ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান তরুণ ক্রিকেটার শুভমন গিল। ইংল্যান্ডের বিপক্ষে 🧔ওডিআই সিরিজে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তিনি। শুধু🌱 তাই নয়, দলের সহ অধিনায়ক ছিলেন শুভমন। চ্যাম্পিয়ন্স ট্রফির দলের জন্যও তাঁকে রোহিতের ডেপুটি নির্বাচন করা হয়েছে। এর আগে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২৪ আইপিএলে গুজরাট টাইটানসকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবার তাঁকে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে দেখতে চান গুজরাট ফ্র্যাঞ্চাইজির COO কর্নেল অরবিন্দর সিং।
একই সঙ্গে তিনি আশা করছেন এই মরশুমেও গুজরাটকে নেতৃত্ব দেবেন এই পঞ্জাব তনয়। অরবিন্দর ANI-এর সঙ্গে কথা বলার সময় বলেন, ‘একদম, আমি ওর অধিনায়ক না হওয়ার কোনও কারণ দেখছি না। আমরা তো সেই দিনটার অপেক্ষায় আছি যেদিন সে ভারতীয় দলকে নেতৃত্ব দেবে। আমরা সেদিন খুব খুশি হবো। ও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত। ও যদি সবকিছু ঠিক করে তবে কেন সেই জায়গায় পৌঁছবে না?’ গিল এর আগে ভারতীয় দলের অধিনায়ক হয়েছিলেন। ২০২৪-এ তাঁর নেতৃত্বেই জিম্বোয়েকে ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজেℱ জয় পেয়েছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই শুরু হবে আইপিএল। সেই সময় গিলকে ফোকাস করতে হবে কিভাবে চ্যাম্পিয়ন করা যায় নিজের দলকে। গত বছর আইপিএলে খুব একটা ভালো খেলতে পারেনি গুজরাট টাইটান্স। তবে এবছর কিভাবে চ্যাম্পিয়ন হওয়া যায় সেই বিষয়ে নজর থাকবে গিলের। অরবিন্দর আশাবাদী এইবার দল ভালো পারফ𝐆রম্যান্স করে দেখাবে। পাশাপাশি তিনি জানিয়েছেন অকশন টেবিলে ম্যাচ জেতা যায় না। তিনি বলেন, ‘অকশন ঠিক করে না কে চ্যাম্পিয়ন হবে। ২০২২ সালে কে ভেবেছিল আমরা চ্যাম্পিয়ন হবো। কিন্তু প্রথম মরশুমে আমরা চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিয়েছিলাম। অকশনের টেবিলে কেউ আইপিএল চ্যাম্পিয়ন হয় না। কেমনভাবে দল খেলছে তার উপর নির্ভর করে। সব দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে। আমরা ২০২২-এর দল গঠন নিয়েও খুশি ছিলাম। ২০২৫-এর দল গঠন নিয়েও খুশি।’
উল্লেখ্য, এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ভারতীয় দল দুবাইয়ে রয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রতিযোগিতা। ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ রয়েছে শুভমনদের। প্রতিপক্ষ বাংলাদেশ। ইতিমধ্যেই দুবাইয়ে পৌঁছে গেছে ভারতীয় দল। শুরু করে দিয়েছে অনুশী𒁏লন।