সোনালি বোস পরিচালি♉ত ওয়েব সিরিজ জিদ্দি গার্লস আর কিছুদিনের মধ্যেই দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিয়োয়। কিন্তু এই সিরিজে মারিন্দা হাউসের নাম দেখানোর প্রতিবাদে দিল্ܫলি বিশ্ববিদ্যালয়ের মারিন্দা হাউজের অধ্যক্ষ অবিলম্বে নামটি সরানোর দাবি জানিয়েছেন।
প্রাইম ভিডিয়োয় যে ওয়েব সিরিজটি দেখাতে হবে সেখানে দিল্লির একটি কলেজের নাম উল্লেখ করা হয়েছে। এই মহিলা হোস্টেলকে যদিও অন্য সিনেমাত👍েও ব্যবহার করা হয়েছে কিন্তু এই সিনেমায় ব্যবহার করার প্রতিবাদে সরব হয়েছেন শিক্ষক থেকে শিক্ষার্থী সকলেই।
আরও পড়ুন: দোল উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য? 'ধর্মীয় ভাবাবেগকে আঘাত'করায়🔯 ফারাহ খানের নামে দা🐼য়ের FIR
গল্পটি পাঁচ মেয়ের জীবনকে ঘিরে তৈরি করা হয়েছে যারা🐟 মারিন্দা হাউসের গার্লস হোস্টেলে থাকে। ট্রেলারটি সর্বসমক্ষে আসতেই মারিন্দা হাউস স্টুডেন্ট ইউনিয়ন এবং দি൲ল্লি ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন গোটা ব্যাপারটির বিরুদ্ধে সোচ্চার হন।
ছাত্র এবং শিক্ষকদের এই আপত্তির জবাবে নির্মাতা বলেন, এই সিরিজ দিয়ে একটি কল্পকাহিনী। এটি একটি কাল্পনিক প্রতিষ্ঠান এবং চরিত্রে🍰র ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কোনও প্রতিষ্ঠান, ব্যক্তি বা কারও মানহানি করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি।
এই প্রসঙ্গে মারিন্দা হাউসের প্রাক্তন ছাত্র সোনালি বোস পিটিআইকে বলেন, ভালো করে শোটি দেখুন। এটি মোটেই রিগ্রেসিভ নয়। প্রসঙ্গত, বোস এর আগে দ্যা স্কাই ইস পিঙ্ক, মার্গারিটা উইথ এ স্ট্র সহ বেশ কয়েকটি তথ্যচিত্র এবং চলচ্চিত্র পরিচালনা♚ করেছেন।
বৃহস্পতিবার সোনালিকে একটি চিঠি পাঠান নারিন্দা হাউসের অধ্যক্ষ বিজয়লক্ষী নন্দা। চিঠিতে �🙈�অধ্যক্ষ অবিলম্বে MH কথাটির সমস্ত উল্লেখ মুছে দেওয়ার জন্য আবেদন জানান।স্টুডেন্ট ইউনিয়নদের জারি করা বিবৃতিতেও বলা হয়েছে, MH নাম থাকায় তা ৭৭ বছরের সম্মানকে কলঙ্কিত করছে, তাই অবিলম্বে এই নামটি সরিয়ে ফেলা হোক।
আরও পড়ুন: ছুরি কাণ্ডের পর প্রথমবার জুটিতে খান দম্🐷পতি! পিসতুতো ভাইয়ের বিয়েতে 🐠সইফের হাত ধরে এলেন করিনা
জিদ্দি গার্লস পরিচালনা করেছেন সোনালি বোস। সহ পরিচালনা করেছেন বসন্ত নাথ এবং নেহা বীণা শর্মা। প্রযোজনা করেছেন রঙ্গিতা প্রীতিশ নন্দী এবং ঈশিতা প্রীতিশ নন্দী। এই সিরিজে অভিনয় করেছেন ♏সিমরান, নন্দিতা দাস, নন্দিশ সিং সান্ধু, লিলেট দুবে এবং রেবতী।