২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) অফিসিয়াল সম্প্রচারকারীরা সম্প্রতি চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ্যে এনেছে। সেই সাক্ষাৎকারে ভারতের কিংবদন্তি ২০২৩-এর আইপিএল ফাইনাল থেকে শুরু করে রবীন্দ্র জাদেজার জয়সূচক বাউন্ডারি, সিএসকে অধিনায়কের পদ থেকে পদত্যাগ- সব কিছু নিয়েই কথা বলꩵেছেন ধোনি। তিনি রুতুরাজ গায়কোয়াড়ের হাতে লাগাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন।
কী বলেছেন ধোনি?
২০২৪ মরশুম শুরুর প্রাক্কালে সিএসকে-র নতুন অধিনায়ক হিসেবে রুতুরাজ গায়কোꦚয়াড়ের নাম ঘোষণা করা হয়েছিল। JioHotstar-এর সঙ্গে কথা বলার সময়ে, ধোনি ব্যাখ্যা করেন 🤡যে, গায়কোয়াড়কে আগের মরশুমের (২০২৩ সাল) শেষের দিকে অধিনায়ক হওয়ার বিষয়টি নিয়ে সচেতন করা হয়েছিল। পাশাপাশি তিনিও এও জানিয়েছেন, কেন এটি সঠিক সিদ্ধান্ত ছিল!
আরও পড়ুন: ভাগ্য সহায় ছিল না… মোহিতকে স্টাম্প আউট করার সুবর্ণ সুযোগ ম🐲িস করে দলকে ডোবানোর পর, অজুহাত পন্তের
গায়কোয়াড়কে অধিনায়ক করার সিদ্ধান্তের বিষয়ে কথা বলতে গিয়ে ধোনি, একজন অধিনায়কের পারফরম্যান্সের প্রত্🌸যাশা অনুযায়ী চলার প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা করেছেন। পাশাপাশি জানিয়েছেন, একজন অধিনায়ক যখন খারা ফর্মে থাকে, তবে এটি কী ভাবে সমস্যা সৃষ্টি করতে পারে।
ধোনি বলেছে📖ন, ‘যদি অধিনায়ক হিসেবে আপনার পারফরম্যান্স সঠিক না হয় এবং আপনি ভালো পারফর্ম করতে না পারেন, তবে আপনি যতই ভালো অধিনায়ক হন, এটি দলের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়ায়। অধিনায়ক হওয়ার আগে তাই একজন পারফর্মার হওয়া প্রয়োজন। আপনার পারফরম্যান্স আগে ঠিক রাখা দরকার, তার পরে অধিনায়কত্বের বিষয় আসবে।’
আরও পড়ুন: ভিডিয়ো- ল্যাটা মাছ ধরꦇছেন নাকি! পুরানের লোপ্পা ক্যাচ গলালেন রিজভি, খেসারত দিতে হল দিল্লিকে
নেটপাড়ায় আলোড়ন
এই সাক্ষাৎকারটি প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ꩲেছে। ভক্তরা অনেকে আবার অনুমান করেছেন ধোনি পরোক্ষ ভাবে ভারত অধিনায়ক র𓂃োহিত শর্মাকে লক্ষ্য করে এই দাবি করেছেন, বিশেষ করে ভারতের সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরের খারাপ পারফরম্যান্সের উপর ভিত্তি করেই এই কথা বলেছেন তিনি।
এদিকে ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করেন, রুতুরাজ অধিনায়ক হলেও, ধোনিই দল চালান। চেন্নাইয়ের মূল চালিকাশক্তি এখনও তিনিই। এর জবাবে ধোনি বলেছেন, ‘রুতুরাজের মাথা খুব ঠান্ডা। সে জন্যই ওকে অধিনায়ক করা হয়েছে। গত বছর প্রতিযোগিতা শুরুর আগে ওকে পরিষ্কার বল꧑ে দিয়েছিলাম, আমি কোনও পরামর্শ দিলে সেটা মানতেই হবে, এমন কোনও ব্যাপার নেই। স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে বলেছি। তা ছাড়া মাঠে এখন এই সব থেকে নিজেকে সরিয়েই রাখি। তা-ও অনেকে ভাবেন পিছন থেকেই আমিই দল চালাচ্ছি। এটা একদমই ঠিক নয়।’