আইপিএল ২০২৫-এ দুর্দান্ত শুরু করেছে আরসিবি। এর মাঝেই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো সকলের নজর কেড়েছে। আসলে কোহল✱ির ডিনার পার্টিতে প্রবেশ করলেন ধোনির ভক্ত! কোহলির সামনে CSK ভক্তের উপস্থিতি দেখে তিনিও চমকে গেলেন।
আইপিএল ২০২৫-এ দুর্দান্ত সূচনা কর♒েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। এই দুর্দান্ত পারফরম্যান্স♒ উদযাপন করতে, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি বেঙ্গালুরুতে তার নিজস্ব রেস্তোরাঁয় পুরো দলকে নিয়ে একটি ডিনার পার্টির আয়োজন করেছিলেন। তবে সেখানে গিয়ে তিনি এক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হন। একজন সমর্থক চেন্নাই সুপার কিংসের (সিএসকে) জার্সি পরে RCB-র ডিনার পার্টিতে উপস্থিত হন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 🦩হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, কোহলি যখন রেস্তোরাঁয় প্রবেশ করেন, তখনই তিনি সিএসকে জার🌞্সি পরা এক ভক্তকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই তিনি ওই ভক্তের দিকে ইঙ্গিত করেন। কোহলির প্রতিক্রিয়া দেখে সকলেই হাসিতে ফেটে পড়েন, আর ওই সমর্থক লজ্জায় শুধু মৃদু হেসে ফেলেন।
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন … ইন্টারꦛ মায়ামির ম্যাচে আর মাঠে থাকতে পারবেন না লিওনেল মেসির দেহরক্ষী! ইয়াসিন চুয়েকোকে নিষিদ্ধ করল MLS
টানা দুই জয়, টেবিলের শীর্ষে আরসিবি
নতুন💯 অধিনায়ক রজত পতিদারের নেতৃত্বে আইপিএলের ১৮তম আ💫সরে দুর্দান্ত সূচনা করেছে আরসিবি। তারা প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে পরাজিত করেছে। এরপর চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ১৭ বছর পর সিএসকের বিরুদ্ধে প্রথম জয় তুলে নিয়েছে।
আরও পড়ুন … IPL 2025: ক্ষমা চাইলেন ﷺKKR-এর তরুণ তারকা! MI-র কাছে হারের পরে ভক্তদের জন্য লিখলেন বিশেষবার্তা
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ফ্র্যাঞ্চাইজির ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এটি শুধুমাত্র টুর্নামেন্টের শুরু, সামনে এখনও অনেক পথ বাকি। তবে রজতের কাছ থেকে এমন শুরু 🐟আমাদের জন্য দারুণ ছিল। সে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। একজন নেতার জন্য এটি গুরুত্বপূর্ণ যে, সে যেভাবে খেলতে চায় তা নিজের পারফরম্যান্সের মাধ্যমে দেখাক, আর রজত সেটাই করছে। আমি এই সম্পর্ক গড়ে তোলার মুহূর্তটি উপভোগ করছি। আশাꦑ করি, সেও একইভাবে উপভোগ করছে।’
আরও পড়ুন … IPL♊ 2025: হার্দিকের ম্যাগি গল্প কীভাবে বদলে দিয়েছিল SRH 🥀তারকার জীবন? প্রকাশ্যে অনিকেত বর্মার অতীত
দুই সপ্তাহ সফরে থাকার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অবশেষে নিজেদের হোমগ্রাউন্ডে ফিরেছে। বুধবার তারা এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাঠে নামবে। কেকেআর ও সিএসকের বিরুদ্ধে জয়ে আরসিবির বোলারদের ভূমিকা ছিল অসাধারণ। তবে চিন্নাস্বামী স্টেডিয়ামে তাদের জন্য অপেক্ষা করছে এক ভিন্ন চ্যালেঞ্জ। এই মাঠ বরাবরই ব্♒যাটসম্যানদের স্বর্গ হিসেবে পরিচিত। ছোট বাউন্ডারি ও দ্রুতগতির আউটফিল্ড বোলারদের জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠে। তবে আরসিবি বিশ্বাস করছে, তাদের দলে এমন দুজন বোলার আছেন যারা এই চ্যালেঞ্জ সামলাতে সক্ষম। জোশ হেজেলউড ও ভুবনেশ্বর কুমারকে নিয়ে অঙ্ক তৈরি করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।