ওয়েস্ট হ্যাম বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচ আবারও পুরনো দিনের ইউনাইটেডেরꦬ কথা মনে করিয়ে দিল। পিছিয়ে পড়েও হার না মানা মনোভাব, শেষ মুহূর্তের গোল, পেনাল্টি সেভ কী ছিল না এই ম্যাচে। নাটকীয় ম্যাচে ওয়েস্ট হ্যামকে হারিয়ে লিগ তালিকায় শীর্ষে থাকা লিভারপুলের সমান সংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল ইউনাইটেড।
ম্যাচের ৩০ মিনিটের মাথায় দুরন্ত ফর্মে থাকা সাইদ বেনরামার গোলে লন্ডন স্টেডিয়ামে এগিয়ে যায় হ্যামার্সরা। তবে গোলের পরেই রেড ডেভিলসরা নিরন্তর চাপ তৈরি করতে থাকে। ৩৫ মিনিটের মাথায় রোনাল্ডোর হেডার বাঁচিয়ে দিলেও বল লুকাস ফাবিয়ানস্কির নাগালের বাইরে চলে যায়। সদা তৎপর রোনাল্ডো, সুযোগ হাতছাড়া করেননি। জালে বল জড়িয়ে দেন তিনি🍒 ম্যান ইউনাইটেডকে🌜 সমতায় ফেরান।
ভাগ্যের পরিহাস হয়তো একেই বলে। মাত্র কয়েক মাস আগে লোনে আসা꧙ যে জেসি লিংগার্ড হ্যামার্স সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন, সেই লিংগার্ডই এদিন তাদের হৃদয়♍ ভঙ্গ করলেন। ৮৯ মিনিটে দুরন্ত বাঁক নেওয়া শটে ইউনাইটেডকে এগিয় দেন তিনি। মাঝ সপ্তাহে লিংগার্ডের ভুলেই শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে হারতে হয়েছিল। এদিন তিনিই জয়সূচক গোল করলেন।
তবে এখানেই নাটকের শেষ নয়। ইনজুরি টাইমে লুক শর হাতে বল লাগায় পেনাল্টি পায় ওয়েস্ট হ্যাম। পরিবর্তিত হিসাবে মাঠে নামা হ্যামার্স অধিনায়ক মার্ক নোবেলের কাছে ম্য়াচে নিজের প্রথম টাচেই গোল করে সমতা ফেরানোর সুযোগ ছিল। তবে দুরন্তভাবে পেনাল্টি বাঁচিয়ে ফের একবার ইউনাইটেডের পরিত্রাতা হয়ে ওঠেন গোলরক্ষক ডেভিড দে হেয়া। এই পরাজয়ের ফলে হ্যামার্সরা লিগ তালিকায় আটে রইল। তাদেඣর পরবর্তী প্রতিপক্ষ লিডস ইউনাইটেড। রোনাল্ডোরা মুখোমুখি হবেন অ্যাস্টন ভিলার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।