গত কয়েক ꦇবছরে ইস্টবেঙ্গলের ছেলেদের দল হতাশাজনক পারফরম্যান্স করছে। তাদের সঙ্গী শুধুই ব্যর্থতা। ছেলেদের সেই অন্ধকার কাটালেন লাল-হলুদের মেয়েরা। মেয়েদের আইএফএ শিল্ডের উদ্বোধনী সংস্করণে ফাইনালে শ্রীভূমি স্পোর্টিংকে ৫-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল।
গত বছর থেকেই মেয়েদের ফুটবল টিম ভালো ছন্দে রয়েছে। দারুণ সাফল্য পেয়েছে ইস্টবেঙ্গল। এই বছরও সেই ধারা বজায় রাখল লাল-হলুদের মেয়েরা। ম꧋হিলাদের আই লিগে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে শিরোপা আসেনি। সেই আক্ষেপটা সুদে-আসলে মিটিয়ে দিল লাল-হলুদ। মেয়েদের আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন হয়েই মরশুম শেষ করল ইস্টবেঙ্গল। এই বছর থেকেই শুরু হয়েছে মহিলাদের আইএফএ শিল্ড। নদীয়ার তেহট্টে আয়োজিত হয় শিল্ডের সবকটি ম্যাচ।
আরও পড়ুন: কলকাতা লিগে নিয়মে বদল,শুরুর আগেই বিদ্রোহী কিছু ক্লাব,ভবানীপ💃ুর নেমে পড়ল অনুশীলনে
শুক্রবার তেহট্ট স্টেডিয়ামে ফাইনালে হ্যাটট্রিক সহ চার গোল করেন তুলসী হেমব্রম। অন্য গোলটি করেন বর্ণালী কাড়ার। প্রতিপক্ষকে খড়কুটোর মতো উড়িয়ে দেয় লাল হলুদ। প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। ম্যাচের ১৩ এবং ১৮ মিনিটে গোল করেন তুলসী এবং বর্ণালী। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল। বিরতির ঠিক পরই ৪৭ মিনিটে ৩-০ করেন তুলসী। ম্যাচের ৭৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৮২ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক পোঁতেন তুলস𒁃ী।
চার ম্যাচে তৃতীয় হ্যাটট্রিক জঙ্গলমহলের মেয়ের। টুর্নামেন্টের সেরাও তিনি। এ দিন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়তে পারেনি শ্রীভূমি। শিল্ডে একটাও গোল হজম করেনি ইস্টবেঙ্গল। করেছে ২৭ গোল। গোটা টুর্নামেন্টে দারুণ ছন্দে ছিলেন তুলসী হেমব্রম। মেয়েদের শিল্ডে করেন ১৫ গোল। মরশুমে সবচেয়ে বেশি গিল মৌসুমী মূর্মুর। মোট ২৩টি গোল করেন 🏅লাল হলুদের কন্যা। কন্যাশ্রী কাপ জেতার পর চলতি মরশুমে এটা ইস্টবেঙ্গলের দ্বিতীয় খেতাব।
কয়েক মাস আগেই কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। ফাইনালে শ্রীভূমি স্পোর্টিংকে হারিয়েই কন্যাশ্রী কাপ জিতেছিল ইস্টবেঙ্গলের মেয়𝄹েরা। আইএফএ শিল্ডের ফাইনাল তাই শ্রীভূমির কাছে ছিল বদলার ম্যাচ। কিন্তু বদলার ম্যাচে তুলসী হেমব্রম, বর্ণালী কারার, পূজা কর্মকার, রিম্পা হালদারদের দাপুটে ফুটবলের♚ সামনে দাঁড়াতেই পারেনি শ্রীভূমি স্পোর্টিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।