরকম একটা চ্যালেঞ্জ আসবে। আর সেটাই এল। পরিষ্কার পেনাল্টি।
East Bengal vs Paro FC LIVE: গোওওওওওওওল ইস্টবেঙ্গলের! ৫ মিনিটেই ভুটানে জ্বলল লাল-হলুদ মশাল
৫ মিনিট: গোওওওওওওওওওওওওওওওওওওওওওল! মাদিহ তালাল গোল করলেন। ডানদিক থেকে উঠে আসেন সাউল ক্রেসপো। তাঁর নাটমেগে কেটে যায় পারোর ডিফেন্স। বক্সের ঠিক মাঝামাঝি জায়গা থেকে ফরাসির শট। তাঁর শট বাঁ-দিকের 🎃জালে জড়িয়ে যায়। দুর্দান্ত শুরু ইস্টবেঙ্গলের। পারোর ডিফেন্স বেশ বাজে। ইস্টবেঙ্গল ১ - ০ পারো এফসি।
East Bengal vs Paro FC LIVE: প্রথম আক্রমণ ইস্টবেঙ্গলের
৩🤪 মিনিট: প্রথম আক্রমণ ইস্টবেঙ্গলের। তবে তেমন লাভ হল না। প্রাথমিকভাবে পারোর দুটি আক্রমণ সামলে আক্রমণে ওঠে ইস্টবেঙ্গল। থি💙ম্পুতে প্রথম গোল পেতে চাইবে ইস্টবেঙ্গল।
East Bengal vs Paro FC LIVE: শুরুতেই ইস্টবেঙ্গল ডিফেন্সে ফাঁক, বেঁচে গেল লাল-হলুদ
১ মিনিট: ম্যাচের শুরুতেই গোল খেয়ে যাওয়ার মতো অবস্থা হল ইস্টবেঙ্গলের। বক্সের বাইরে ফাউলের আবেদন করতে থাকেন লাল-হলুদ ফুটবলাররা। তারཧইমধ্যে ইস্টবেঙ্গল বক্সে ঢুকে যান পারো এফসির ফুটবলার। পিছন থেকে এসে বলটা বের করে দেন হেক🧸্টর ইউস্তে। বেঁচে গেল ইস্টবেঙ্গল।
East Bengal vs Paro FC LIVE: বুকে ভারতের পতাকা, এশিয়ায় লড়াই শুরু ইস্টবেঙ্গলের
সূচনা হয়ে গেল এএফসি চ্যালেঞ্জ লিগের। কিক-অফ হল ভুটানের থিম্পু চাংলিমিথাং স্টেডিয়ামে। পারো এফসির বিরুদ্ধে খেলছে ইস্টবেঙ্গল। এটা অℱ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের বুকে লোগোর উপরে লাগানো ভারতের পতাকা।
East Bengal vs Paro FC LIVE: ভবানীপুরে খেলা বিদেশিকে ইস্টবেঙ্গলের ম্যাচে নামাচ্ছে পারো
পারো এফসির প্রথম একাদশ: তোমোইউকি উন্নো, কোকি নারিতা, কিঙ্গা ওয়াংচুক, করমা ছেত্রীম, কাজুও হোম্মা (অধিনায়ক), মার🌠্কꦅো ইভানোভিচ, ইভানস আসানতে, মোতোহিরো কানেশিরো, উইলিয়াম ওপোকু, নিমা ওয়াঙ্গডি এবং মিলোস কিউপিক। ওপোকু ভবানীপুরেও খেলে গিয়েছেন।
East Bengal vs Paro FC LIVE: অসামান্য সুন্দর চাংলিমিথাং স্টেডিয়াম
পাহাড়ের কোলে অবস্থিত চাংলিমিথাং স্টেডিয়ামটা অসামান্য সুন্দর। স্টেডিয়ামে বসে থাকলে যে কারও চোখ জুড়িয়ে যাবে। প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হব🌳েন। আর সেই মাঠ থেকেই ঘুরে দাঁড়ানোর শপথ নিয়েছে ইস্টবেঙ্গল। আজ ইস্টবেঙ্গলের ম্যাচ বিকেলে শুরু হচ্ছে। পরদিন রাতে ম্যাচ আছে।
East Bengal vs Paro FC LIVE: ভুটানে এসেছেন ইস্টবেঙ্গলের অনেক সমর্থক
পরপর ম্যাচে হারছে ইস্টবেঙ্গল। মুষড়ে পড়েছেন সমর্থকরা। তারপরও দলকে ভুটানে এসেছেন ꦓঅনেক ইস্টবেঙ্গল সমর্থক। ইস্টবেঙ্গল আল্ট্রাস-সহ বিভিন্ন ফ্যানক্লাবের সদস্যরা ভুটানে এসেছেন। তা♉ঁরা 'ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল' বলে খেলোয়াড়দের উজ্জীবিত করছেন।
East Bengal vs Paro FC LIVE: হিজাজি ও হেক্টর- ২ জনকেই রাখল ইস্টবেঙ্গল, জিকসন খেলবেন?
পারো এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ: প্রভাত লাকরা, আনোয়ার আলি, জিকসন 💜সিং, মাদিহ ಞতালাল, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, নন্দকুমার শেখর, প্রভসুখন গিল, হিজাজি মাহের, সাউল ক্রেসপো (অধিনায়ক), মহেশ নাওরেম, হেক্টর ইউস্তে।
East Bengal vs Paro FC LIVE: উচ্চতা ও ফিটনেস - চিন্তায় ইস্টবেঙ্গল
কলকাতা বা ভারতের মাটিতে ৭০-৭৫ মিনিটের পর থেকে ইস্টবেঙ্গলের অ🀅নেক খেলোয়াড়ই কার্যত দৌড়াতে পারছিলেন না। যা দেখে প্রি-সিজনে ইস্টবেঙ্গলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েকজন খেলোয়াড🍒়ের ফিটনেস বেশ খারাপ। সেই পরিস্থিতিতে সমুদ্রপৃষ্ঠের ৭,৫০০ ফুট উচ্চতায় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল।
East Bengal vs Paro FC LIVE: কৃত্রিম ঘাসের মাঠ, চিন্তায় ইস্টবেঙ্গল
আপাতত ইস্টবেঙ্গল যে মানসিক অবস্থার মধ্যে আছে, সেটা একটা বড় চিন্তার বিষয়। সেইসᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚঙ্গে ভুটানের কৃত্রিম ঘাসের মাঠও একটা চিন্তার কারণ। ইস্টবেঙ্গল ঘাসের মাঠে প্র্যাকটিস করে। খেলেও ঘাসের মাঠে। ফলে কৃত্রিম ঘাসের মাঠে খেলা নিয়ে চিন্তায় আছে ইস্টবেঙ্গল। ম্যাচের আগেরদিন সহকারী কোচ বি♛নো জর্জ জানান, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
East Bengal vs Paro FC LIVE: কৃত্রিম ঘাসের মাঠে হবে ম্যাচ
ভুটানের রাজধানী থিম্পুর চ💙াংলিমিথাং স্টেডিয়ামে বিকেল ৪ টে ৩০ মিনিট𝄹 থেকে ইস্টবেঙ্গলের ম্যাচ শুরু হবে। যে স্টেডিয়াম সমুদ্রপৃষ্ঠের ৭,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত। আর ঘাসের মাঠ নয় এটা। কৃত্রিম ঘাসের মাঠ।
East Bengal vs Paro FC LIVE: ভুটান থেকেই নয়া শুরু ইস্টবেঙ্গলের? এশিয়ার লড়াই শুরু আজ
East Bengal vs Paro FC AFC Challenge League Match Live Updates: এএফসি চ্যালেঞ্জ লিগের উদ্বোধনী ম্যাচ ভুটানের পারো এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। টানা আটটি ম্যাচে হারের পরে এশিয়ার মঞ্চ থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। তবে কাজটা সহজ হবে না। কারণ থিম্পুর উচ্চতা এবং ঠান্ডার বিরুদ্ধেও লড়তে হবে। সেইসব সামলে কি নয়া সূচনা হবে ইস্টবেঙ্গলের? সেটা জানতে হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে ইস্ট𒆙বেঙ্গল বনাম পারো এফসির ম্যাচের লাইভ আপডেট ও টাটকা খবর দেখে নিন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।