২০০০ সালে মুক্তি পেয়েছিল ‘হেরা ফেরি’। অসাধারণ অভিনয়ের মাধ্যমে মা🅘নুষকে যে কীভাবে হাসাতে হয়, তা দেখিয়ে দিয়েছিলেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং বিশেষ করে পরেশ রাওয়াল। 𓃲আজও বাবু ভাইয়া চরিত্রটি সমানভাবে জনপ্রিয়। ২০০৬ সালে ‘হেরা ফেরি ২’ মুক্তি পাওয়ার প্রায় দশ বছর পর এবার সিনেমার পর্দায় আসতে চলেছে ‘হেরা ফেরি থ্রি’।
‘হেরা ফেরি’ পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। প্রিয়দর্শন পরিচালিত সিনেমা মানেই প্রাণ খোলা হাসি। তবে ‘হেরা ফেরি’ সিনেমাটি প্রিয়দর্শন পরিচালনা করলেও এর দ্বিতীয় পর্ব পরিচালনা করেছিলেন নীরজ ভোরা। অনেকেই ভেবেছিলেন সিনেমাটি প্রথম পর্বের সিক্যুয়েল হতে চলেছে, কিন্তু সেটা হয়নি। এমনকি ২০০৯ সালে মুক্তি🦩প্রাপ্ত প্র💎িয়দর্শন পরিচালিত ‘দে দানা দান’ সিনেমাটির গল্পের সঙ্গেও ‘হেরা ফেরি’ গল্পের কোনও মিল ছিল না।
আরও পড়ুন: হাত নেড🧜়ে ডেকে তুললেন ছবি, দুবাইয়ের রাস্তায় ‘ফ্যান মোমেন্ট’ ভাইজানের
আরও পড়ুন: দিলীপ কোথায়? লꦍ্যাকমে ফ্যাশন উইকে প্রশ্নের মুখে ফারাহ, বললেন, ‘ওক✅ে এখানে নিয়ে…’
অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালের উপস্থিতি থাকলেও মানুষ পর্দায় বারবার দেখত🐎ে চেয়েছিল বাবু ভাইয়াকে। ‘দে দানা দান’ সিনেমাটির স্টারকাস♍্ট এক হলেও এর চরিত্র ছিল একেবারে আলাদা। তাই কিছুটা হলেও সিনেমাটির গল্প তেমন ভালো লাগেনি মানুষের। তাই এবার ‘হেরা ফেরি ৩’ সিনেমা নিয়ে ভীষণ উত্তেজিত ভক্তরা, আর এটাই প্রিয়দর্শনের চিন্তার প্রধান কারণ।
🌺‘হেরা ফেরি ৩’ নিয়ে কথা বলতে গিয়ে প্রিয়দর্শন বলেন, ‘খুব তাড়াতাড়ি ‘হেরাফেরি ৩’ নিয়ে কাজ শুরু হয়ে যাবে। এই তৃতীয় পর্ব আমার কাছে ভীষণভাবে চ্যালেঞ্জꦆিং, কারন মানুষের এই সিনেমা নিয়ে অনেক প্রত্যাশা থাকবে। পর্দায় আরও একবার অক্ষয়, পরেশ এবং সুনীলকে দেখার জন্য অধীন আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।’
পরিচালক বলেন, ‘মানুষকে কাঁদানো বা ভয় দেখানোর সহজ কিন্তু হাসানো ভীষণ কঠিন। কোনও ডবল মিনিং শব্দ ব্যবহার না করে বিশুদ্ধ হাস্যরস ব্যবহার করে মানুষকে হাসানোর কাজ খুব একটা সহজ কাজ নয়। মানুষের রুচি এখন অনেক বদলে গেছে, তার সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে। শুধু তাই নয়, 👍যাদের মানুষ ‘হেরা ফেরি’ সিনেমায় দেখেছিল, তাঁরাও এখন বৃদ্ধ হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই সেই ভাবেই গল্প লিখতে হবে। এটা আমার কাছে ভীষণ একটা চ্যা﷽লেঞ্জের ব্যাপার।’
আরও পড়ুন: ট্রেন্ডে গা ভাসালেন অম꧟িতাভ, ঘিবলি আর্ট দিয়ে বানালেন নিজের ছবি
আরও পড়ুন: ‘সুশান্তের জন্যই হারালাম…', কী হারানো🅠র কথা বললে🅷ন ক্রিস্টেন ব্যারেটো?
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি প্রিয়দর্শনের জন্মদিন উপলক্ষে অক্ষয় কুমার সোশ্যাল মাধ্যমে একটি পোষ্ট করে💦 জানিয়েছিলেন ‘হেরা ফেরি ৩’ সিনেমার কথা। তবে প্রিয়দর্শন হেরাফেরি ৩ নিয়ে চিন্তায় থাকলেও পরিচালকের ওপর কিন্তু 🌱অগাধ বিশ্বাস রয়েছে অক্ষয়, সুনীল এবং পরেশের।
উল্লেখ্য, কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’। ব🍎হু বছর পর এই সিনেমায় আবার একসঙ্গে কাজ 𒆙করেছেন প্রিয়দর্শন এবং অক্ষয়। সিনেমায় অক্ষয়ের সঙ্গে কাজ করেছেন তাবু এবং পরেশ রাওয়াল।