লখনউ সুপার জায়ান্টস যে প্রত্যাশা নিয়ে ঋষভ পন্তকে রেকর্ড টাকার অঙ্কে বিড করে অধিনায়ক বানিয়েছিলেন, সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ তিনি। টানা তৃতীয় ম্যাচে ফ্লপ ২৭ কোটির পন্ত। নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শূন্য করেছিলেন, এর পর দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর সংগ্রহ ছিল ১৫। আর মঙ্গলবার ঘরের মাঠে একানাতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনি করেন মাত্র ২ রান। তাঁর ব্যর্থতার ছোঁয়া লে🦂গেছে টিমেও। এদিন পঞ্জাবের কাছে ৮ উইকেটে লজ্জাজনক ভাবে হেরে যায় লখনউ ꦫসুপার জায়ান্টস।
আর্শদীপের দুর্দান্ত বোলিং এবং প্রভাসিমরনের বিস্ফোরক ব্যাটিংয়ের সঙ্গে, অধিনায়ক শ্রেয়স আইয়ারের বিচক্ষণতা ও দুরন্ত ব্যাটিং-ই পঞ্জাবকে আট উইকেটে সহজ জয় এনে দেয়। পঞ্জাব টানা তাদের দ্বিতীয় ম্যাচ জিতল। এদিকে তিনটি ম্যাচের মধ্যে লখনউ মাত্র একটিত♎ে জিতেছে। বাকি ২টি ম্যাচই হেরেছে। এদিনের হারের পর একগুচ্ছ অজুহাত দিলেন ঋষভ পন্ত।
আরও পড়ুন: পন্তের ব্যর্থতার দিনে শ্রেয়সদের তান্ডব, ২২ বল বাকি থাকꦗতে ৮ উইকেটে সহজ জয় পঞ্জাবের
পন্ত তাঁর ভুল স্বীকার করেছেন
লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্ত ম্যাচের পর নিজের ভুল স্বীকার করে বলেছেন, একানা স্টেডিয়ামে ১৭১ রানের স্কোর যথেষ𒁏্ট ছিল না। তিনি আরও বলেন, আপনি যখন প্রথম দিকে উইকেট হারান, তখন বড় স্কোর করা কঠিন হয়ে পড়ে। পন্তের দাবি, ‘এই স্কোর যথেষ্ট ছিল না। আমরা ২০-২৫ রান কম করেছিলাম। তবে এটা 💯খেলারই অংশ।’
হোম ম্যাচেও পরিস্থিতি মূল্যায়নে ব্যর্থতা
ঘরের মাঠ হলেও, এখনও লখনউয়ের🔯 হাওয়া বুঝে ওঠেননি পন্ত। নিজেই সেকথা স্বীকার করেছেন। তবে শ্রেয়স আইয়ার কিন্তু পুরো হিসেব করেই লখনউকে হারিয়েছেন। যদিও এটি পঞ্জাব কিংসের অ্যাওয়ে ম্যাচ ছিল। যাইহোক পন্তের দাবি, ‘এটি আমাদের প্রথম হোম ম্যাচ ছিল। তাই আমরা এখনও পরিস্থিতির মূল্যায়ন করছি। শুরুতে উইকেট হারালে বড় স্কোর করা কঠিন। আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, তবে প্রতিটি খেলোয়াড়ই নিজেদের সবটা দিয়ে লড়াই করেছেন।’
স্লো পিচের সুবিধে নিতে গিয়ে, চাপে পড়ল লখনউ
লখনউয়ের উইকেটে শুরুতে ব্যাট করতে সমস্যায় পড়েছিলেন দলের ব্যাটাররা। বল উইকেটে পড়ে মাঝে মাঝে থমকে যাচ্ছিল। বাউন্সও খানিকটা বেশি ছিল। ফলে ব্যাটে-বলে হচ্ছিল না। তাই ঘরের মাঠে সুবিধে নিতে গিয়ে উল্টে বাঁশ হয়েছে লখনউয়ের। পন্ত বলেছেন, ‘আমরা ধীরগতির উইকেট করতেই চেয়েছিলাম। আসলে এটি হোম ম্যাচ ছিল। তাই চেয়েছিলাম, কিছুটা স্লো পিচ করতে। আমরা ব্যাট করতে নামলে বল কিছুটা থেমে আসছিল। তবে আমরাও ভালো খেলতে পারিনি। এর থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। অবশ্যই অনেক ইতিবাচক দিকও আছে। টুর্নামেন্টের শুরু সবে। এখনও সবটা সামলে নেওয়ার সময় আছে।༒ আশা করি, আমরা ঘুরে💝 দাঁড়াব।’