গত ম্যাচে আর্সেনালের কাছে হারার পর, স্ট্যামফোর্ডে ব্রিজে ফের একবার লন্ডনের আরেক দলের মুখোমুখি হয়েছিল চেলসি। প্রথম চারের লড়াইয়ে থাকা ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ৯০ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে এক ভীষণ গুরুত্বপূর্ণ জয় পেল চেলসি🃏। দখল মজবুত 𒊎করল লিগের তৃতীয় স্থানে।
শুরু থেকে শেষ অবধি বল দখলের লড়াইয়ে ডেভিড ময়েজের হ্যামার্সদের থেকে অনেকটাই এগিয়ে ছিল চেলসি। কিন্তু গোলের সন্ধান আর পাচ্ছিল না ব্লুজরা। আশঙ্কা ছিল ঘরের মাঠে নাগাড়ে তৃতীয় লিগ ম্যাচে পয়েন্ট নষ্ট করার। কিন্তু প্রায় গোটা ম্য়াচ গোলশূন্য থাকার পর, ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসেই চূড়ান্ত নাটক দেখা যায়। ওয়েস্ট হ্যাম ডিফেন্ডার ক্রেগ ডসন চেলসির রোমেলু লুকাকুকে বক্সের মধ্যে ফাউল করেন। চেলসি পেনাল্টি তো পায়ই, পাশাপাশি নিশ্চিত গোল করার সুযোগে অবৈধভ✨াব𓄧ে বাঁধা দেওয়ায় লাল কার্ড দেখেন ডসন।
ম্যাচের ৮৭ মিনিটে অবশ্য জর্জিনহো পেনাল্টি বাঁচিয়ে দেন ওয়েস্ট হ্যাম গোলরক্ষক লুকাস ফ্যাবিয়ানস্কি। ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছিল। তবে ৯০ মিনিটে মার্কোস আলন্সোর ক্রস থেকে ম্যাচে চেলসির ২৪তম শটে অবশেষে গোল করতে সক্ষম হন পুলিসিচ। এই জয়ের ফলে চতুর্থ স্থানে থাকা আর্সেনালের থেকে পাঁচ বেশি, ৬৫ পয়েন্ট নিয়ে তিনে নিজেদের দখল মজবুত করল টমাস টুচেলের দল। ব্লুজরা আর্সেনালের থেকে এক ম্যাচ কমও খেলেছে। ওয়েস্ট হ্যাম ৫২ পয়েন্ট নিয়ে সাত নম্বরেই রইল। তাদের প্ওরথম চারে জায়গা পাওয়ার আশা ক্রমশ কমছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।