সানরাইজার্স হায়দরাবাদ ২০২৫ আইপিএলে যতটা ধামাকা পারফরম্যান্স দিয়ে শুরু করেছিল, ততটাই এখন ল্যাজেগোবরে হচ্ছে। এবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ২৮৬ রানের পাহাড় গড়ে, দাপটের সঙ্গে জিতেছিল। কিন্তু এর পরেই ছন্দপতন। পরপর দুই ম্যাচ হেরে বেশ চাপে হায়দরাবাদ। রবিবার ভাইজ্যাগে দিল্লি ক্যাপিটালসের কাছে সাত উইকেটে পরাজিত হন প্যাট কামিন্সরা। এর আগে লখনউ সুপারজায়ান্টসের কাছে হেরেছিল হায়দরাবাদ। 𝔉টানা দ্বিতীয় ম্যাচে হারের পর হতাশ সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামি🏅ন্স। এই ম্যাচে দল কোথায় ভুল করেছে বলে দিয়েছেন তিনি।
কী ভুল করেছে হায়দরাবাদ, ধরিয়ে দিলেন কামিন্স
কামিন্স নিজে হতাশ হলেꦫও, দলকে উজ্জ্বীবিত করতে এই ম্যাচে হারের পর প্লেয়ারদের বিচলিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তবে দলের ভুলটাও ধরিয়ে দিয়েছেন তিনি। কামিন্স বলেছেন, ‘আমরা বড় স্কোর করতে পারিনি। কিছু শট খারাপ ছিল কিন্তু এই ফরম্যাটে এটা স্বাভাবিক। শেষ দুই ম্যাচে অনেক কি🏅ছু করা যেত। কিন্তু কোনও কিছুই আমাদের পক্ষে যায়নি। আমরা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে, ঘুরে দাঁড়ানোর জন্য আরও কিছু বিকল্পের কথা ভাবতে পারি।’
আরও পড়ুন: স্টার্কের দাপটে ঢাকা পড়ে গেল হায়দরাবাদের অনামী জেসন আনসারির মরিয়া লড়াই, ৭ উইকেটে সহজ জয় দিল্লꩵির
অনিকেতকে নিয়ে উচ্ছ্বাস
তবে অনিকেত বর্মার কথা আলাদা ভাবে বলেছেন কামিন্স। এদিন অনিকেত ৪১ বলে ৭৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর এই রানের সৌজন্যেই ১৬৩ রানে পৌঁছয় সানরাইজার্স হায়দরাবাদ। তা না হলে আরও খারাপ দশা হত তাদের। কামিন্স বলেছেন, ‘অনিকেত আমাদের হয়ে ভাল⛦ো স্কোর করেছে। ꦇটুর্নামেন্টে খেলতে নামার আগে সবাই ওকে দেখে খুব মুগ্ধ হয়েছিল, ও অসাধারণ ছিল। ও যেভাবে জিনিসগুলি (নেট সেশন এবং অনুশীলন গেমের সময়) পরিচালনা করেছিল, তা চিত্তাকর্ষক ছিল।’
‘এখনই চিন্তা করার সময় আসেনি’
হারের পর কামিন্স অবশ্য দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘২টি ম্যাচ হেরেই বাড়তি চিন্তা করাটা ঠিক হবে না। আশা করছি, আমরা ছন্দে ফিরব। আমাদের কিছু বিꦬকল্প বিবেচনা করতে হবে। হয়তো একটি বা দু'টি বদল দরকার এবং ফলাফল আমাদের পক্ষে হবে। সামগ্রিক ভাবে খেলোয়াড়রা দেখিয়েছে, তারা কী করতে পারে। খুব বেশি পরিবর্তনের প্রয়োজন নেই।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘আপনা𝔍কে সব সময়ে ভালো পারফর্ম করতে হবে। ক🌸োনও ম্যাচকে হাল্কা ভাবে নিতে পারব না। দশটি ভালো দল খেলছে এবং আমাদের কৌশলের উপর আরও ফোকাস করতে হবে।’
হারল হায়দরাবাদ
টস জিতে প্রথমে ব্যাট করার 💜সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু ব্যাট করতে নেমে, মিচেল স্টার্কের দাপটে এদিন পুরো ২০ ওভারও খেলতে পারেনি হায়দরাবাদ। ১৮.৪ ওভারে ১৬৩ রানে অলআউট হয়ে যায় তারা। অনিকেত বর্মার ৪১ বলে ৭৪ রা🍌নের দুরন্ত ইনিংসটিই বড় পুঁজি ছিল এসআরএইচের। এছাড়া ১২ বলে ২২ করেন ট্র্যাভিস হেড। ১৯ বলে ৩২ করেন হেনরিখ ক্লাসেন। বাকিরা কেউ এক অঙ্কের গণ্ডি টপকাতে পারেননি। দিল্লির হয়ে ৫ উইকেট একাই তুলে নেন স্টার্ক। কুলদীপ নেন ৩ উইকেট।
আরও পড়ুন: এই নিয়ে ছ'বার ট্র্যাভিস হেডকে আউট করলেন, হল নজির, সঙ্﷽গে ৫ উইকেট নিয়েও বড় রেকর্ড স্টার্কের
জবাবে রান তাড়া করতে নেমে ২৪ বল বাকি থাকতে, ৭ উইকেটে সহজ জয় ছিনিয়ে নেয় দিল্লি ক্যাপিটালস। তারা ১৬ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১৬৬ রান করে ফেলে। দিল্লির হয়ে সর্বোচ্চ রান করেন ফ্যাফ ডু'প্লেসি। ২৭ বলে ৫০ করেন তিনি। এছাড়া ৩২ বলে ৩৮ করেছেন জ্যার ফ্রেজার-ম্যাকগার্ক। ১৮ বলে অপরাজিত ৩৪ করেছেন অভিষেক 🐽পোড়েল। ১৪ বলে ২১ করে অপরাজিত থাকেন ত্রিস্তান স্টাবস। হায়দরাবাদের হয়ে একাই তিন উইকেট নিয়েছেন জেসর আনসারি।