করোনাভাইরাস ঘিরে ফের এক নয়া আতঙ্কের খবর। এবার চিনের বৈজ্ঞানিকদের একটি দল সন্ধান পেল নয়া ‘ব্যাট করোনাভাইরাসের’। জানা যাচ্ছে, বাদুড় থেকে এই করোনাভাইরাস ছড়াতে পারে।🐽 এই করোনাভাইরাস প্রাণী থেকে মানুষ⛎ের মধ্যে ছড়িয়ে যেতে পারে। এই ব্যাট করোনাভাইরাসের নেপথ্য নায়ক HKU5-Cov-2 ভাইরাস। জানা গিয়েছে, SARS CoV-2 যা কোভিড ১৯র কারণ,তারই মতো একই মানব রিসেপটার ব্যবহার করে এই ভাইরাস।
চিনা বৈজ্ঞানিক শি জেংলি। চিনের বৈজ্ঞানিকদের মধ্যে তিনি ‘ব্যাট ওম্যান’ নামে পরিচিত। বাদুড় সংক্রান্ত করোনা ভাইরাস নিয়ে তাঁর প্রবল গবেষণার জেরে এই নয়া করোনাভাইরাস সম্পর্কে জানা গিয়েছে। এদিকে, চিনে হঠাৎ করে HMPV কেস বাড়তে থাকায় ফের করোনার প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়। হিউম্যান মেটা নিউমোভাইরাস বা HMPVর আতঙ্ক বাড়তেই কোভিড নিয়ে নানান প্রশ্ন উঠতে থাকে। ফের চিনের সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, মাস্ক পরিহিত বহু মানুষের আধিক্য ক্রমেই বাড়ছে সেখানের হাসপাতালগুলিতে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এইচএমপিভি, কোভিডের মতো ভয়াবহ নয়। তারা মরশুমে এমন কিছু ঘটাতে পারে। এদিকে, এরই মাঝে HKU5-Cov-2 ভাইরাস ঘিরে আতঙ্ক শুরু হয়েছে। এদিকে, কোথা থেকে এই ভাইরাস ছড়াচ্ছে, তা এখনও পর্য𓂃ন্ত ঠিকভাবে জানা যায়নি। কিছু গবেষণা বলছে, এটি বাদুড় থেকে ছড়াচ্ছে। আর তা কোনও মধ্যবর্তী পশুর দেহ হয়ে মানুষের দেহে আসছে। প্রথম এই ভাইরাসকে হংকং-এ এক ধরনের জাপানি বাদুড়ের শরীরে পাওয়া যায় বলে দাবি করা হচ্ছে। ঝুঁকি হিসাবে মনে করা হচ্ছে, এই ভাইরাস মানব দেহের কোষে আক্রমণ করতে পারে।
( Mahashivratri 2025: মহাশিবরাত্রিতে চন্দ্রের গোচর ধনিষ্ঠায়! এই ৩ রাশিতে তুলকালাম উন্নতির সম্ভ♛াবনা)
এর আগে, সিআইএ-দাবি করেছিল যে, করোনা ভাইরাস ছড়িয়েছে উহানের ল্যাবরেটারি থেকে। তবে সেই দাবি খারিজ করেছে চিন। উল্লেখ্য, ২০১৯ সালে করোনার🐻 প্রথম কেসটি দেখা যায় চিনের উহানে। তারপর থেকে তা বিশ্বে ছড়িয়ে যায়।