𒆙 প্রথম দু'ম্যাচে পরাজিত হওয়ার পরে অবশেষে আইপিএলের নতুন মরশুমে প্রথম জয়ের মুখ দেখে মুম্বই ইন্ডিয়ান্স। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় মুম্বই। সেই সুবাদে আইপিএল ২০২৫-এ পয়েন্টের খাতা খুলে ফেলে এমআই।
🐟যদিও কেকেআর ম্যাচেও ব্যাট হাতে নজর কাড়তে ব্যর্থ হন মুম্বই ওপেনার রোহিত শর্মা। তিনি ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন। আন্দ্রে রাসেলের বলে হর্ষিত রানার হাতে সহজ ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন হিটম্যান।
🧔উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম দু'ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হন রোহিত। চেন্নাইয়ে সিএসকের বিরুদ্ধে প্রথম ম্যাচে খাতা খুলতে পারেননি রোহিত। পরে আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। সুতরাং, চলতি আইপিএলের তিন ম্যাচে রোহিতের ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে (০+৮+১৩) ২১ রান।
🦩মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলে এমন পারফর্ম্যান্সের পরেও একজন ব্যাটারের ধারাবাহিকভাবে মাঠে নামা মুশকিল বলে মতামত প্রকাশ করেন মাইকেল ভন। প্রাক্তন ব্রিটিশ তারকা ক্রিকবাজের আলোচনায় স্পষ্ট দাবি করেন যে, যদি সংশ্লিষ্ট ক্রিকেটারের নাম রোহিত শর্মা না হতো, তাহলে এমন পারফর্ম করে দলে টিকে থাকা মুশকিল ছিল।
🌳অর্থাৎ, সুপারস্টার ক্রিকেটার বলেই ধারাবাহিক ব্যর্থতা সত্ত্বেও এক্ষেত্রে রোহিত মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে জায়গা ধরে রাখছেন বলে মত ভনের। রোহিত না হয়ে অন্য কেউ এমন খেললে তিনি বাদ পড়তেন বলে কার্যত হিটম্যানের সমালোচনা করেন ব্রিটিশ তারকা। ভন আরও স্মরণ করিয়ে দেন যে, রোহিত এখন আর মুম্বইয়ের ক্যাপ্টেন নন। তাই শুধুমাত্র ব্যাটার হিসেবেও তাঁকে বিবেচনা করা হবে।
'রোহিত কিন্তু এখন আর মুম্বইয়ের ক্যাপ্টেন নয়'
🍬ভন বলেন, ‘ওর নম্বরের (রানের) দিকে তাকান। মনে রাখা উচিত যে, আমরা রোহিতকে শুধুমাত্র ব্যাটার হিসেবে বিচার করছি। কেননা ও এখন আর মুম্বইয়ের ক্যাপ্টেন নয়। তাই গড়পড়তা নম্বর নিয়ে দলে টিকে থাকা যাবে না। ওর নম্বর এই মুহূর্তে সত্যিই গড়পড়তা। যদি তোমার নাম রোহিত শর্মা না হতো, তাহলে তুমি সম্ভবত এরকম গড়পড়তা রান করে কোনও একটা পর্যায়ে দলে জায়গা হারাতে। রোহিত শর্মার মতো খেলোয়াড়ের কাছ থেকে এরকম পারফর্ম্যান্স কাম্য নয়।’
🐻ভন পরক্ষণেই বলেন, ‘যদি ও ক্যাপ্টেন হতো, তাহলে রানটা তেমন কোনও বড় বিষয় হয়ে দাঁড়াত না। কেননা নেতা হিসেবে তুমি দলের পারফর্ম্যান্সে নিজের জ্ঞান, কৌশল, ভাবনা-চিন্তার প্রয়োগ করছ, যেটা ও ভারতীয় দলের হয়ে করে থাকে এবং অতীতে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও ওকে সেটা করতে দেখেছি আমরা। তবে যেহেতু ও ক্যাপ্টেন নয়, তাই ব্যাটার রোহিত শর্মাকে রান দিয়েই বিচার করা হবে। ওর পারফর্ম্যান্সে উন্নতি করা দরকার।’