♉ রঘু ডাকাত হয়ে বড় পর্দায় ধরা দিতে আসছেন দেব। সদ্যই অভিনেতা এবং ছবির প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে এই ছবিটির শ্যুটিংয়ের ফার্স্ট শিডিউল শেষ হয়েছে। এবার পালা দ্বিতীয় শিডিউলের। তার আগে আপডেট দিয়ে কী জানালেন অভিনেতা?
আরও পড়ুন: 🔜'সলমনোচিত' ওপেনিং পেল না ‘সিকান্দর’! প্রথম দিন বক্স অফিসে কত আয় করল ভাইজানের ছবি?
রঘু ডাকাত নিয়ে কী আপডেট দিলেন দেব?
▨এদিন দেব তাঁর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর টিমকে নিয়ে রয়েছেন একটি ধূধূ প্রান্তরে। পিছনে কিছু ছোট বড় টিলা, ছোটখাটো ঝোপঝাড়, খেজুর গাছ দেখা যাচ্ছে। আর তারই মাঝে তাঁরা ত্রিপল দিয়ে ছাউনি করে মাটিতেই পাতা বিছিয়ে বসে আছেন। খাচ্ছেন। মেনুতে ভাত, ডাল, মাংস, স্যালাড, ইত্যাদি ছিল।
🃏এদিন এই ছবিগুলো পোস্ট করে দেব জানান যে ছবিগুলো ঝাড়খন্ডে তোলা। এখানেই হবে রঘু ডাকাত ছবিটির দ্বিতীয় শিডিউলের শ্যুটিং। এই বিষয়ে তিনি লেখেন, 'আমার HOD-দের সঙ্গে। রঘু ডাকাত ছবিটির দ্বিতীয় শিডিউলের জন্য একেবারে প্রস্তুত। আগামীকাল থেকে শ্যুটিং শুরু হবে ঝাড়খন্ডে। সব ভালো হবে এই প্রত্যাশা করি।' সঙ্গে তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন, 'প্রযোজকের জীবন।'
রঘু ডাকাতের অন্যান্য আপডেট
⭕সম্প্রতি দেব রঘু ডাকাত ছবিটির একটি নতুন পোস্টার শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে দেবের মাথায় লম্বা উশকো খুশকো চুল। মুখ ভর্তি লম্বা দাড়ি। কাঁধে নেওয়া তীর ধনুক। অন্যদিকে হাতে ধরা রক্ত মাখা কুড়ুল। এই ছবিটি পোস্ট করে দেব জানান তাঁদের আগামী এক ছবিটির শ্যুটিংয়ের প্রথম শিডিউল শেষ হল। এই বিষয়ে অভিনেতা লেখেন, 'রঘু ডাকাতের প্রথম শিডিউলের কাজ শেষ আরও অনেক বেশি প্রতিকূলতা আর উদ্দীপনা রয়েছে আগামীতে। আপনারা তৈরি তো?'
রঘু ডাকাত প্রসঙ্গে
𒆙রঘু ডাকাত ছবিটির পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড এবং এসভিএফের প্রযোজনায় আসছে। নাম ভূমিকায় থাকছেন দেব। অন্যান্য চরিত্রে দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়, ইধিকা পাল, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, প্রমুখকে। ২০২৫ সালের পুজোর সময় মুক্তি পাবে ছবিটি। বিগত প্রায় ৪ বছর ধরে নানা কারণে পিছিয়েছে ছবির কাজ। এরপর চলতি বছরের গোড়াতে দেব ঘোষণা করেন যে তাঁরা অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে নিয়ে আসছেন এই ছবিটি। এই বছর সরস্বতী পুজোর দিনই শুভ মহরত অনুষ্ঠিত হয় ছবির।
দেবের অন্যান্য কাজ
♊দেব অভিনীত ধূমকেতু ছবিটি অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে। এই বছরের গরমের ছুটিতে আসছে দেব, শুভশ্রী জুটির ছবিটি। প্রযোজনা রানা সরকারের। এছাড়াও দেবের হাতে প্রজাপতি ২ ছবিটির কাজও আছে। সেখানে তিনি আবারও জুটি বাঁধবেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে। পরিচালকের আসনে থাকবেন অভিজিৎ সেন।