🌸 বিরাট কোহলিকে খেপিয়ে দিলে, তাঁর পিছনে লাগতে গেলে যে কী ফল হয়, তা হাড়েহাড়ে টের পেয়েছেন চেন্নাই সুপার কিংসের বোলার। আর শুক্রবার চেন্নাই সুপার কিংস (CSK) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে ম্যাচে ঠিক সেই ঘটনাটিই ঘটল। কোহলিকে খেপিয়ে দিয়েছিলেন সিএসকে-র ফাস্ট বোলার মাথিশা পাথিরানা। আসলে বল করার সময়ে কোহলির হেলমেটে আঘাত করেছিলেন পাথিরানা। আর এই ঘটনার পরেই ফল ভুগতে হল পাথিরানাকে। কোহলি ঠিক পরের বলেই বিশাল ছক্কা মারেন মাথিশা পাথিরানাকে। সঙ্গে নিজের প্রতিশোধ পূর্ণ করেন তিনি।
আরও পড়ুন: 𒆙সব কিছু ঠিকঠাক আছে বলে মনে হচ্ছে, তবে… MI কোচের দাবিতে বুমরাহকে নিয়ে নতুন করে সংশয়
বিরাটের রাগানোর ফল ভুগলেন পাথিরানা
💞এই ঘটনাটি ঘটেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনিংসের ১১তম ওভারে, যখন শ্রীলঙ্কার ফাস্ট বোলার মাথিশা পাথিরানা চেন্নাই সুপার কিংসের হয়ে বল করতে আসেন। ওভারের প্রথম বলটিই জোরালো শর্ট পিচ ডেলিভারি করেন পাথিরানা। আর মাথিশা পাথিরানার এই বাউন্সারের গতি ছিল ঘণ্টায় ১৪২ কিলোমিটার। বলটি সজোরে বিরাট কোহলির হেলমেটে এসে লাগে। এর পর বিরাটের দিকে একটি থাম্বস আপ ইঙ্গিত করে পাথিরানা জিজ্ঞেস করেছিলেন যে, সব কিছু ঠিক আছে কিনা! এর জবাবটাও হজম করতে হয়েছে লঙ্কান ফাস্ট বোলারকে।
๊কোহলির হেলমেটে বল লাগার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেডিকেল টিমকে মাঠে ডাকা হয়েছিল। যারা মাথা পরীক্ষা করে কিং কোহলির। তবে এই ঘটনার পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। মাথিশা পাথিরানার পরের বলটিও ছিল শর্ট পিচ, কিন্তু এবার প্রস্তুত কোহলি।
আরও পড়ুন: 🍸তাড়াতাড়িই ব্যাট করতে নেমেছিলেন… মাহির ন'নম্বরে নামা নিয়ে ব্যঙ্গ সেহওয়াগের
ছক্কা মেরে প্রতিশোধ নিলেন কিং
🍒ফাইন লেগে ছক্কা মেরে মাথিশা পাথিরানাকে যোগ্য জবাব দেন বিরাট কোহলি। পিছনে লাগলে, কোহলি যে কতটা কঠোর হতে পারেন, তা মাথিশা পাথিরানাকে ভালো ভাবে টের পাইয়ে দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার। পাথিরানার এই ওভারে একাই ১১ রান করেন বিরাট। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন: 💛দ্রাবিড়ের পথে হেঁটে সহকর্মীদের চেয়ে বেশি বোনাস নিতে অস্বীকার করবেন গৌতি? প্রশ্ন গাভাসকরের
🅺প্রসঙ্গত, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এই ম্যাচে, বিরাট কোহলি ৩০ বলে ৩১ রান করে আউট হয়ে গিয়েছিলেন। আসলে এদিন কোহলি ঠিক নিজের ছন্দে ছিলেন না। সঠিক ভাবে টাইমিং করতে হিমশিম খাচ্ছিলেন। বিরাট কোহলিকে চেন্নাইয়ের পিচে রান করতে বেশ সমস্যায় পড়তে হয়েছিল।
চেন্নাইকে তাদের ঘরের মাঠে হারিয়েছে বেঙ্গালুরু
ꦍশুক্রবার সিএসকে-কে ৫০ রানে পরাজিত করেছে আরসিবি। তাও চেন্নাইয়ের ডেরা চিপকে। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দল এই আইপিএল মরশুমে তাদের দ্বিতীয় ম্যাচেই হারের মুখে পড়ল। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের জয়ের ধারা অব্যাহত রাখল। দুই ম্যাচ খেলে দু'টিতেই জয় পেয়ে পয়েন্ট টেবলের শীর্ষে উঠে আসেন কোহলিরা। চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৫ পয়েন্ট টেবলের সপ্তম স্থানে নেমে গেল।