🃏 গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ডব্লিউপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচেই ইতিহাস গড়ে আরসিবি। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার ২০০-র বেশি রান তাড়া করে জয় তুলে নেন স্মৃতি মন্ধনারা। এবার নিজেদের দ্বিতীয় লিগ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হেলায় হারাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ℱসোমবার ভদোদরায় ডব্লিউপিএল ২০২৫-এর চতুর্থ লিগ ম্যাচে সম্মুখসমরে নামে স্মৃতি মন্ধনার আরসিবি ও মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে দিল্লি। তারা একসময় ১ উইকেটে ৬০ রান তুলে ফেলে। তবে তার পরেই ধারাবিহকভাবে উইকেট খোয়াতে থাকে ক্যাপিটালস।
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚশেষমেশ ১৯.৩ ওভারে ১৪১ রানে অল-আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। তিন নম্বরে ব্যাট করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ৩৪ রান করেন জেমিমা রডরিগেজ। ২২ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন।
🅷আরও পড়ুন:- ICC Awards: বর্ষসেরার পুরস্কার হাতে পেলেন রোহিতরা, জোড়া স্বীকৃতি আর্শদীপের
ꦓ১৯ বলে ২৩ রান করেন উইকেটকিপার সারা ব্রাইস। তিনি ২টি চার মারেন। ১৩ বলে ১৯ রান করেন অ্যানাবেল সাদারল্যান্ড। তিনি ১টি ছক্কা মারেন। ১৯ বলে ১৭ রান করেন ক্যাপ্টেন মেগ ল্যানিং। তিনি ৩টি চার মারেন। মারিজান কাপ ১২, শিখা পান্ডে ১৪, মিন্নু মনি ৫, অরুন্ধতী রেড্ডি ৪ ও জেস জোনাসেন ১ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি শেফালি বর্মা ও রাধা যাদব।
🔜আরসিবির হয়ে ৪ ওভারে ২৩ রান খরচ করে ৩টি উইকেট নেন রেনুকা সিং ঠাকুর। ৪ ওভারে ২৫ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন জর্জিয়া ওয়ারহ্যাম। ১৯ রানে ২টি উইকেট নেন কিম গার্থ। ৩৫ রানে ২টি উইকেট নেন একতা বিস্ট।
ꦰআরও পড়ুন:- সচিন নন, সেহওয়াগের মতে ODI-এর সর্বকালের সেরা কোহলি, সেরা পাঁচে নেই রোহিত শর্মা
ঝোড়ো হাফ-সেঞ্চুরি স্মৃতি মন্ধনার
ღপালটা ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৬.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪৬ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২২ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে আরসিবি। মারকাটারি হাফ-সেঞ্চুরি করেন ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা। তিনি ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকান। শেষমেশ ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন মন্ধনা।
ও৩৩ বলে ৪২ রানের দাপুটে ইনিংস খেলেন ড্যানি ওয়াট। তিনি ৭টি চার মারেন। এলিস পেরি ১৩ বলে ৭ রান করে নট-আউট থাকেন। ৫ বলে ১১ রান করে নট-আউট থাকেন রিচা ঘোষ। ১টি চার ও ১টি ছক্কা মারেন রিচা।
🦋দিল্লির হয়ে ৪ ওভারে ২৭ রান খরচ করে ১টি উইকেট নেন শিখা পান্ডে। ২৫ রান খরচ করে ১টি উইকেট নেন অরুন্ধতী রেড্ডি। ম্যাচের সেরা হন রেনুকা।