৪৩ বছর বয়সেও এমএস ধোনি তাবড় তাবড় প্লেয়ারদের হাসতে হাসতে চোখে শর্ষেফুল দেখাতে পারেন। ধোনি এমন একজন খেলোয়াড়, যিনি উইকেটের পেছনে দাঁড়িয়ে ম্যাচের রং বদলে দিতে পারেন। ২০২৫ আইপিএলেও উইকেটের পিছনে দাঁড়িয়ে একের পর এক চমক দিচ্ছেন ধোনি। তাঁর নয় নম্বরে ব্যাট করতে নামা নিয়ে যতই সমালোচনা হোক না কেন, উইকেটের পিছনে ধোনির ক্ষিপ্রতায় এখনও মরচে ধরেনি। সেই সঙ্গে তাঁর ক্রিকেট বুদ্ধিও তুখর। যেটার এখনও সুফল পাচ্ছে চেন্নাই সুপার কিংস।
আরও পড়ুন: 🅺স্টার্কের দাপটে ঢাকা পড়ে গেল হায়দরাবাদের অনামী জেসন আনসারির মরিয়া লড়াই, ৭ উইকেটে সহজ জয় দিল্লির
ꦉরবিবার (৩০ মার্চ) রাজস্থান রয়্যালসের নীতিশ রানাকে স্টাম্প করে নিজের দক্ষতার ফের প্রমাণ দিলেন মাহি। এই ম্যাচে নীতিশ মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন। তবে তিনি শেষ পর্যন্ত রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হয়ে যান। তবে তার আগে ৩৬ বলে ৮১ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। নীতিশকে আটকাতে রবিচন্দ্রন অশ্বিন এবং এমএস ধোনি মিলিত ভাবে পরিকল্পনা করেন। যে ফাঁদে নিজের অজান্তেই পা দেন নীতিশ রান।
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚআরও পড়ুন: চারটি দুরন্ত ক্যাচ ধরলেন দিল্লির প্লেয়াররা, তবে বাজপাখি হয়ে উড়ন্ত ক্যাচে মন জিতলেন ৯ কোটির তারকা- ভিডিয়ো
ধোনি-অশ্বিনের মিলিত পরিকল্পনায় সেঞ্চুরি হাতছাড়া নীতিশের
♏নীতিশ রানা এদিন চেন্নাই সুপার কিংসের বোলারদের পিটিয়ে ছাতু করছিলেন। তঁকে আটকাতে অশ্বিন এবং ধোনি মিলে একটি ফাঁদ পাতেন। এই ঘটনাটি রাজস্থানের ইনিংসের ১২তম ওভারে ঘটে। রবিচন্দ্রন অশ্বিন বোলিং করছিলেন সেই ওভারে। নীতিশ রানা ওভারের দ্বিতীয় বলে একটি ছক্কা মারেন এবং তৃতীয় বলে একটি চার মারেন। ওভারের চতুর্থ বলেও বড় শট মারতে চেয়েছিলেন রানা। আর বড় শট খেলার অভিপ্রায়ে ক্রিজ ছেড়ে এগিয়ে যান তিনি। এদিকে অশ্বিন বুদ্ধি করে ওয়াইড বল করেন। এটা রানার জন্য একটি ফাঁদ ছিল। সেই সুযোগে ধোনি বল ধরে নীতিশ রানাকে স্টাম্প আউট করে দেন। ধোনি ও অশ্বিনের মিলিত এই পরিকল্পনার জেরে সেঞ্চুরি থেকেও বঞ্চিত হন নীতিশ রানা।
আইপিএলে কখনও সেঞ্চুরি করতে পারেননি নীতিশ
🎉নীতিশ রানা তাঁর আইপিএল ক্যারিয়ারে কখনও সেঞ্চুরি করতে পারেননি। রবিবার সিএসকে-র বিরুদ্ধে ম্যাচে, তিনি তাঁর আইপিএল ক্যারিয়ারের ১৯তম ওভারে হাফসেঞ্চুরি করেন। এখনও পর্যন্ত এই লিগে তাঁর সর্বোচ্চ স্কোর ৮৭ রান। নীতিশ রানা তার আইপিএলে এখনও পর্যন্ত ১১০ ম্যাচে ২,৭৩৬ রান করেছেন।
আরও পড়ুন: 🍃এই নিয়ে ছ'বার ট্র্যাভিস হেডকে আউট করলেন, হল নজির, সঙ্গে ৫ উইকেট নিয়েও বড় রেকর্ড স্টার্কের
১৮১ করে রাজস্থান
🗹নীতিশ রানার ৮৭ রানের হাত ধরে রাজস্থান রয়্যালস ৯ উইকেটে ১৮২ রান করে। নীতিশ ছাড়া রাজস্থানের বাকিরা সেভাবে রান পাননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান (২৮ বল) করেছেন রিয়ান পরাগ। এছাড়া ২০ করেছেন সঞ্জু স্যামসন। ১৯ করেন শিমরন হেতমায়ের। বাকিরা ৫ রানের গণ্ডিই টপকাতে পারেননি। চেন্নাইয়ের হয়ে খালিল আহমেদ, নুর আহমেদ, মাথিশা পাথিরানা ২টি করে উইকেট নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা নিয়েছেন একটি করে উইকেট।