মাত্র ১০ বছর বয়সের মধ্যেই দু'বার মৃত্যুকে হারিয়েছে ছোট্ট ছেলেটা।🦂 সেই ছেলে আর কেউ নয়, অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের ছেলে ফ্লেচার পন্টিং। ফ্লেচারের অবস্থা দু'বার এতটাই খারাপ হয়েছিল যে, তার বাবা রিকি পন্টিং-ও অসহায় হয়ে পড়েছিলেন।
২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর ফ্লেচার পন্টিংয়ের জন্ম। প্রথমে সে মেনিনজাইটিসের সমস্যায় ভুগেছিল এবং তার পরে হার্নিয়া অস্ত্রোপচারের সময়ে সংক্রমণ হয়ে মারাত্মক খারাপ অবস্থা হয়েছিল ছোট্ট ফ্লেচারের। দু'বারই অনেক কষ্টে ফ্লেচারের জীবন রক্ষা পায়। তবে এখন সে পুরোপুরি ফিট এবং বাবার মতো ক্রিকেটার হওয়ার ইচ্ছে আছে বলে মনে হয়। এবারের আইপিএল চলার মাঝেই একট🌊ি ভিডিয়ো ভাইর♛াল হয়েছে, যেখানে রিকি পন্টিং আর তাঁর ছেলেকে অনুশীলন করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: এই নিয়ে ছ'বার ট্র্যাভিস হেডকে আউট করলেন, হল নজির, সঙ্🅠গে ৫🌺 উইকেট নিয়েও বড় রেকর্ড স্টার্কের
জন্মের আট মাসের মধ্যে দু'বার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে ফ্লেচার
ফ্লেচার পন্টিংয়ের বয়স এখন ১০ বছর। কিন্তু, তার এই সংক্ষিপ্ত জীবনের প্রথম ৮ মাস ছিল যন্ত্রণার। সে দু'বার মৃত্যুর সঙ্গে লড়াই করেছে এবং সেই যুদ্ধে জয়ী হয়েছে। প্রথম বার ঘটনাটি ঘটেছিল যখন ফ্লেচারের বয়স ছিল মাত্র 𝓡৬ সপ্তাহ। তার মেনিনজাইটিস হয়েছিল। এতে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের প্রতিরক্ষামূলক মেনিঞ্জেসে সংক্রমণ বা প্রদাহ হয়। এই রোগ থেকে সেরে ওঠার পর, ফ্লেচার পন্টিংয়ের বয়স যখন ৮ মাস, তখন তার হার্নিয়ার অস্ত্রোপচার হয়। তবে অস্ত্রোপচারের সময়ে সংক্রমণ হয়ে গিয়েছিল ফ্লেচারের। এবং তার অবস্থা মারাত্ম꧙ক খারাপ হয়ে গিয়েছিল। রিকি পন্টিংয়ের পরিবারের জন্য এই মুহূর্তগুলো খুবই কষ্টের ছিল। কিন্তু এবারও পন্টিং পুত্র যাবতীয় ব্যধিকে পরাজিত করতে সফল হয়।
আরও পড়ুন: ভারতীয় ড্রাগের কারণেই শেন ওয়ার্নের মৃত্য🌺ু? সামনে এল🐬 বিস্ফোরক তথ্য
বাপ কা বেটা…
আইপিএল চলাকালীন প্রায় প্রতি বছরই বাবার সঙ্গে ভারতে আসে ফ্লেচার পন্টিং। এবারও সে বর্তমানে ভারতেই রয়েছে। পঞ্জাব কিংস বাবার সঙ্গে ফ্লেচার পন্টিংয়ের অনুশীলনের একটি ভিডিয়ো শেয়ার করেছে, যাতে তাকে শার্প শট মারতে দেখা গিয়েছে। ফ্লেচারকে কভার ড্রাইভ, পুল শট, স্ট্রেট ড্রাইভের মতো সমস্ত শট অনায়াসে মারতে দেখা গিয়েছে। পন্টিংও এই ধরনের শট মেরেই বোলারদের রাতের ঘুম কড়ে নিতেন। যদিও ফ্লেচার পন্টিং আইপিএল খেলছেন না, তবে নিজের অনুশীলনে কোনও খামতি সম্ভবত রাখতে চায় না ফ্লেচার। বাবা রিকি পন্টꦑিংয়ের তত্ত্বাবধ❀ানেই লখনউ-তে পঞ্জাব কিংসের নেট অনুশীলনের সময়, ছোট্ট ফ্লেচারও নিজের প্র্যাকটিস সেরে নেয়।
পঞ্জাব কিংসের পরের ম্যাচ এলএসজির সঙ্গে
রিকি পন্টিংয়ের কোচিংয়ে এবং দলের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে, পঞ্জাব কিংস আইপিএল ২০২৫-এ জয় দিয়ে অভিযান শুরু করেছে। তাদের পরের ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এলএসজি-র ঘরের মাঠে, যেখানে বেশি রান হচ্ছে༺ না। এই পরিস্থিতিতে, প্রথম ম্যাচে ৯৭ 𒐪রানে অপরাজিত থাকা শ্রেয়স আইয়ার কী ভাবে তাঁর ইনিংসকে এগিয়ে নিয়ে যান, সেটা আকর্ষণীয় হবে।