এগিয়ে গিয়েও জেতা হল না হায়দরাবাদ এফসি-র। হাড্ডাহাড্ডি লড়াই হলেও এফসি গোয়ার সঙ্গে ১-♊১ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল হায়দর൲াবাদকে। এতে অবশ্য তারা আইএসএল তালিকায় নিজেদের জায়গা হারল না। দুইয়েই থাকল। তবে শীর্ষে থাকা মুম্বই সিটি এসি-র সঙ্গে পয়েন্টের ব্য়বধান বেড়ে গেল।
এ দিকে এফসি গোয়া এ দিন হায়ဣদরাবাদকে আটকে দিয়ে এক লাফে ৯ থেকে ৭-এ উঠে এল। ৬ ম্যাচে তাদের ৭ পয়েন্ট হয়ে গেল। আর ৬ ম্যাচে ১১ পয়েন্ট হায়দরাবাদের।
এ দিন ম্যাচের প্রথমার্ধটা মূলত মাঝমাঠেই খেলা হল। বিরতির আগে কোনও🌞 দলই গোলের মুখ খুলতে পারেনি। এফসি গোয়া প্রথমার্ধে নিজেদের মধ্যে অনেক বেশি পাস খেলেও কাজের কাজটা কিছুই করে উঠতে পারেনি। তবে ম্যাচের ৪৪ মিনিটে এফসি গোয়ার সেরিটন ফার্নান্ডেজের গোল অফসাইডের কারণে বাতিল হয়। সেই গোলটি হলে💟 ম্যাচটি জিতে যেতে পারত গোয়া।
ম্যাচের দু'টো গোলই হয়েছে বিরতির পর। গোয়া ম্যাচের রাশ নিজেদের হাতে রাখার চেষ্টা করলেও ৫৪ মিনিটের মাথায় প্রথম গোলের মুখ খোলে হায়দরাবাদ এফসি। ডান প্রান্ত থেকে নিখিল পূজারীর মাপা ক্রস জালে জড়ান জোয়েল চায়ানিজ। তবে এই গোল ব🔴েশিক্ষণ ধরে রাখতে পারেনি হায়দরাবাদ। ৬২ মিনিটের মাথায় সমতা ফেরান আইরান ক্যাব্রেরা। আলবার্তো নগুয়েরার থেকে বল পেয়ে দেবেন্দ্র মুরগাঁওকরের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলেই সমতা ফেরান ক্যাব্রেরা। তবে এর পর চেষ্টা করেও গোলের মুখ আর খুলতে পারেনি হায়দরাবাদ বা গোয়া কোনও দলই। ম্যাচ শেষ পর্যন্ত ১-১ ড্র হয়। ম্যাচের সেরা ফুটবলার হন ক্যাব্রেরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।