সদ্য এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, ‘আমি বিহার ছেড়েছিলাম একটা টিফিন বক্স, বেডিং আর চোখে স্বপ্ন নিয়ে..।' এরপর আর ফিরে 🐼তাকাতে হয়নি ভারতের তৃতীয় সবচেয়ে ধনী এনআরআই ব্যবসায়ী তথা ‘মেটাল কিং’ নামে পরিচিত অনিল আগারওয়ালকে। বিহারের ভূমিপুত্র অনিলের ব্যবসায়িক সফরের শুরু স্ক্র্যাপ ডিলার হিসাবে। ব🍬র্তমানে তিনি কোন সংস্থার মালিক জানেন? তিনিই শুরু করেছিলেন বেদান্ত লিমিটেড।
কত কোটির মালিক অনিল আগারওয়াল?
হুরুন ইন্ডিয়ার রিচ লিস্ট ২০২৪র তথ্য অনুযায়ী, অনিল আগারওয়ালের মো🐎ট সম্পত্তির অঙ্ক ১,১১,৪০০ কোটি টাকা, আর ফোর্বসের তথ্য বলছে, তিনি ২.০১ বিলিয়ন ডলারের সম্পত্তির অধিকরী। এই তথ্যই জানিয়েছে, ইটি নাও। বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আগারওয়ালের জন্ম ১৯৫৪ সালে বিহারের পাটনায়। মারওয়ারি পরিবারে জন্মানো অনিল পাটনার মিলার স্কুলের পড়ুয়া ছিলেন। জীবনে আনুষ্ঠানিকভাবে তিনি কোনও দিনওই কলেজে যাননি তিনি। তবে ২০২৪ সালের হুরুন ইন্ডিয়া লিস্টে তিনি ভারতের তৃতীয় সবচেয়ে ধনী এনআরআই শিল্পপতি।
( )
জীবনের কঠিন লড়াই:-
১৯৭০ সালের মাঝামাঝি সময়ে স্কুল শিক্ষার গণ্ডি পার করে ১৯ বছরের অনিল আগারওয়াল গিয়েছিলেন মুম্বই। শুরু করেছিলেন স্ক্র্যাপ মেটালের ব্যবসা। দেশের নানান কেবল সংস্থা থেকে তা তিনি কিনতেন, আর বিক্রি করতেন মুম্বইতে। ব্যবসায়িক সূত্রে কিনলেন শমশের স্টারলিং কর্পোরেশন, শুরু করলেন স্টারলাইট ইন্ডাস্ট্রিস। রিপোর্ট বলছে, ১৯৯৫ সালে কিনলেন মাদ্রাজ আ্যালুমিনিয়াম। রিপোর্ট আরও বলছে, ব্যবসায়িক সাফল্য আসার আগে, ৯ ধরনের ব্যবসায় নিজের ভাগ্য পরীক্ষা করেছেন অনিল। এদিকে, ব্যবসায়িক আঙিনায় ততক্ষণে ১৯৭৬ সালে অনিল আগারওয়ালের হাত ধরে বেদান্ত লিমিটেড ততক্ষণে উন্নতির পথে হাঁটছে। ইটি নাও-র রিপোর্ট বলছে,🐭 ২০০৩ সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয় বেদান্ত রিসোর্সের লিমিটেড। বর্তম🐟ানে ১ লাখ কোটিরও বেশি মূল্যের এই সংস্থাকে নেতৃত্ব দিচ্ছেন অনিল আগারওয়াল। প্রবাসী এই ভারতীয় ব্যবসায়ীর সোশ্যাল মিডিয়া বায়োতে লেখা রয়েছে, ‘যদি স্বপ্ন নাই দেখো তাহলে স্বপ্ন সত্যি করবে কী করে?’ এই বার্তাই কার্যত জানান দিচ্ছে, তাঁর জীবন যুদ্ধের তুমুল লড়াইয়ের কাহিনীর নেপথ্য ভাবনা!