লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলতে যা বোঝায়, শ্রেয়স আইয়ার ঠিক সেটাই করছেন। তিনি দায়িত্ব নিয়ে প্রতিটা ম্যাচে পঞ্জাব কিংসকে জেতাচ্ছেন। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের🍒 বির🦋ুদ্ধে অপরাজিত থেকে দুরন্ত হাফসেঞ্চুরি করে মাঠ ছাড়েন পঞ্জাব কিংসের অধিনায়ক। এদিন ২২ বল বাকি থাকতে ৮ উইকেটে ঋষভ পন্তদের বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নেয় পঞ্জাব।
ঘরের মাঠে ম্যাচ ছিল লখনꦓউয়ের। কিন্তু ব্যাটে, বলে তারা চূড়ান্ত হতাশ করলেন। বরং পন্তদের ডেরায় গিয়ে তান্ডব চালালেন শ্রেয়সরা। কারা ঘরের মাঠে খেলল, সেটাই বোঝা দায় হয়েছিল! এদিন প্রথমে পঞ্জাবের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করেন। যার ফলে নির্দিষ্ট ২০ ওভারে লখনউয়ের ইনিংস থেমে যায় ৭ উইকেটꩵ হারিয়ে ১৭১ রানে। রান তাড়া করতে নেমে ১৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৭ রান করে ফেলে পঞ্জাব কিংস। ২২ বল বাকি থাকতে ৮ উইকেটে সহজ জয় ছিনিয়ে নেয় তারা।
এলএসজি ওপেনাররা নিরাশ করলেন
মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটাই খুবই খারাপ করে লখনউ। গত দুই ম্যাচে রান করা মিচেল মার্শকে প্রথম ওভারেই আউট করেন অর্শদীপ সিং। গোল্ডেন ডাক করে ফেরেন তিনি। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন এডেন মার্করাম ও নিকোলাস পুরান। দ্রুত স্কোরবোর্ডে রান যোগ করছ▨িলেন তাঁরা। খারাপ খেলছিলেন না মার্করামও। কিন্তু ১টি ছক্কা এবং ৪টি চারের সৌজন্যে ১৮ বলে ২৮ রান করে লকি ফার্গুসনের বলে বোল্ড হন মার্করাম। তখন ৩𝓀.৫ ওভারে লখনউয়ের সংগ্রহ সবে ৩২ রান। তার মধ্যেই পড়ে যায় ২ উইকেট।
ফের ব্যর্থ পন্ত
আইপিএল ২০২৫-এ টানা তিন ম্যাচে ব্যর্থ ঋষভ পন্ত। আরও এক বার দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হলেন তিনি। লখনউ সুপার জায়ান্টসের ২ উইকেটে পতনের পর ক্রিজে আসেন ২৭ কোটির ঋষভ পন্ত। লখনউ আশা করেছিল, অধিনায়ক দলের দায়িত্ব নেবেন, কিন্তু সেটা হয়নি। পন্ত ক্রিজে আসার সঙ্গে সঙ্গে পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার একটি চমকপ্রদ পদক্ষেপ নেন। অফ-স্পিনার গ্লেন ম্যাক্সওয়েলের হাতে বল তুলে দেন তিনি। তখন সবে পাওয়ার প্লে-র পঞ্চম ওভার চলছিল। গ্লেন ম্📖যাক্সওয়েল ক্রমাগত পন্তকে সমস্যায় ফেলেন এবং তার পরে পঞ্চম বলে, এই খেলোয়াড় একটি বড় স্ট্রোক খেলার চেষ্টা করেন। আর শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে থাকা যুজবেন্দ্র চাহালের হাতে একটি সহজ ক্যাচ তুলে দেন। ৫ বল খেলে করেন মাত্র ২ রান।
আরও পড়ুন: 'রাহুলের নামেও ৭টি অক্ষর', DC-র বাসের নীচে লেখা দেখেই নেটপাড়া বলল ধোনি☂কে খোঁচা?
লখনউকে টানলেন পুরান এবং বাদোনি
খারাপ সময়ে, লখনউকে ভরসা জোগালেন নিকোলাস পুরান ও আয়ুষ বাদোনি। পুরানকে দেখে মনে হচ্ছিল, আগের ম্যাচের ছন্দই যেন ধরে রেখেছেন। দ্রুত রান তোলার লক্ষ্যেই নেমেছিলেন তিনি। ৩০ বলে ৪৪ রান করেন পুরান। তাঁর ইনিংস সাজানো ছিল ২টি ছক্কা এবং পাঁচটি চারে। পুরানকে ফেরান চাহাল। এতে আরও চাপ বাড়ে লখনউয়ের উপর। বাদোনি অবশ্য লড়াই চালাচ্ছিলেন। কিন্তু তাঁকে সঙ্গত করার কেউ ছিলেন না। রꦿান পাননি লখনউয়ের আর এক বিদেশি ডেভিড মিলারও। ১৮ বলে ১৯ রান করে ফেরেন তিনি। মিলারের পরেই সাজঘরে ফেরেন বাদোনিও। তিনি তিনটি ছয় এবং ১টি চারের সৌজন্যে ৩৩ বলে ৪১ করে আউট হন। তবে বাদোনির জন্যই ১৫০ রানের গণ্ডি টপকায় লখনউ।
সাতে নেমে আব্দুল সামাদ ১২ বলে ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। মারেন ২টি করে চার এবং ছয়। ডেথ ওভারে বড় শট মারতে থাকেন সামাদ। আর জম্মু-কাশ্মীরের তারকার জন্যই অর্শদ🐠ীপের এক ওভারে আসে ২০ রান। শেষ পর্যন্ত ২০ 𝔉ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে লখনউ। পঞ্জাবের হয়ে আর্শদীপ ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন লকি ফার্গুসন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো জানসেন, যুজবেন্দ্র চাহাল।
আরও পড়ুন: ধোনির সঙ্গে ছব💃ি দিয়ে তিন শব্দের পোস্ট… নেটপাড়ায় চাঞ্চল্য ছড়ালেন জাদেজা
প্রভসিমরন, শ্রেয়সদের দাপটে সহজ জয় পঞ্জাবের
১৭২ রান তাড়া করতে নেমে শুরুতেই অবশ্য ধাক্কা খেয়েছিল পঞ্জাব কিংস। ২.৫ ওভারে প্রিয়াংশ আর্যকে সাজঘরে ফেরান দিগ্বেশ রাঠি। ৯ বলে তিনি ৮ করে সাজঘরে ফেরেন। তবে দ্বিতীয় উইকেটে ৪৪ বলে তারা করে ৮৪ রান। ৩৪ বলে ৬৯ রানের দুরন্ত𝔉 একটি ইনিংস খেলেন প্রভসিমরন সিং। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি ছক্কা এবং ন'টি চারে। প্রভসিমরনকেও ফেরান দিগ্বেশ সিং। কিন্তু এর পরেই নেহাল ওয়াধেরাকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন শ্রেয়স আইয়ার। শ্রেয়স চারটি ছয় এবং তিনটি চারের হাত ধরে ৩০ বলে ৫২ করে অপরাজিত থাকেন। আব্দুল সামাদকে ছক্কা মেরে তিনি নিজের হাফসেঞ্চুরি পূরণের পাশাপাশি দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। চারটি ছয় এবং তিনটি চারের সৌজন্যে ২৫ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন ওয়াধেরা।