বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ
ফুটবলের মহারণ
ISL-এ টানা ৫ ম্যাচে হার! এরপরেও আশার আলো দেখছেন মহমেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু
3 মিনিটে পড়ুন Updated: 21 Feb 2025, 02:02 PM ISTটানা পাঁচটি ম্যাচে হারল মহমেডান স্পোর্টিং। বৃহস্পতিবার ঘরের মাঠে জামশেদপুর এফসি-র কাছে ০-২ গোলে পরাজিত হল সাদা কালো ব্রিগেড। এই নিয়ে আইএসএল-এ ১৪টা ম্যাচে হারল মহমেডান। তবে এই ব্যর্থতার মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাওয়ার চেষ্টা করছেন দলের কোচ মেহরাজউদ্দিন ওয়াডু।
চাপে IFA! বাংলার সর্বোচ্চ ফুটবল সংস্থার বিরুদ্ধে উঠল শর্ত লঙ্ঘনের অভিযোগ
2 মিনিটে পড়ুন Updated: 21 Feb 2025, 01:00 PM ISTশর্ত লঙ্ঘনের অভিযোগে আইএফএ-কে চিঠি দিল শ্রাচি স্পোর্টস। তাদের দাবি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে আইএফএ। এই অভিযোগ তুলে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থাকে আট পাতার দীর্ঘ চিঠি পাঠাল শ্রাচি। গত বছর রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ-এর সঙ্গে তিন বছরের চুক্তি করেছিল শ্রাচি স্পোর্টস।
ঝুলে রইল কলকাতা লিগ, আইনি পথে ডায়মন্ড হারবার, এখনই চ্যাম্পিয়ন নয় ইস্টবেঙ্গল
1 মিনিটে পড়ুন Updated: 20 Feb 2025, 01:44 PM ISTএখনই কলকাতা লিগ চ্যাম্পিয়ন হচ্ছে না ইস্টবেঙ্গল। আইনি লড়াইয়ে ডায়মন্ড হারবার এফসি। আপাতত কলকাতা লিগের নিষ্পত্তিতে স্থগিতাদেশ দিয়েছে আলিপুর আদালত। ১৯ মার্চ পর্যন্ত বহাল থাকবে এই স্থগিতাদেশ।
আজকের রাশিফল
Kolkata Derby: অবশেষে মোগনবাগানকে হারাল ইস্টবেঙ্গল, লাল-হলুদ জিতল ২-১ গোলে
1 মিনিটে পড়ুন Updated: 19 Feb 2025, 01:16 PM ISTশেষ বার ২০২৪ সালের ২৪ মার্চ ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। রিলায়্যান্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের সেই ম্যাচে ২-০ গোলে তারা হারিয়েছিল মোহনবাগানকে। সেই ম্যাচে লাল-হলুদের হয়ে গোল করেছিলেন সায়ন বন্দ্যোপাধ্যায় ও শ্যামল। এই ম্যাচেও গোল করলেন শ্যামল।
বড়দের মতো দাপট মোহনবাগানের ছোটদের, ১০ গোল AIFF-র জুনিয়র লিগে!
1 মিনিটে পড়ুন Updated: 18 Feb 2025, 12:27 PM ISTAIFF জুনিয়র লিগে দাপট মোহনবাগানের। অনূর্ধ্ব ১৫ স্তরের ম্যাচে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমির বিরুদ্ধে ১০-১ গোলে জিতল সবুজ মেরুন শিবির।
মহমেডান ম্যাচ জিতে রিজার্ভ বেঞ্চের প্রশংসায় ব্রুজো! সেলিস-জিকসনকে নিয়ে ঝুঁকি নয়
2 মিনিটে পড়ুন Updated: 17 Feb 2025, 03:08 PM ISTডার্বি শেষে অস্কার ব্রুজো মহমেডানের লড়াইকে সাধুবাদ জানালেও নিজের দলের রিজার্ভ বেঞ্চ নিয়ে প্রশংসা করে গেলেন। সঙ্গে জানিয়ে দিলেন রিচার্ড সেলিস, জিকসন সিংরা ফিট হয়ে ফিরলে এই দলও আরও ভালো ফুটবল খেলবে। তবে দুজনেরই পেশির চোট থাকায় তাঁদের খেলানো নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় ইস্টবেঙ্গল কোচ।
Serie A-তে জুভেন্তাসের কাছে হারল ইন্টার! জিতল রোমা, হার ফিওরেন্তিনার
1 মিনিটে পড়ুন Updated: 17 Feb 2025, 02:00 PM ISTসেরি এ-র শীর্।স্থানে ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল ইন্টার মিলান। জুভেন্তাসের কাছে ১-০ গোলে হেরে গেল ডিফেন্ডিং চ্য়াম্পিয়নরা। অন্য ম্যাচে জিতল এএস রোমা, হার ফিওরেন্তিনার।
ISL 2024-25: মহমেডানকে ৩ গোল, সুপার সিক্সের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল
2 মিনিটে পড়ুন Updated: 16 Feb 2025, 09:45 PM ISTMohammedan SC vs East Bengal, Indian Super League 2024-25: মহমেডানকে ৩-১ গোলে হারিয়ে ইস্টবেঙ্গলের সুপার সিক্সের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল। তবে সেই অঙ্কটা বড় জটিল। এদিকে টেবলের লাস্টবয় মহমেডান আরও তলানিতে তলিয়ে গেল।
ম্যাঞ্চেস্টার এয়ারপোর্টে রোনাল্ডোর ব্যক্তিগত জেট! আল নাসর ছাড়ছেন CR7?
1 মিনিটে পড়ুন Updated: 16 Feb 2025, 01:17 PM ISTCristiano Ronaldo's private jet: ম্যাঞ্চেস্টার এয়ারপোর্টের রানওয়েতে দেখা গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্যক্তিগত জেট! এরপরেই CR7-কে নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। আসলে এরপরেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন যে রোনাল্ডো হয়তো আল নাসর ছাড়তে পারেন।
‘এবার নজর ওড়িশা ম্যাচে’, বলছেন মোলিনা! চ্যাম্পিয়নদের এমনই খেলা উচিত, বললেন জেমি
1 মিনিটে পড়ুন Updated: 16 Feb 2025, 07:32 AM ISTমোহনবাগানের অজি তারকা জেমি ম্যাকলারেন ম্যাচ শেষে বলছেন, ‘গোল পাচ্ছিলাম বলে চিন্তিত ছিলাম না, জানতাম গোল আসবেই। তবে সময়ের অপেক্ষা করছিলাম। প্রথম গোলটা পেতেই আত্মবিশ্বাস চলে আসে। কামিন্স আজ খুব ভালো পাস বাড়িয়েছে। ’
ওড়িশা ম্যাচ খেলতে নামার আগেই লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বাগান,কোন অঙ্কে?
1 মিনিটে পড়ুন Updated: 15 Feb 2025, 11:32 PM ISTKerala Blasters vs Mohun Bagan SG: এই জয়ের ফলে বাগানের এখন ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট। উল্লেখ্য, শেষ পাঁচটা ম্যাচের মধ্যে চারটেই জয়লাভ করেছে মেরিনার্সরা। আর একটা ম্যাচ ড্র হয়েছে। এদিকে এফসি গোয়ার ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট। এই পরিস্থিতিতে লিগ শিল্ড নিশ্চিত করতে হলে এখনও আরও একটি ম্যাচ মোহনবাগানকে জিততে হবে।
ISL 2024-25: ম্যাকলারেনের জোড়া গোল সঙ্গে অ্যালবার্তোর এক, ৩-০ জিতল মোহনবাগান
2 মিনিটে পড়ুন Updated: 15 Feb 2025, 09:24 PM ISTKerala Blasters vs Mohun Bagan: জেমি ম্যাকলারেনের জোড়া গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। এরপরে মোহনবাগানের হয়ে তৃতীয় গোলটি করেন অ্যালবার্তো রদ্রিগেজ। এই ম্যাচ জিতে ২১ ম্যাচের শেষে ৪৯ পয়েন্ট সংগ্রহ করল মোহনবাগান। ব্লাস্টার্স ২০ ম্যাচ খেলার পরে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে থাকল।
মিনি ডার্বি দলের কাছে মর্যাদার লড়াই- মিনি ডার্বির আগে ব্রুজোর ভোক্যালটনিক
2 মিনিটে পড়ুন Updated: 15 Feb 2025, 07:38 PM ISTEast Bengal vs Mohammedan SC: এই মুহূর্তে ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ১১ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। খুব বেশি হলে তারা হয়তো পয়েন্ট টেবলের আর কয়েক ধাপ উপরে উঠে আসতে পারে। তবে সুপার সিক্সের আর কোনও আশা লাল-হলুদের বেঁচে নেই।
র্যাম্প ওয়াক সন্তোষ ট্রফিজয়ী বাংলার প্লেয়ারদের, সোনার লকেট দিয়ে সংবর্ধনা IFA-র
1 মিনিটে পড়ুন Updated: 15 Feb 2025, 06:07 PM IST𓂃সন্তোষ ট্রফি জয়ী বাংলার দলকে সংবর্ধনা দিল IFA। শুক্রবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সন্তোষ ট্রফি জয়ী বাংলার গোটা দল সহ কোচকে সবর্ধনা প্রদান করে তারা।
মেসি নাকি রোনান্ডো! সেরা কে? জবাব দিলেন CR7 ও LM10-এর প্রাক্তন সতীর্থ দি মারিয়া
3 মিনিটে পড়ুন Updated: 14 Feb 2025, 10:30 PM IST▨Lionel Messi vs Cristiano Ronaldo: আধুনিক ফুটবলে মেসি বনাম রোনান্ডোর দ্বন্দ্বের মধ্যে অ্যাঞ্জেল দি মারিয়ার বড় মন্তব্য। দুই তারকার সঙ্গেই খেলেছিলেন আর্জেন্তিনার এই তারকা ফুটবলার। তিনি নিজের এক কথাতেই বুঝিয়ে দিলেন আধুনিক ফুটবলের সেরা কে?
খেলার মাঠ নাকি যুদ্ধক্ষেত্র, ফুটবল মাঠে বন্দুক প্রদর্শন,পুলিশ হেফাজতে ৫ দুষ্কৃতি
1 মিনিটে পড়ুন Updated: 14 Feb 2025, 03:30 PM ISTএবড়ো-খেবড়ো মাঠে ফুটবল খেলছেন কয়েক জন। পরনে সবুজ জার্সি। বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। কিন্তু তাঁদের হাতে রয়েছে স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল। সেটা নিয়েই ফুটবল চলছে মণিপুরে। আর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়।
ডামাডোল অব্যাহত কলকাতা লিগে, বড় পদক্ষেপের পথে ডায়মন্ড হারবার এফসি
1 মিনিটে পড়ুন Updated: 14 Feb 2025, 11:58 AM IST🍃কলকাতা লিগ নিয়ে সমস্যার শেষ নেই। এখনই ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারবে না আইএফএ। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রেখেছে ডায়মন্ড হারবার এফসিও। শেষ পযন্ত জল কতদূর গড়ায় সেটা এখন দেখার।