𝓡 সম্প্রতি দুবাইয়ে নিজের ভাগ্নে অয়ন অগ্নিহোত্রীর গানের লঞ্চে হাজির ছিলেন সলমন খান। আয়ান সলমনের বোন আলভিরা অগ্নিহোত্রীর ছেলে। গানের লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমানের মা সালমা খান (সুশীলা চড়ক) ও সৎ মা হেলেন। আর যেভাবে ভাইজান তাঁর দুই মাকেই ভরালেন আদরে, তা মন জিতল নেটিজেনদের।
দুই মা-কে চুমু খেলেন সলমন খান:
ౠঅনুষ্ঠানে পৌঁছেই দেখা যায় সলমন এগিয়ে যায় তাঁর মা সালমা-র দিকে। আর মাকে চুমু খান। সালমাও আদর করে চুমু দেন ছেলেকে। আর গোটা ব্যাপারটা বেশ আনন্দ নিয়ে দেখছিলেন হেলেন। তাঁর মুখে গোটা সময়টায় লেগেছিল মিষ্টি হাসি। এরপর দেখা যায়, একইভাবে হেলেনকেও চুমু দেন সলমন। অনুষ্ঠানে পাশাপাশিই বসেছিলেন সালমা আর হেলেন।
দেখুন সেই মিষ্টি ভিডিয়ো-
নেটপাড়ার প্রতিক্রিয়া:
💫সলমন খানের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এত মিষ্টি একটা মুহূর্ত মন কেড়েছে সকলেরই। এমনিতেই পরিবার অন্তপ্রাণ সলন। ৬০-এর দোরগোড়ায় পৌঁছেও, বিয়ে করেননি এখনও। যে কোনো অনুষ্ঠানেই বলিউডের সুপারস্টারকে ঘিরে থাকে তার পরিবার।
🤪এক নেটিজেন মন্তব্য করলেন, ‘সলমন অতুলনীয়। এই ছেলেটা আলাদা ধাতুতে তৈরি আসলে।’ আরেকজন লেখেন, ‘তুমি যতবড় তারকাই হও, মা-বাবা সবার আগে’। তৃতীয়জনের মন্তব্য, ‘ভালো লাগল সালমা-র পাশাপাশি নিঃসন্তান হেলেনকেও আদর করলেন সলমন। ও সত্যিই সেরা।’
সেলিম-সালমা-হেলেন
ꦍসেলিমকে ১৯৬৪ সালে বিয়ের পর নিজের নাম পরিবর্তন করে সালমা রাখেন সুশীলা। জন্মসূত্রে তিনি হিন্দু। এরপর একে একে তাঁদের চার সন্তানেরও জন্ম হয়। সলমন, আরবাজ, সোহেল ও মেয়ে আলভিরা। তাঁরা দত্তক নেন অর্পিতাকে।
ꦐএরপরই সেলিমের জীবনে আসেন হেলেন। ভালোবেসে ফেলেন তাঁরা একে-অপরকে। তবে প্রথম স্ত্রী বা পরিবারকে ছাড়ার কথা ভাবেননি সেলিম। ১৯৮১ সালে বলিউড অভিনেত্রী তথা নৃত্য়শিল্পী হেলেনকে বিয়ে করেন চার সন্তানের বাবা সেলিম খান। বড় ছেলে সলমনের বয়স তখন ১৬। স্বভাবতই প্রথমটা মেনে নিতে পারেননি তাঁর সন্তানরা। বেশ কয়েকমাস কথাও বন্ধ ছিল সেলিমের সঙ্গে সালমা-সহ তাঁর চার সন্তানের। পরে ধীরে ধীরে সবটা স্বাভাবিক করে নেন সকলে। সেলিম সেইসময় তাঁর সন্তানদের বলেছিলেন, ‘তোমরা হয়ত তোমাদের মায়ের জায়গা বা ওই রকম ভালোবাসা হেলেনকে দিতে পারবে না। তবে মায়ের মতো সম্মানটা দিও, ওটাই যথেষ্ট’।
꧒বাবার কথার নড়চড় করেননি সলমন কখনো। সম্মান কেন, ভালোবাসাতেও নেই কোনো ঘাটতি। বহু পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে থাকেন সালমা ও হেলেন। সলমনকে বহুবার দুই মায়ের মধ্যমণি হয়ে থাকতে দেখা যায়। নিজের কোনো সন্তান থাকার পরেও, সন্তান সুখ পেয়েছেন বলিউডের একসময়কার সেনসেশনাল ডান্সার হেলেন।