Mohun Bagan SG FIFA National Transfer Ban: অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেসন কামিন্সের ট্রান্সফার সংক্রান্ত একটি প্রশাসনিক জটিলতার কারণে মোহনবাগান সুপার জায়ান্টের ওপর নতুন খেলোয়াড় নিবন্ধনে জাতীয় পর্যায়ে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। ফিফার জুডিশিয়াল বডির পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
তবে ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এটি কোনও আর্থিক অনিয়ম বা নীতিমালার লঙ্ঘনের কারণে নয়। ২০২৩ সালে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে জেসন কামিন্সকে সই করানোর সময় নির্ধারিত ট্রান্সফার ফি পরিশোধ করা হলেও, প্রশিক্ষণ ক্ষতিপূরণ সংক্রান্ত একটি প্রযুক্তিগত ত্রুটির ফলে সমস্যাটি তৈরি হয়েছে।
সূত্র অনুযায়ী, ক্লাব একাধিকবার পেমেন্টের চেষ্টা করলেও ফিফার ক্লিয়ারিং হাউস সিস্টেমে তা সঠিকভাবে প্রসেস হয়নি। ফলে অস্থায়ীভাবে নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা পড়ে ক্লাবটির ওপর।
তবে মোহনবাগান আত্মবিশ্বাসী যে সমস্যা দ্রুতই মিটে যাবে। এক ক্লাব কর্মকর্তা জানিয়েছে, ‘প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে, এক সপ্তাহের মধ্যেই নিষেধাজ্ঞা উঠে যাবে।’ এদিকে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো সামনে থাকায় ক্লাব দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা চালাচ্ছে, যাতে আসন্ন মরশুমের দলগঠনে কোনও বিঘ্ন না ঘটে।
আরও পড়ুন … গাভাসকর ‘মূর্খ’! পহেলগাঁও হামলার পরে Asia Cup নিয়ে সানির বক্তব্যের সমালোচনায় মিয়াঁদাদ সহ পাক প্রাক্তনীরা
অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেসন কামিন্সের ট্রান্সফার ঘিরে একটি প্রযুক্তিগত জটিলতা তৈরি হয়েছে, যে কারণে মোহনবাগান সুপার জায়ান্টের ওপর নতুন খেলোয়াড় নিবন্ধনে জাতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। বিষয়টি ফিফার জুডিশিয়াল বডির পরিচালক কর্তৃক প্রেরিত একটি আনুষ্ঠানিক বার্তায় নিশ্চিত করা হয়েছে। তবে ক্লাব সূত্রে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এটি কেবলমাত্র একটি প্রশাসনিক সমস্যা। এর সঙ্গে আর্থিক অনিয়ম বা ফিফার কোনও নীতিমালার লঙ্ঘনের কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন … মোহনবাগানের আঁতুড়ঘর আজ যেন ধ্বংসস্তূপ! শ্যামবাজারের সেন বাড়ির ধ্বংসে হারাতে বসেছে শতাব্দীর ঐতিহ্য
জানা গেছে, সমস্যা সৃষ্টি হয়েছে জেসন কামিন্সের ২০২৩ সালে এ-লিগের সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে মোহনবাগানে যোগদানের সময় ‘ট্রেনিং কম্পেনসেশন’ অর্থাৎ তাঁর প্রাক্তন ক্লাবগুলোর জন্য বরাদ্দ প্রশিক্ষণ ক্ষতিপূরণ ঘিরে। ট্রান্সফারের সময় চুক্তিভিত্তিক মূল ফি ক্লাব পরিশোধ করলেও, ফিফার ক্লিয়ারিং হাউস সিস্টেমে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে প্রশিক্ষণ ক্ষতিপূরণ সময়মতো সম্পূর্ণ পরিশোধ হয়নি—এমনটা ধরা পড়ে।
আরও পড়ুন … উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে! সম্প্রচারে বিভ্রান্তি, ওয়াইড বলের রিভিউ-তে বড় গন্ডগোল
মোহনবাগান সূত্রে জানা গেছে, ক্লাব একাধিকবার ওই অর্থ পরিশোধের চেষ্টা করলেও প্রযুক্তিগত জটিলতার কারণে তা যথাসময়ে কার্যকর হয়নি। এর ফলস্বরূপ, ফিফা সাময়িকভাবে ক্লাবটির ওপর জাতীয় পর্যায়ে নতুন খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা জারি করে। তবে ক্লাব কর্মকর্তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নন এবং সমর্থকদের আশ্বস্ত করেছেন যে এটি খুবই সামান্য সমস্যা এবং দ্রুতই এর সমাধান হবে। এক ক্লাব সূত্র বলেছে, “প্রয়োজনীয় কাগজপত্র ইতোমধ্যেই জমা দেওয়া হয়েছে। আমরা নিশ্চিত, এক সপ্তাহের মধ্যেই এটি মিটে যাবে।"
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—এই নিষেধাজ্ঞার সঙ্গে কোনও আর্থিক দুর্নীতি বা খেলোয়াড় নিবন্ধনে নিয়ম লঙ্ঘনের সম্পর্ক নেই। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো আসন্ন হওয়ায়, ক্লাব দ্রুত সমস্যার সমাধান করে পরবর্তী মরশুমের দল গঠনের পরিকল্পনা অব্যাহত রাখার দিকে মনোযোগ দিচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।