বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ম্যাচের পর রেফারির সমালোচনায় সরব হয়েছিলেন আর্জেন্তাইন অধিনায়ক লিওনেল মেসি। আর সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্তিনা বিতর্কিত পেনাল্টি নিয়ে চর্চা তুঙ্গে। সেই পেনাল্টি থেকেই আবর গোল করেছিলেন লিও। এই আবহে রেফারি সংক্রান্ত বিতর্ক যেন পিছু ছাড়ছে না মেসির। এরই মা🀅ঝে রেফারির সিদ্ধান্তে সন্দেহ প্রকাশ করে নতুন করে বিতর্কে উস্কানি দিলেন ক্রোয়েশিয়ার কোচ জলাটকো ড্যালিচ।
প্র🌠সঙ্গত, গতকাল জুলিয়ান আলভারেজের সঙ্গে ডি-বক্সে ক্রোট গোলরক্ষকের ধাক্কা লাগলে পেনাল্টি পায় আর্জেন্তিনা। এই নিয়ে ক্রোয়েশিয়ার কোচ বলেন, ‘আমরা ম্যাচের প্রথম আধঘণ্টা ভালোই খেলেছি। তবে আমরা খুব গুরুত্বপূর্ণ সমেয় গোল খেয়ে বসি। সেই গোলটা যদিও সন্দেহজনক ছিল। প্রথমে একটি কর্নার নিয়ে আমাদের খেলোয়াড়দের মধ্যে সন্দেহ ছিল। পরে সেই গোল নিয়ে আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়। এরপর আমরা আরও এক গোল খেয়ে বসি। আমাদের পায়ে বল থাকলেও আমরা তার সৎ ব্যবহার করতে পারিনি।’
এদিকে ক্রোয়েশিয়ার কোচ বলেন, ‘পেনাল্টি দেওয়ার বিষয়ে আমি বলতে🌳 চাই, আমাদের গোলরক্ষকের যা করার কথা, সে তাই করেছে। তবে এই নতুন নিয়ম... অবশ্য পেনাল্টির সিদ্ধান্ত ছജাড়া মোটের ওপর রেফারির বিরোধিতা আমরা করছি না। তবে এই গোলটি খেলাটির মোড় ঘুরিয়ে দিয়েছিল।’ এদিকে ক্রোয়েশিয়াকে সেমিফআইনালে হারিয়ে ২০১৪ সালের পরে আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলেন লিওনেল মেসি। নকআউট পর্বে ক্রোয়েশিয়ার দু’টি ম্যাচেই টাইব্রেকার গিয়েছিল। তবে সেমিফাইনালে আর্জেন্তিনার সঙ্গে সেভাবে লড়াই দিতে পারেননি লুকা মদরিচরা। নির্ধারিত সময়ের মধ্যেই ৩-০ গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্তিনা। মেসি গোল করা ছাড়াও এক অসাধারণ অ্যাসিস্টে গোল করান। অপরদিকে আর্জেন্তিনার হয়ে গতকাল দুটি গোল করেন জুলিয়ান আলভারেজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।