RCB IPL 2025 Schedule: ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতে আর মাত্🦩র এক মাস বাকি। ১৬ ফেব্রুয়ারি, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (B𓆉CCI) অফিসিয়ালভাবে আইপিএল ২০২৫-এর সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে। এরপরেই আইপিএল নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার ঝড় উঠেছে। সূচি ঘোষণার পরে বিশ্বের ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
IPL 2025-এর দুটো গ্রুপ এক নজরে দেখে নিন-
গ্রুপ 'এ' – চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, পঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস এবং রয়্যালস চ্যাল𒁃েঞ্জার্স বেঙ্গালুরু
গ্রুপ 'বি' – সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়েন্টস এবং💝 গুজরাট টাইটানস।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ২২ মার্চ আইপিএল ২০২৫-এ তাদের অভিযান শুরু করব🐻ে, যেখানে প্রতিপক্ষ হবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR)। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে।
আরও পড়ুন… IPL 2025 Schedule: শুরুতেই KKR vs RCB, তারপরেই ২৩ মার্চ ডাবল ধামাকা SRH vs RR𓃲 ও CSK vs MI
RCB আইপিএল ২০২৫ সূচি প্রকাশিত
২০২৫ মরশুমের জন্য রজত পতিদারকে অধিনায়ক হিসেবে নিয়োগ করেছে RCB। এখনও পর্যন্ত একবারও আইপিএল ট্রফি জিততে না পারা এই দলটি নতুন অধিনায়কের নেতৃত্বে গৌরব অর্জনের আশা করবে। RCB তাদের মূল খেলোয়াড়দের মধ্যে বিরাট কোহলি💖, রজত পতিদার এবং যশ দয়ালকে ধরে রেখেছিল।
এছাড়া, আইপিএল ২০২৫ নিলামে RCB মোট ১৯ জন খেলোয়াড় কিনেছে, যার ফলে দলটি যথেষ্ট ভারসাম্যপূর্ণ ও প্রতিযোগিতামূলক মনে হচ্ছে। নতুন অধিনায়ক এবং অভিজ্ঞ ও তরুণ প্রত�🐼�িভার মিশ্রণে RCB ভক্তরা অধীর আগ্রহে দলের পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছে।
দলটি আশা করছে যে ২০২৫ সালই হবে তা💯দের স্বপ্নের ট্রফি জয়ের বছর! এই বছরে যে ১৪টি ম্যাচ তারা খেলবে তার মধ্যে বিরাট কোহলিরা যে দল গুলোর সঙ্গে দুটো করে ম্যাচ খেলবে তারা হল, কলকাতা-রাজস্থান-পঞ্জাব-চেন্নাই-দিল্লি। এছাড়া মুম্বই-লখনউ-হায়দরাবাদ-গুজরাটের সঙ্গে বেঙ্গালুরু একবার করে সাক্ষাৎ করবে। মজার বিষয় হল যেই দলের সঙ্গে খেলে বিরাট কোহলিরা নিজেদের গ্রুপ লিগের অভিযান শুরু♊ করবেন, সেই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গেই গ্রপ লিগের শেষ ম্যাচ খেলবে তারা।
চলুন দেখে নেওয়া যাক আইপিএল ২০২৫-এ RCB যে ১৪টি গ্রুপ লিগের ম্যাচ খেলবে তার পূর্ণাঙ্গ সূচি-
১) KKR vs RCB ২২ মার্চ ২০২৫, ৭:৩০ ❀PM ইডেন গার্ডেন্স, কলকাতা
২) CSK vs R🍌CB ২৮ মার্চ ২০২৫, ৭:৩০ PM এমএ চিদা✅ম্বরাম স্টেডিয়াম, চেন্নাই
৩) GT vs RCB ২ এপ্ꦐরিল ২০২৫, ৭:৩০ PM এমღ চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
৪) MI vs RCB ৭ এপ্রিল ২০২৫, ৭:৩০ PM ওয়াংখে♚ড়ে স্টেডিয়াম, মুম্বই
৫) RCB vs DC ১০ এপ্রিল ২০২৫, ৭:৩০ PM এম চিন্নাস্বামী স্টে🦂ডিয☂়াম, বেঙ্গালুরু
৬)༒ RR vs RCB ১৩ এপ্রিল ২০২৫, ৩:৩০ PM সাওয়াই মানসিং স্টেডিয়🐓াম, জয়পুর
৭) RCB vs PBKS ১৮ এপ্রিল ২০২৫, ৭:৩০ PM এম চিন্নাস্বামী স্ꦦটেডিয়াম, বেঙ্গালু🍸রু
৮) PBKS v✤s RCB ২০ এপ্রিল ২০২৫, ৩:৩০ PM মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
৯) RCB vs RR ২৪ এপ্রিল ২০২৫, ৭:৩০ PM এম চিন্নাস্বামী স্টেডিয়া🦂ম, বেঙ্গালুরু
১০) DC vs RCB ২৭ এপ্রিল ২০২৫, ৭:৩০ PM অরুণ জেটলি স্টেডিয়াম, দি🌳ল্লি
১১) RCB꧅ vs CSK ৩ মে ২০২৫, ৭:৩০ PM এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
১২) LSG vs RCB ৯ মে ২০২৫, ৭:৩০ PM একানা স🌌্টেডিয়াম, লখনউ
১৩) RCB vs SRH ১৩ মে ২০২৫, ৭:৩০ PM এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালু🃏রু
১৪) RCB vs KKR ১৭ মে ২০২৫, ৭:৩০ PM এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্ℱগালুরু
RCB মোট ১৪টি ম্যাচ খেলবে আইপিএল ২♉০২৫-এ। সমস্ত ম্যাচ JioHostar-এ সরাসরি সম্প্রচারিত হবে।
আরও পড়ুন… বিশাখাপত্তনম Delhi Capitals-র হোম গ্রাউন্ড! IPL 2025 সূচি ঘোষণার আগেই ব♋ড় আপডেট
আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্কোয়াড:
বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পতিদার (অধিনায়ক), যশ দয়াল, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, জোশ হেজেলউড, রাসিখ দার, সুয়াশ শর্মা, কৃষ্ণাপ্পা গৌতম, ভুবনেশ𝄹্বর কুম✱ার, স্বপ্নীল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নুয়ান থুশারা, মনোজ ভান্ডাগে, জ্যাকব বেতেল, দেবদূত পাডিক্কাল, স্বস্তিক চিকার, লুঙ্গি এনগিদি, অভিনন্দন সিং, মোহিত রাঠী
RCB ভক্তরা আশা করছেন যে ২০২৫ সালে দলটি তাদের প্র🅺থম আইপিএল শিরোপা জিততে পারবে।