২০২৫ কার্তিক আরিয়ানের জন্য একটি লাকি বছর হতে চলেছে। এই মুহূর্তে তিনি উত্ত🐲রবঙ্গে ব্যস্ত ‘আশিকি ৩’ সিনেমার শ্যুটিং নিয়ে। এরপরেই করণ জোহরের ধর্মা প্রোডাকশনের অধীনে দুটি সিনেমায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে।
মিড-ডে রিপোর্ট অনুযায়ী জানা গেছে, অনুরাগ বসুর রোমান্টিক🥀 ড্রামা ‘আশিকি ৩’ সিনেমার শুটিং শেষ করেই তিনি শুরু করে দেবেন ‘তু মেরি মে তেরা, মে তেরা তꩲু মেরি’ সিনেমার শ্যুটিং। সিনেমার প্রথম ঝলক ইতিমধ্যেই ইউটিউবে প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: মন্নত ছেড়েౠছেন অনেক আগেই, এবার বিক্রি করলেন ফ্ল্যাট, কেন এমন সিদ্ধান্ত 🍬গৌরীর?
আরও পড়ুন: হীরের আলোয় আলোকিত সইফের চোখ, ‘জুয়েল 🅷থিফ’-এর পোস্টার দেখে উচ্ছ্বসিত ভক্তরা
তবে এই একটি সিনেমা নয়, ধর্মা প্রোডাকশনের অধীনে আরও একটি সিনেমায় অভিন𝔉য় করবেন কার্তিক আরিয়ান। জানা গেছে, ধর্মা প্রোডাকশনের দ্বিতীয় সিনেমাটি পไরিচালনা করবেন মৃগদীপ লাম্বা। এই প্রথমবার কার্তিক কোনও ক্রিচার কমেডি ছবিতে অভিনয় করবেন। সিনেমায় কার্তিকের বিপরীতে কোনও মানুষ নয়, বরং শত্রুতা করবে একটি সাপ।
ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, ছবির নাম এখনও ঠিক হয়নি। অভিনেতা এবং পরিচালক ইতিমধ্য💃েই কমেডিতে নিজেদের দক্ষতা দেখিয়েছেন, তবে এই সিনেমার মাধ্যমে প্রথম ক্রিচার কমেডির জগতে পা রাখতে চলেছেন কার্তিক এবং মৃগদীপ দুজনেই।
আরও পড়ুন: বোরখা বদলেছে ঘোমটায়! লাপাতা লেডিস কী তবে আরবি ছবির ‘টু﷽💛কলি’? জানুন সত্যিটা
আরও পড়ুন: 'মানুষকে হাসানো আজকাল…', ‘হেরা ফেরি ৩’ নিয়ে কোন চিন্তায় চিন্তিত প্রিয়দর্শন🦩?
প্রসঙ্গত, সাপের ওপর ভিত্তি করে হিন্দি ধারাবাহিক এবং সিনেমায় বহুবার কাজ হয়েছে। তবে কমেডির💝 চরিত্রে হয়তো এই প্রথম ব্যবহার করা হবে সাপের মতো সরীসৃপ প্রাণীকে। ব্যাপারটা যে একেবারে অন্যরকম হবে তা বেশ বোঝাই যাচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালে ‘দোস্তানা ২’ সিনেমাটি নিয়ে কার্তিক আরিয়ান এবং করণ জোহরের মধ্যে সমস্যা তৈরি হয়🥀। যদিও পরবর্তীকালে সবকিছু মিটে যায়। ‘দোস্তানা ২’ সিনেমাটি পুনরায় তৈরি হবে কিনা তা জানা না গেলেও এই মুহূর্তে পরপর দুটি সিনেমায় একসঙ্গে কাজ করবেন কার্তিক এবং করণ।