বিগত পাঁচ ম্যাচে তিনটি হাইভোল্টেজ ম্যাচে পরাজয়, অধিনায়কের অবামেয়াংয়ের অপসারণ, সব মিলিয়ে ওয়েস্ট হ্যাম ম্য়াচের আগে বেশ চাপেই ছিল আর্সেনাল। তবে সাম্প্রতিক সময়ে বারবার যে ছবি দেখা গিয়েছে, হ্যামার্সদের বিরুদ্ধে আবারও একই ছবি দেখা গেল। আর্সেনাল🦹ের তরুণ ব্রিগেডের দুরন্ত পারফরম্যান্সে ওয়েস্ট হ্যামকে হারাল গানার্সরা। লন্ডন ডার্বিতে ফলাফল উত্তর লন্ডনের ক্লাবের পক্ষে ২-০।
ম্যাচের প্রথমার্ধে মিকেল আর্টেটার আর্সেনাল নিজেদের আধিপত্য বিস্তারে সক্ষম হলেও গোল পায়নি। গানার্সদের হয়ে কায়রান টির্নী দলকে এগিয়ে দেওয়ার সেরা সুযোগটি পান। তবে তাঁর শট দুর্ধর্ষ🦋ভাবে বার পোস্টে ঠেলে গোল রুখে দেন লুকাস ফাবিয়ান্স্কি। প্রথমার্ধের শেষ মুহূর্তে ভাল জায়গায় গোলের কাছে বল পেয়েও গ্যাব্রিয়েল মার্টিনেলি গোলে বল রাখতে পারেননি। ত👍বে ছবিটা দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলায়।
আলেকজান্ডার লাকাজেটের থ্রু বল পায়ে পেয়ে পোক্ত স্ট্রাইকরের মতো মার্টিনেলিই বল জালে জড়িয়ে আর্সেনালকে এগিয়ে দেন। এক গোল পিছিয়ে পড়ে ৬৬ মিনিটের মাথায় ওয়েস্ট হ্যামের একজন খেলোয়াড়ও কমে যায়। পেনাল্টি বক্সে লাকাজেটেকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড (প্রথমটি ম্যাচের ১১ মিনিটে) ও লাল কার্ড দেখেন ওয়েস্ট হ্যামের ভ্লাদিমি কুওফাল। তবে লাকাজেট পেনাল্টি থেকে বল গোলে জড়িয়ে আর্সেনালের 💟লিড দ্বিগুন করতে পারেননি। তবে ম্যাচের তিন মিনিট বাকি থাকতে সাবস্টিটিউট হিসেবে মাঠে নামা এমিল স্মিথ রো, বুকায়ো সাকার পাস থেকে অবশেষে আর্সেনালের ব্যবধান দ꧅্বিগুন করেন।
ম্যাচে আর কোনো গোল হয়নি। এই বিশাল বড় তিন পয়েন্টের সুবাদে ২৮ পয়েন্ট থাকে ওয়েস্ট হ্যামকে পিছনে ফেলে ঠিক তাদের একধাপ উপরে চার নম্বরে উঠে এল আর্সেনাল। গানার্সদের সংগ্রহ ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট। মিকেল আর্টেটার দলের পরের খেলা লিডস ই💜উনাইটেডের💖 বিরুদ্ধে। ডেভিড ময়েজের ওয়েস্ট হ্যাম নামবে নরউইচের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।