শর্ত লঙ্ঘনের অভিযোগে আইএফএ-কে চিঠি দিল শ্রাচি স্পোর্টস। তাদের দাবি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে আইএফএ। এই অভিযোগ তুলে বঙ্গ ফুটবলের নিয়ামক সং꧒স্থাকে আট পাতার দীর্ঘ চিঠি পাঠাল শ্রাচি। গত বছর রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ-এর সঙ্গে তি🐻ন বছরের চুক্তি করেছিল শ্রাচি স্পোর্টস।
এই চুক্তি অনুযায়ী, আইএফএ-র সঙ্গে যৌথভাবে কলকাতা লিগ, আইএফএ শিল্ড ও ফুটসাল লিগ আয়োজনের দায়িত্বে ছিল শ্রাচি। সম্প্রচার স্বত্বও শ্রাচীর হাতে ♉ছিল। তবে এক বছর পূর্ণ হওয়ার আগেই দুই পক্ষের মধ্ಞযে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। বৃহস্পতিবার আইএফএ-কে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছে শ্রাচি।
আরও পড়ুন … ভিডিয়ো: আমি তো মজা করেছিলাম, ও সিরিয়াসলি নি📖ল… বাবরের ধীরগতির ব্যাটিং নিয়ে আক্রমের কটাক্ষ
আইএফএ-র বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ-
শ্রাচির অভিযোগ, নির্দিষ্ট সময়ের এক মাস আগে লিগের প্রতিটি ম্যাচের সূচি ঘোষণা করার কথা থাকলেও তা করা হয়নি। শ্রাচীর সম্প্রচার ব্যবস্থাপনা প্রস্তুত থাকলেও ম্যাচ আয়োজন না হওয়ায় তারা বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এছাড়া⛎ও, বিভিন্ন ক্ষেত্রে আইএফএ-র গাফিলতির অভিযোগ তুলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে সতর্কও করা 𝔉হয়েছে।
এ দিকে আদালত জানিয়ে দিয়েছে এখনই কলকাতা লিগের চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে ন🦩া ইস্টবেঙ্গলকে। ডায়মন্ড হারবারের আবেদনের ভিত্তিতে আলিপুর আদালত আইএফএ-কে নির্দেশ দিয়েছে যে, আগামী ১৯ মার্চ পর্যন্ত কলকাতা লিগের চূড়ান্ত ফলাফল ঘোষণা ꦏকরা যাবে না। এই রায়ের ফলে পুনরায় অনিশ্চয়তার মুখে পড়ল ঘরোয়া লিগের ভবিষ্যৎ।
গত ১৫ ফেব্রুয়ারি কিশোরভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে নামেনি ডায়মন্ড হারবার। তাদের পক্ষ থেকে আগেই আইএফএ-কে জানানো হয়েছিল যে, আই-লিগ টু-এর ম্যাচ থাকার কারণে নির্ধারিত দিনে খেলা সম্ভব নয়। তারা সূচি পরিবর্তন করে অন্য সময়ে ম্যাচ আয়োজনের আবেদন করলেও আইএফএ সেই অনুরোধ গ্রহণ করেনি। ফলে নির্ধারিত দিনে ইস্টবেঙ্গল মাঠে নামলেও, ডায়মন্ড হারবার অনুপস্থিত ছিল। এক💯ই কারণে মঙ্গলবার মহমেডানের সঙ্গেও নির্ধারিত ম্যাচ খেলতে নামেনি ডায়মন্ড হারবার এফসি।
আইএফএ-র সিদ্ধান্ত ও আদালতের হস্তক্ষেপ
এই দুটি ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণের জন্য ২০ ফেব্রুয়ারি আই🍎এফএ-র লিগ সাব-কমিটির বৈঠক ডাকেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। সেই বৈঠকেই এই দুটি ম্যাচ এবং পুরো লিগের ভাগ্য চূড়ান্ত হওয়ার কথা ছিল। তবে, ডায়মন্ড হারবার আইএফএ-র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং আলিপুর আদালতে আবেদন জানায়।
ডায়মন্ড হারবারের পক্ষ থেকে আদালতে দাবি করা হয় যে, তাদের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য যথাযথ প্রস্তুতির সময় দেওয়া হয়নি। আদাল🐲ত প্রাথমিকভাবে এই অভিযোগ খতিয়ে দেখে লিগের চূড়ান্ত ফল ঘোষণায় স্থগিতাদেশ জারি করেছে। আলিপুর আদালতের বিচারক পর্যবেক্ষণ করেছেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, ডায়মন্ড হারবারকে ম্যাচ খেলার জন্য উপযুক্ত সুযোগ দ🅷েওয়া হয়নি, যা তাদের অংশগ্রহণের অধিকার ক্ষুণ্ন করেছে।’ এ বিষয়ে আদালত সমস্ত পক্ষকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে ১৯ মার্চের আগে কলকাতা লিগের বিষয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়ার আদেশও দেওয়া হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।