♈ ODI World Cup 2011 Win: ১৪ বছর আগে আজকের দিনেই শেষ হয়েছিল ভারতীয়দের ২৮ বছরের অপেক্ষা! ২ এপ্রিল ২০১১ সাল, এই দিনেই ১৯৮৩ সালের পরে আবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। ১৯৮৩ সালে, লর্ডসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল কপিল দেবের ভারত। তবে, দ্বিতীয় শিরোপা জয়ের জন্য ভারতীয় দল ও তাদের সমর্থকদের দীর্ঘ ২৮ বছর অপেক্ষা করতে হয়েছিল।
🐠অবশেষে, ২০১১ সালের ২রা এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই মাহেন্দ্রক্ষণ এলো, যখন মহেন্দ্র সিং ধোনি নুয়ান কুলাসেকারাকে ছক্কা হাঁকিয়ে ভারতকে বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা এনে দিলেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করেছিল ভারত, আর তারা ইতিহাস গড়ে নিজেদের মাটিতে বিশ্বকাপ জেতা প্রথম দেশ হয়েছিল।
বিশ্বকাপের দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং ২০১১ সালে ভারতের জয়
🐻India ended 28-year drought: ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপ জয়ের পর, ২০০৩ সালে ভারত আবারও ফাইনালে পৌঁছেছিল, তবে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতের সেই স্বপ্নভঙ্গ হয়। যদিও ২০০৭ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, তবু ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় ছিলেন ঐতিহ্যবাহী ওয়ানডে বিশ্বকাপ ট্রফির জন্য। সেই স্বপ্ন পূরণ হয় ২০১১ সালে, যখন ভারত বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায়।
𝓀সচিন তেন্ডুলকরের শেষ বিশ্বকাপ, যুবরাজ সিংয়ের অসাধারণ পারফরম্যান্স ভারতকে এনে দিল এক স্মরণীয় জয়। স্বাগতিক হিসেবে ভারত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ২০১১ বিশ্বকাপের ফাইনালে ওঠে, যেখানে তারা পাকিস্তানকে সেমিফাইনালে হারায়। এরপর মুম্বইয়ে ফাইনালে মুখোমুখি হয় ভারত ও শ্রীলঙ্কা। এটি ছিল ভারতের ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকরের শেষ আইসিসি টুর্নামেন্ট এবং তিনি তখনও বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি।
আরও পড়ুন … 💙IPL 2025: HCA-র সঙ্গে কাব্য মারানের SRH-এর সব সমস্যা মিটে গেল! স্বাক্ষরিত হল শান্তিচুক্তি
কেমন ছিল ২০১১ সালের ফাইনালের সেই ম্য়াচ?
🤡ফাইনালে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৭৪/৬ রান তোলে, যেখানে মাহেলা জয়াবর্ধনে ৮৮ বলে অপরাজিত ১০৩ রান করেন। বিশাল রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা মোটেও ভালো হয়নি। ৭ ওভারের মধ্যেই দুই ওপেনার—বীরেন্দ্র সেহওয়াগ ও সচিন তেন্ডুলকর আউট হয়ে যান। এরপর গৌতম গম্ভীর ও তরুণ বিরাট কোহলি (৩৫ রান, ৪৯ বলে) মিলে ৮৩ রানের পার্টনারশিপ গড়ে দলকে স্থিতিশীল করেন।
আরও পড়ুন … 🎉ভিডিয়ো: IPL 2025-এর LSG vs PBKS ম্যাচে রিকি পন্টিংয়ের মন জিতল বল বয়ের এই অসাধারণ ক্যাচ
༒এরপর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ফর্মে থাকা যুবরাজ সিংয়ের আগে ব্যাটিংয়ে নামেন এবং গম্ভীরের সঙ্গে ১০৯ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। শতকের কাছাকাছি পৌঁছে গম্ভীর ৯৭ (১২২) রানে আউট হয়ে যান। শেষদিকে ধোনি ও যুবরাজ মিলে জয় নিশ্চিত করেন। ৪৮.২ ওভারে যখন ভারতের প্রয়োজন ছিল মাত্র ৪ রান, তখন ধোনি নুয়ান কুলাসেকারার বলকে লং-অন বাউন্ডারির বাইরে পাঠিয়ে ভারতের ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটান।
আরও পড়ুন … 🍸IPL 2025 Points Table: দুইয়ে উঠল পঞ্জাব, নামল লখনউ! শ্রেয়সদের জয়ে MI-র লাভ, নেমে গেল DC
কেন এই বিশ্বকাপ জয়কে বিশেষ বলা হয়?
🍷২০১১ সালের বিশ্বকাপ ভারতের জন্য বিশেষ ছিল অনেক কারণে। এটি ছিল সচিন তেন্ডুলকরের শেষ আইসিসি টুর্নামেন্ট, এবং অবশেষে তিনি সেই স্বপ্নের ট্রফি জিততে পেরেছিলেন, যার জন্য তিনি ক্রিকেট খেলা শুরু করেছিলেন। এছাড়া, অলরাউন্ডার যুবরাজ সিং অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ৩৬২ রান ও ১৫ উইকেট নিয়ে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন। পরবর্তীতে জানা যায়, পুরো বিশ্বকাপ চলাকালীন যুবরাজ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন, যা তার পারফরম্যান্সকে আরও স্মরণীয় করে তোলে।