Delhi capitals
সেরা খবর
সেরা ভিডিয়ো

অসহায় আ♊ত্মসমর্পণ বললেও কম বলা হবে। দিল্লি ক্যাপিটালসের কাছে যেভাবে একতরফা হার মানে কলকাতা নাইট রাইডার্স, তাতে তাদের দুর্বলতা বড্ড বেশি করে ধরা পড়ে।
এমনিতেই ধারাবাহিকতার নিরিখে আইপিএল ২০২১-এর শুরু থেকে কলকাতাকে কয়েক যোজন পিছনে ফেলে ꧃দিয়েছেন ঋষভ পন্তরা। কেকেআরের বিরুদ্ধেও সেই ধারাবাহিকতা বজায় রাখে দিল্লি।
আমদাবাদের নরেন্দ্র মো🀅দী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে কলকাতা কোনও রকমে দেড়শো রানের গণ্ডি টপকায়। রাসেলের ২৭ বলে অপরাজিত ৪৫ রানে ভর করে কলকাতা ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৪ রান তোলে। শুভমন গিল করেন 😼৩৮ বলে ৪৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই ধ্বংসলীলা চালান পৃথ্বী শ। প্রথম ওভার🔥েই শিবম মাভিকে ৬টি চার মারেন তিনি। শেষমেশ ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৮২ রান করে আউট হন পৃথ্বী। ধাওয়ান করেন ৪৬ রান। দিল্লি ১৬.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ম্যাচের সেরা হন পৃথ্বী।
সেরা ছবি

- WPL 2025 Points Table Updates: দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়র্জ, চলতি উইমেন্স প্রিমিয়র লিগের ষষ্ঠ লিগ ম্যাচের শেষে দেখে নিন পয়েন্ট তালিকায় কোন দল কত নম্বরে রয়েছে।





