আইপিএল ২০২৫-এ নিজেদের প্রথম ম্যাচে চমৎকার জয়ের পরে চেন্নাই ও আরসিবি, উভয় দল একটি ♍লড়াকু ম্যাচের জন্য তৈরি হচ্ছে। শুক্রবার আইপিএলের দক্ষিণী ডার্বি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে।
আরসিবি ইডেন গার্ডেন্সে তাদের নতুন আইপিএল মরশুম শুরু করে গতবারের চ্যাম্পিয়ন কেকেআরকে পরাজিত করে। ক্🐓রুণাল পান্ডিয়ার অসাধারণ বোলিং পারফরম্যান্সের উপর নির্ভর করে ইডেনে দাপুটে জয় তুলে নেয় বেঙ্গালুরু। যদিও ফিল সল্ট, বিরাট কোহলি এবং রজত পতি👍দার ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অﷺন্যদিকে, পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে নূর আহমেদের চার উইকেট এবং অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের যুগলবন্দিতে নিজেদের প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরু꧃দ্ধে দাপুটে জয় তুলে নেয়।
সাধারণত আইপিএল দলগুলি যদি দাপুটে জয় দিয়ে নতুন মরশুম শুরু করে, তাহলে হঠাৎ করে কম্বিনেশনে খুব বেশি পরিবর্তন করতে চায় না। তবে টুকিটাকি কিছু রদবদল হতেই থাকে। তেমনটা চোখে পড়তে পারে এই ম্যাচেও। রাহুল ত্রিপাঠী সিএসকের হয়ে প্রথম ম্যাচে ওপেন করতে নামেন। যদিও চেন্নাইয়ের সেই পরিকল্পনা সফল হয়নি। আরসিবির বিরুদ্ধে গায়কোয়াড় রাচিনের সঙ্গে ওপেন করতে পারেন। সেক্ষেত্রে ত্রিপাঠী তিন নম্🔜বরে ব্যাট করতে পারেন।
এদিকে আরসিবি আশায় রয়েছে যে, ভুবনেশ্বর কুমার গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফিটনেস টেস্ট পাস করবেন। কেকেআর ম্যাচে শুরুর দিকে আরসিবির বোলিংকে কিছুটা ছন্নছাড়া দেখিয়েছে। ভুবির অভিজ্ঞতা এবং আক্রমণাত্মক শৈলী এক্ষেত্রে পাওয়ার প্লে-তে আরিসিবিকে নির্ভরতা দিতে পারে। শুরুতে দু-তিনটি উইকেট নিতে পারলে চেন্নাইকে বড় রানের ইনিংস গড়া থেকে আটকানো যেতে𝐆 পারে।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রাবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, স্য♊াম কারান, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার🌼), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, ন্যাথন এলিস ও খালিল আহমেদ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ
ফিল স🎉ল্ট (উইকেটকিপার), বিরাট কোহলি, রজত পতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুণাল পান্ডিয়া, সুয়াশ শর্মা, জোশ হেজেলউড, ভুবনেশ্বর কুমার/রাসিখ সালাম ও যশ দয়াল।
সিএসকে বনাম আরসিবি মুখোমুখি সাক্ষাতের ইতিহাস
চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এক🌟ে অপরের বিরুদ্ধে মোট ৩৩টি ম্যাচে মাঠে নামে। ২১টি ম্যাচ জিতেছে চেন্নাই। ১১টি🎉 ম্যাচ জিতেছে আরসিবি। দু'দলের ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।