রবিবার (৩০ মার্চ) আইপিএলের জোড়া ম্যাচ ছিল। আর এই ম্যাচের পর পয়েন্ট টেবলের সাপ-লুডোর লড়াই আরও জমে গেল। এদিন সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিল্লি ক্যাপিটালস পয়েন্ট টেবলে বিশাল বড় লাফ দিল। তারা পাঁচ নম্বর থেকে একেবারে দুইয়ে উঠে এল। এদিকে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলে খাতা খুলল রাজস্থান রয়্যালস। তারা লাস্টবয়ের জামা ছেড়ে, ফেলে উঠে এল নয়ে। এই মুহূর্তে ২০২৫ আইপিএলে একমাত্র মুম্বই ইন্ডিয়ান্সই🎐 এখনও জয়ের মুখ দেখেনি। বাকি সব দলই কোনও না কোনও ম্যাচ জিতেছে। মুম্বই নেমে গিয়েছে দশ নম্বরে।
✨এদিন চেন্নাই এবং হায়দরাবাদের দল হারায় লাভবান হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা এক ধাপ উপরে উঠে পয়েন্ট টেবলের ছয়ে জায়গা পেয়েছে। হেরেও এক ধাপ উপরে উঠেছে সিএসকে। তবে পতন হয়েছে হায়দরাবাদের। এদিকে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবল:
💙১. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ২ ম্যাচে ৪ পয়েন্ট, ২টি জয় (নেট রান-রেট +২.২৬৬)।
💦২. দিল্লি ক্যাপিটালস: ২ ম্যাচে ৪ পয়েন্ট, ২টি জয় (নেট রান-রেট +১.৩২০)।
ꦉ৩. লখনউ সুপার জায়ান্টস: ২ ম্যাচে ২ পয়েন্ট, ১টি জয়, ১টি হার (নেট রান-রেট + ০.৯৬৩)।
💛৪. গুজরাট টাইটান্স: ২ ম্যাচে ২ পয়েন্ট, ১টি জয়, ১টি হার (নেট রান-রেট +০.৬২৫)।
ꦫ৫. পঞ্জাব কিংস: ১ ম্যাচে ২ পয়েন্ট, ১টি জয় (নেট রান-রেট + ০.৫৫০)।
𒀰৬. কলকাতা নাইট রাইডার্স: ২ ম্যাচে ২ পয়েন্ট, ১টি জয়, ১টি হার (নেট রান-রেট -০.৩০৮)।
꧃৭. চেন্নাই সুপার কিংস: ৩ ম্যাচে ২ পয়েন্ট, ১টি জয়, ২টি হার (নেট রান-রেট -০.৭৭১)।
🌠৮. সানরাইজার্স হায়দরাবাদ: ৩ ম্যাচে ২ পয়েন্ট, ১টি জয়, ২টি হার (নেট রান-রেট -০.৮৭১)।
✤৯. রাজস্থান রয়্যালস: ৩ ম্যাচে ২ পয়েন্ট, ১টি জয়, ২টি হার (নেট রান-রেট -১.৮৮২)।
🅠১০. মুম্বই ইন্ডিয়ান্স: ২ ম্যাচে ০ পয়েন্ট, ২টি হার (নেট রান-রেট -১.১৬৩)।
আরও পড়ুন: ღকিছু বিকল্পের দিকে নজর দিতে হবে… দিল্লির কাছে হারের পর দলে পরিবর্তনের ইঙ্গিত কামিন্সের
♛সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ রয়েছে। এই ম্যাচে কেকেআর জিতলে, তারা পয়েন্ট টেবলের অনেকটা উপরে ওঠার সুযোগ পাবে। এদিকে মুম্বই চাইবে, কলকাতার দলকে হারিয়ে জয়ের স্বাদ পেতে। ঘরের মাঠে প্রথম ম্যাচে তেতে থাকবেন হার্দিক পান্ডিয়ারা। এখন দেখার, সোমবার কোন দল জেতে!