স্পেনের বিশ্বকাপ জয় ছাপিয়ে চুমুকাণ্ড নিয়ে শুরু হল তুমুল বিতর্ক। রবিবার বিশ্বকাপ পুরস্কার বিতরণী মঞ্চে নিজের দেশের ফুটবলার জেনি হার্মোসোর ঠোঁটে চুমু খেয়ে নেন স্প🔯্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালস। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পুরো বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। সেই ঘটনার পর প্রাথমিকভাবে স্প্যানিশ তারকা দ𝔉াবি করেন, 'আমার ওটা ভালো লাগেনি।' যদিও পরবর্তীতে নিজের ফুটবল ফেডারেশনের সভাপতির পাশে দাঁড়ান স্প্যানিশ তারকা। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, হার্মোসো দাবি করেছেন যে বিশ্বকাপ জয়ের আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি যা করেছেন, তা নেহাতই স্নেহ এবং কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।
রবিবার সিডনিতে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথম♐বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেনের মহিলা দল। কোচের বিরুদ্ধে একাধিক খেলোয়াড়দের বিদ্রোহ, একাধিক সিনিয়র খেলোয়াড় না থাকা সত্ত্বেও একেবারে তরুণ স্প্যানিশ দল যে কাজটা করেছে, তাতে উন্মাদনার মাত্রা অনেকগুণ বেড়ে যায়। যত হাতে বিশ্বকাপ তোলার সময় এগিয়ে আসতে থাকে, তত উন্মাদনার মাত্রা বাড়তে থাকে। সেই বিশ্বকাপ হাতে তোলার আগে ফিফার তরফে স্প্যানিশ খেলোয়াড়দের বিশ্বকাপ জয়ের পদক তুলে দেওয়া হতে থাকে।
সেইসময় চুমুকা💖ণ্ড ঘটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, নিজের দলের তারকা হার্মোসোকে জড়িয়ে ধরেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি। একটা সময় হার্মোসার ঠোঁটে চুমু খেয়ে নেন। যে ভিডিয়ো নিয়ে সোশ্য🐻াল মিডিয়ায় তুমুল ক্ষোভের মুখে পড়েন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি। এক নেটিজেন দাবি করেন, 'জেনি হার্মোসোকে ঠোঁটে চুমু বসিয়ে দেন উনি এবং মাত্রাতিরিক্তভাবে খেলোয়াড়দের ছুঁয়ে যাচ্ছিলেন।' অপর একজন বলেন, 'আমার কোনও ভাষা নেই। ওঁর (হার্মোসো) মুখ চেপে ধরেন এবং তাঁকে চুমু খান স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি? বিশ্বব্যাপী একটি টুর্নামেন্টের সরাসরি সম্প্রচারের এরকম হেনস্থাকারীদের থেকে রেহাই মিলছে না।'
সোশ্যাল মিডিয়ায় সেই ক্ষোভের আঁচ হার্মোসার কাছে মাঠেই পৌঁছেছিল কিনা, তা স্পষ্ট নয়। তবে ম্যাচের পর ইনস্টাগ্রাম লাইভে স্প্যানিশ মিডফিল্ডার বলেন, 'আমার ওই বিষয়টা ভালো লাগেনি।' এএফপির প্রতিবেদন অনুযায়ী, ওই কথাটা বলার সময় হার্মোসো অবশ্য হাসছিলেন। যিনি বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি ফস্কেছিল🎉েন। পরবর্তীতে স্প্যানিশ ফেডারেশনের তরফে দাবি করা হয়, হার্মোসো বলেছেন যে 'এটা পুরোপুরি স্বতঃস্ফূর্ত এবং উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ছিল। যে আনন্দের জোয়ার বয়ে 🐻নিয়ে আসে বিশ্বকাপ।'
আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে হারিয়ে মহিলা বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করল হেনরিক লার্সেনের সুꦉইডেন
স্প্যানিশ ফেডারেশনের দাবি, হার্মোসো আরও বলেছেন যে ‘প্রেসিডেন্টের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমাদের সঙ্গে উনি যেরকম ব্যবহার করেন, তা দারুণ। আর (ওটা) পুরোপ🌱ুরি স্নেহ এবং কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ছিল। বন্ধুত্ব এবং কৃতজ্ঞতার একটি মুহূর্ত নিয়ে এত হইচইয়ের মানে হয় না। আমরা বিশ্বকাপ জিতেছি। যেটা গুরুত্বপূর্ণ, সেটা থেকে আমরা নজর ঘুরিয়ে দেব না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।