আইপিএল ২০২৫-এ চেন্নাই সুপার কিংস জয় দিয়ে মরশুম শুরু করলেও, তার পরেই হয়েছে ছন্দপতন। পরপর দুই ম্যাচ হেরেছে তারা। বিশেষ করে তারা তাদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হতাশাজনক ভাবে ৬ রানে হেরেছে। রবীন্দ্র জাদেজা এবং এমএস ধোনি ক্রিজে থাকা সত্ত্বেও, শেষ ওভারে সিএসকে ২০ রান তুলতে ব্যরꦏ্থ। ধোনি তো শেষ ওভারের প্রথম বলেই আউট হয়ে গিয়ে দলকে ডোবান।
স্বভাবতই ফিনিশার ধোনিকে নিয়েও প্রশ🀅্ন উঠে গিয়েছে। ধোনির পারফরম্যান্সে হতাশ চেন্নাই টিমের সমর্থকেরাই। তাঁরা কেউই আর ধোনিকে টিমে চাইছেন না। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্র জাদেজার একটি বিশেষ পোস্ট বেশ অর্থবাহী। তিনি ধোনিকে নিজেই তিন শব্দের একটি পোস্ট করেছেন।
আরও পড়ুন: স্টার্কের দাপটে ঢাকা পড়ে গেল হায়দরাবাদের অনামী জেসন আনসারির মরিয়া লড়া🎐ই, ৭ উইকেটে সহজ জয় দিল্লির
জাদেজার পোস্ট ভাইরাল হয়েছে
গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের একদিন পরে এমএস ধোনির সঙ্গে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে স্টোরিতে শেয়ার করেছেন রবীন্দ্র জাদেজা। সঙ্গে তিনি লিখেছেন, ‘পরিস্থিতির বদল হবে।’ আসলে জাড্ডু বলতে চেয়েছেন, সিএসকে আবার জয়ে ফিরবে। এবং ধোনি বা তাঁকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, সেটাও বন্ধ হবে। তাঁরাও আবার প্রত্যাবর্তন করবেন। সিএসকে এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র একটি জয় পেয়েছে। তাদের পরবর্তী ম্যাচ ৫ এপ্রি📖ল দিল্লি ক🍒্যাপিটালসের বিরুদ্ধে। দিল্লির বিজয়রথ ধোনিরা থামাতে পারেন কিনা, সেটাই দেখার!

ধোনির উপর ক্ষুব্ধ সিএসকে সমর্থকেরাই
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জিততে হলে শেষ ওভারে চেন্নাই সুপার🏅 কিংসকে করতে হত ২০ রান। স্ট্রাইকে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। উল্টোদিকে ছিলেন রবীন্দ্র জাদেজা। টি২০ ক্রিকেটে এই রান করা অসম্ভব কিছু ন꧂য়। বল করতে এসেছিলেন সন্দীপ শর্মা। সিএসকে সমর্থকেরা আশায় ছিলেন, ধোনি দলকে জিতিয়েই মাঠ ছাড়বেন! কিন্তু কোথায় কী। প্রথম বলেই আউট হয়ে যান ধোনি। আর এর পরেই বিস্ফোরণ ঘটে ক্ষোভের।
ম্যাচটি শেষ পর্যন্ত ৬ রানে হেরে যায় চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালসের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, সিএসকে-র ব্যাটাররা ﷺহতাশ করেন। তবে সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় হাফসেঞ্চুরি দলকে লড়াইয়ে ফেরাতে চেয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। তিনি আউট হওয়ার পর ধোনি সাতে নামলেও, দলকে জেতাতে ব্যর্থ হন। একটি করে চার এবং ছয়ের হাত ধরে ১১ বলে ১৬ করে ধোনি শেষ ওভারের প্রথম বলে আউট হয়ে যান।