শেষ বারের মতো ফিফা বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। এ বারের বিশ্বকাপ থেকে আর্জেন্তিনা ছিটকে গেলেই, মেসিরও বিশ্বকাপ অভিযান একেবারে🦋ই শেষ হয়ে যাবে। কারণ মেসি আগেই জানিয়ে দিয়েছেন, তাঁর এটি শেষ বিশ🐠্বকাপ।
মঙ্গলবার ভারতীয় সময়ে রাত সাড়ে ১২টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্তিনা। এই বছর ট্রফি জয়ের অন্যতম ফেভারিট হিসেবে মানা হচ্ছে আর্জেন্তিনাকে। তারা কোয়ার্টার ফাܫইনালে নাটকীয় ম্যাচে নেদারল্যান্ডসকে শ💫েষ পর্যন্ত টাইব্রেকারে হারিয়ে সেমিতে উঠেছে।
আরও পড়ুন: বাস্তবতার তিনটি দিক- WC থেকে ছিটকে যাওয়ার 🐟পর রোনাল্ডোর রহস্🐈যময় পোস্ট ঘিরে চাঞ্চল্য
সেই ম্যাচে মেসি নিজে পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি মোলꦗিনাকে দিয়ে গোল করিয়েছেন। দুরন্ত ছন্দে ছিলেন আর্জেন্তাইন অধিনায়ক। তবে আর্জেন্তিনা ২-০ এগিয়ে যাওয়ার পরেও, ডাচেরা ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করে শেষ মুহূর্তে ২-২ করে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যায়। এবং অতিরিক্ত সময়েও খেলার ফল অমিমাংসিত থাকার পর, আর্জেন্তিনা টাইব্রেকারে ৪-৩ ম্যাচ পকেটে পুড়ে ফেলে।
আর♐্জেন্তিনা এবং ক্রোয়েশিয়া এই নিয়ে তৃতীয় বার বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে। তবে নকআউট পর্বে তারা এই প্রথম বার মুখোমুখি হবে। রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়া ৩-০ হারিয়েছিল মেসিদের। তার আগে ১৯৯৮ সালে আর্জেন্তিনা ১-০ জিতেছিল। এদিকে, দক্ষিণ আমেরিকান দলটি ষষ্ঠ বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠতে চাইবে। এই ক্ষেত্রে এগিয়ে একমাত্র জার্মানি। তারা মোট অষ্টম বার ফাইনালে উঠেছে।
আরও পড়ুন: 🍎ওর বাঁ-দিকে মারার প্রবণতা রয়েছে, জানতাম.. কেনের পেনাল্টি মিসের রহস্য ফাঁস লর♓িসের
এ দিকে আর্জে♔ন্তিনা কখনও সেমিফাইনাল থেকে বাদ পড়েনি। তারা এর আগে ২০১৪ সালে সেমিফাইনালে নেদ♒ারল্যান্ডসকেই পরাজিত করেছিল। তবে ফাইনালে জার্মানির কাছে হেরে রানার্স হয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়।
আর্জেন্তিনা সেমিতে খেলতে নাম🌠ার আগে, মেসি এবং এমিলিয়ানো মার্টিনেজদের প্রস্তুতির এরটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যা রীতিমতো ভাইরাল হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আཧর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনিও উল্লেখ করেছেন যে, তাঁর দল ক্রোয়েশিয়া এবং তাদের দুর্বলতা নিয়ে বিশ্লেষণ করেছে। তাঁর দাবি, ‘ক্রোয়েশিয়া অনেক জাতীয় দলকে সমস্যায় ফেলেছে। আমি মূল খেলোয়াড় বা তাদের শক্তি এবং দুর্বলতার কথা বল🍷ব না, তবে আমরা বিশ্লেষণ করেছি যে আমরা কোথায় ওদের রুখতে পারি। কখনও কখনও এটি কার্যকর হয়, কখনও কখনও আবার হয় না।’
তিনি আরও যোগ করেছেন, ‘আমরা পিচে সব কিছু দেওয়ার চেষ্টা করছি। কখনও কখনও ভাগ্য আপনার পক্ষে থাকতে পারে। আমরা🥃 যদি ভালো পারফরম্যান্স করি, তবে আমাদের লক্ষ্যে পৌঁছানোর রাস্তা আরও সহজ হবে। তবে এটি ফুটবল, একটি খেলা, তাই কখনও কখনও সেরা দল জিততে পারে না।’
স্কালোনি আরও জানিয়ে দিয়েছেন যে, তিনি সেমিফাইনালের জন্য তার কৌশল পাল্ট💃াবেন না। তিনি বলেছে൲ন, ‘আমাদের নিজস্ব কৌশল রয়েছে। খেলার স্টাইল রয়েছে। কিছু সময় বিপক্ষ কেমন খেলছে তার উপরেও আমাদের খেলা নির্ভর করে। তবে আগের কৌশল আমরা পাল্টাব না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।