বর্ডার-গাভাসকর ট্রফির সময়♌ চোট পেয়ে মাঠের বাইরে ছিট✨কে যান জসপ্রীত বুমরাহ। চোটের জন্য টিম ইন্ডিয়ার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে পারেননি তিনি। এমনকি আইপিএল ২০২৫ শুরু হয়ে গেলেও মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে দেখা নেই টিম ইন্ডিয়ার সুপারস্টার পেসারের।
তবে বুমরাহ আইপিএল থেকে ছিটকে গিয়েছেন, এমনটা নয় মোটেও। মুম্বই ইন্ডিয়ান্স বা বিসিসিআই, কোনও তরফেই বুমরাহ আইপিএল খেলতে পারবেন না বলে জানানো হয়নি। মরশুম শুরুর আগে মুম্বই কোচ মাহেলা জয়াবর্ধনে স্পষ্ট জানান যে, বুমরাহ কবে দলের সঙ্গে যোগ দিতে পারবেন, তা এখনও স্পষ্ট নয় তাঁ♍দের কাছে।
পরে আরও একবার বুমরাহর ফিটনেস নিয়ে আপডেট দেন মুম্বই কোচ। তাঁকে ﷽আশাবাদী শোনায় চলতি আইপিএল মরশুমে জসপ্রীতকে দলে পাওয়ার বিষয়ে। মুম্বই শিবির যে সমর্থকদের✱ মিথ্যা আশ্বাস দিচ্ছে না, সেটা বোঝা গেল আরও একবার। কেকেআরের বিরুদ্ধে হোম ম্যাচের আগে মুম্বই সমর্থকরা স্বস্তি পাবেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া জসপ্রীতের ভিডিয়ো দেখে।
কেকেআর ম্যাচের আগের দিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে, যেখানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির নেটে বুমরাহকে চেনা ছন্দে বল করতে দেখা যায়।🌳 এমনকি উইকেট নেওয়ার ঢংয়ে দু'হাত প্রসারিত করে সেলিব্রেটও করতে দেখা যায় জসপ্রীতকে। সুতরাং, বুমরাহ যে ম্যাচ ফিটনেসের খুব কাছে রয়েছেন, সেটা বোঝা যায় এই ভিডিয়ো দেখেই।
যদিও নাইট সমর্থকদের এই ভিডিয়ো দেখে দুশ্চিন্তায় পড়ার কোনও কারণ নেই। 🎀কেননা বুমরাহ এখনও বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। তিনি এখনও মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেননি। সুতরাং, সোমবার ওয়াংখেড়েতে কেকেআরের বিরুদ্ধে জসপ্রীতের মাঠཧে নামার কোনও সম্ভাবনা নেই।
উল্লেখ্য, ঘরের মাঠ ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হার দিয়ে আইপিএল ২০২৫ অভিযান শুরু করে কলকাতা নাইট রাইডার্স। তবে তারা নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তাও আবার অ্যাওয়ে ম্যাচে। এ🍃ই অবস্থায় টিম মালিক শাহরুখ খানের নিজের শহর মুম্বইয়ে এবার নিজেদের তৃতীয় লিগ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামছে 👍কেকেআর।
অন্যদিকে পাঁচꦚবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সেরꦗ বরাবরের মতো এবারও আইপিএল অভিযানের শুরুটা হয় নিতান্ত হতাশাজনকভাবে। তারা শুরুতেই একজোড়া অ্যাওয়ে ম্যাচে হেরে যায় যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানসের কাছে।